ব্রাহ্মণবাড়িয়ায় হেমন্ত বই পার্বণে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের মঞ্জুকেশিনী বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে নির্ঝর সৃজনশীল সাহিত্যচর্চা পাঠশালা’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাছির দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ মনির হোসেন, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান৷
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ মাহমুদুর রহমান, সড়ক ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, কবি জয়দুল হোসেন, কবি মানবন্ধর্বন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভার প্যানেল মেয়র-১ মিজানুর রহমান আনসারী, প্যানেল মেয়র-৩ ও ৮ নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোঃ শাহীন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাবিবুর রহমান পারভেজ, আবৃত্তি ব্যাক্তিত্ব কাজী নাজমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শারমিন সুলতানা, সিটি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোঃ আব্দুল কুদ্দুসের কবিতা মঞ্জুকেশিনী বইয়ের মোড়ক উন্মোচন করেন৷ পরে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করা হয়৷ পাশাপাশি চা চক্র ও পিঠার আয়োজন করা হয়৷