শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ বাংলার জন্য ক্লিক করুন
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   জাতীয় -
                                                                                                                                                                                                                                                                                                                                 
ধেয়ে আসছে নিম্নচাপ, বন্দরে বন্দরে সতর্ক সংকেত

স্বাধীন বাংলা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে। একই সাথে এটি আরও ঘনীভূত হচ্ছে। ফলে দেশের বন্দর সমূহে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।


উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সামান্য সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

তিনি আরও জানান, আগামী পাঁচ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

 

ধেয়ে আসছে নিম্নচাপ, বন্দরে বন্দরে সতর্ক সংকেত
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে। একই সাথে এটি আরও ঘনীভূত হচ্ছে। ফলে দেশের বন্দর সমূহে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।


উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সামান্য সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

তিনি আরও জানান, আগামী পাঁচ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

 

নির্মাণাধীন ভবন ধসে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃ*ত্যু
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে প্রাণ হারিয়েছেন ৩ বাংলাদেশি শ্রমিক। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১২ জন শ্রমিককে। তবে এখনও ৪ বাংলাদেশি নিখোঁজ রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে।

গতরাতে ভবনধসে হতাহতের এ ঘটনা ঘটে। ধসেপড়া এই নির্মাণাধীন ভবনের সব শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। ঘটনার পর উদ্ধারকারীরা এখনো চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।

এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসেপড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়েছে।

পেনাংয়ের ডেপুটি পুলিশপ্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।

এদিকে ঘটনাস্থল থেকে বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন বলেন, ধসেপড়া নির্মাণাধীন ভবনে হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করা হচ্ছে।

র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

শুরু হয়েছে বিএনপি-জামায়াত সহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবরোধ-হরতাল কর্মসূচী। এ পরিস্থিতিতে পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৪০টি টহল দলসহ সারা দেশে ৪২৮টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহণ ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এসকোর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

তিনি আরও জানান, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

প্রসঙ্গ নির্বাচন: ইইউ প্রতিনিধিদের সঙ্গে আজ ইসি’র বৈঠক
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ যৌথসভা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইসির সঙ্গে আজকের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সুইডেন, স্পেন, ইটালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২২ নভেম্বর ইমেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আওয়ালের কাছে যৌথসভায় বসতে চান মর্মে সময় চেয়েছিলেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সিইসির পক্ষ থেকে ২৯ নভেম্বর বেলা ৩টায় বৈঠকের সময় দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির রেজাল্ট হস্তান্তর
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার রেজাল্ট হাস্তান্তর করা হয়েছে।

আজ রোববারা সকাল ১০টার দিকে স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

চুক্তিতে আরও ৬ মাস থাকছেন শ্রমসচিব এহছানে এলাহী
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী, এহছানে এলাহীর অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। আগামী ২৫ নভেম্বর তার সরকারি চাকরির বয়স শেষ হবে।

এরআগে, ২০২১ সালের ১৬ আগস্ট মো. এহছানে এলাহীকে সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরশনের চেয়ারম্যান (গ্রেড-১), সড়ক ও মহাসড়ক বিভাগ-এর আওতাধীন বিআরটিসি-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) পদে কর্মরত ছিলেন।

১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১০ম বিসিএস) সহকারী কমিশনার ও ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নীলফামারী জেলায় প্রথম যোগদানের পর সেখানে তিনি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নীলফামারী সদরে দায়িত্ব পালন করে। ১৯৯৫ সালে সহকারী সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ে আইএমইডি’তে যোগদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী সচিব হিসেবে ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তৎকালীন জাতীয় সংসদ স্পীকার মরহুম হুমায়ুন রশিদ চৌধূরীর তত্ত্বাবধানে ডেলিগেশন শাখার দায়িত্বে থেকে আইপিইউ ও সিপিএ’র যাবতীয় কাজসহ সকল প্রটোকল ব্যবস্থাপনা দেখেন। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণায়ের পরিকল্পনা বিভাগের সচিবের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬-২০০৮ সাল উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলার দায়িত্ব পালন করেন। ২০০৮-২০১৩ সাল পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সাঃ), জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক থাকা অবস্থায় উপসচিব হিসেবে পদোন্নতি পান। ২০১৩ সালের শেষের দিকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ‘চীফ এস্টেট অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ ও বন মন্ত্রণায়ের অধীন ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের’ পরিচালক হিসেবে কিছুদিন কাজ করেন। তারপর ২০১৩ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত রাজউকের সচিব ও পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন শেষ করে ২০১৪ সালের জানিুয়ারি মাসে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। জেলা প্রশাসক থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পান এবং পূর্ণ দেড় বছর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষ করে ০১ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করেন। এরপর ২৯ আগস্ট ২০১৮ তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন এবং ৩০ আগস্ট ২০১৮ হতে ২৫ আগস্ট ২০১৯ পর্যন্ত অতিরিক্ত সচিব পদে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্তিতে দায়িত্ব পালন করেন।

মোঃ এহছানে এলাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষা পাশ করেন। ১৯৮২ সালে সিলেট সরকারি কলেজ (বর্তমানের এমসি কলেজ, সিলেট) থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরক্ষিায় পাশ করার পর ১৯৮২-৮৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের বিএসসি (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। ১৯৮৫ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৬ সালে এমএসসি পাশ করেন। পরবর্তীতে ২০০৫- ২০০৬ সালে একটি স্কলারশীপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধিীনে গঝ (চঐ) ডিগ্রি লাভ করেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এ কর্মকর্তা দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ গ্রহণ করেন। বিশেষ করে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও শিক্ষা সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধে হিসেবে যোগদান করেন। তিনি ভারত, থাইল্যান্ড, সিংঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, যুক্তরাজ্য, জার্মানী, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা, নেপাল এবং ইউএসএ’সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এছাড়াও তিনি অনেকগুলো সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন।

মোঃ এহছানে এলাহী সিলেট জেলার কানাইঘাট উপজেলার তিনসতী নয়াগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মোঃ আব্দুল লতীফ (অবঃ অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, মৌলভীবাজার) এবং মাতা মরহুম শামসুন নাহার। তাঁর সহধর্মিনী সৈয়দা ফেরদৌসী বেগম। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক।

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন
                                  

কাউসার আহমেদ বিহন, কুয়েত থেকে:

কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি)যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দেশটির সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন প্রদর্শন ছাড়াই অনুষ্ঠানটি সীমিত আকারে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল এভিডেন্স, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মহাপরিচালক মেজর জেনারেল ইদ রাশেদ আল ওয়াইহান আল এনেজি।

প্রধান অতিথি ১৯৯১ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশী সৈন্যদের অবদান ও আত্মত্যাগের কথা স্বীকার করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক একটি সর্বোত্তম পর্যায়ে পৌঁছাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত সশস্ত্র বাহিনীর নন-কমিশনড অফিসারস অ্যাফেয়ার্স শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লাফি মেলফি আল মুতাইরি।

ব্রিগেডিয়ার জেনারেল লাফি কুয়েতে নিয়োজিত সকল বাংলাদেশী সেনাদের প্রতি শুভেচ্ছা জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।

শুরুতে, কমান্ডার বিএমসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল দিনটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ-কুয়েত এর সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের উপর জোর দিয়ে তার স্বাগত বক্তব্য দেন।

পরে কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টস নিয়ে একটি ভিডিও ক্লিপও প্রদর্শন ও বিএমসি ম্যাগাজিন-২০২৩ উন্মোচন করা হয়।

বাংলাদেশে শ্রমিক দমনপীড়ন ও নির্বাচন নিয়ে আবারো মুখ খুললো যুক্তরাষ্ট্র
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:
বাংলাদেশে সহিংস পন্থায় শ্রমিক আন্দোন দমন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে দমনপীড়ন চালানো হয়েছে বলে মনেকরে যুক্তরাষ্ট্র। এবিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেছে যুক্তরাষ্ট্র।

গককাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্রিফিং চলাকালে বাংলাদেশ প্রসঙ্গটি সামনে নিয়ে আসেন এক সাংবাদিক। ওই সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সম্প্রতি উল্লেখ করেছেন, যারা শ্রমিকের অধিকার লঙ্ঘন করবে, হুমকি দেবে বা শ্রমিকদের ভীতি প্রদর্শন করবে তারা প্রয়োজনে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। বাংলাদেশে মজুরি বৃদ্ধি আন্দোলনে সাম্প্রতিক দিনগুলোতে পাঁচজন গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে?

এই প্রশ্নে জবাবে ম্যাথিউ মিলার বলেন, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তৃতা থেকে বোঝা যায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের সুরক্ষা এবং প্রসারে যুক্তরাষ্ট্র কীভাবে বিশ্বজুড়ে সরকার, শ্রমিক, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য জায়গায় যুক্তরাষ্ট্র তার এই তৎপরতা অব্যাহত রাখবে। আপনার প্রশ্নের জবাবে আমি আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পুরো বিবৃতির বিষয়েই আপনার দৃষ্টি আকর্ষণ করব।

বাংলাদেশে শ্রমিকদের বিক্ষোভে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে এই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে সহিসংতা, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার মতো বিষয়গুলোতে আমরা নিন্দা জানাচ্ছি। শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আমাদের মূলনীতি হলো- কোনো ধরনের সহিসংতা, প্রতিশোধপরায়ণতা ও ভীতি প্রদর্শন ছাড়াই শ্রমিকরা যাতে স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ এবং মালিকপক্ষের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারে সেই অধিকার সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

এসময় ওই সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বিরোধী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের হত্যা, গণগ্রেফতার এবং অপহরণসহ বিরোধীদের ওপর ক্র্যাকডাউনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাসীন দল আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। শাসক দল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানও প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশে এক দলের ওপর অন্য দলকে প্রাধান্য দেয় না, এই পরিস্থিতিতে বাংলাদেশে এই একদলীয় স্বৈরাচারী শাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে?

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ প্রশ্নের জবাবে বলেন, আপনি ঠিকই বলেছেন। আমরা এক দলের ওপর অন্য দলকে প্রাধান্য দেই না। বাংলাদেশিরা নিজেরাই যা চায়, আমরাও তাই চাই। আর তা হচ্ছে: শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সরকার, বিরোধীদল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে আহ্বান জানাবো যেখানে তারা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করে, যাতে করে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:
পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টারা। টেকনোক্র্যাট কোটায় যারা প্রতিমন্ত্রী-উপদেষ্টা হয়েছিলেন তারা আজ রোববার পদত্যাগ করেছেন।

রোববার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি। এবার সকলেই পদত্যাগ করেছেন।

ভোটের ৪দিন আগে ব্যালট পেপার জেলায় পৌঁছে যাবে: ইসি সচিব
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচ কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুনয়ারি জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার ভোটের ব্যালট পেপার নির্বাচনের ৪দিন আগে জেলা পর্যায়ে পৌঁছে যাবে বলে জানালেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম জানান, প্রতীক বরাদ্দ দেওয়ার পর ব্যালট পেপার ছাপানো হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

ইসির আরেক কমিশনার মো. আলমগীর জানিয়েছিলেন, ব্যালট পেপার ভোটের দিন সকালে জেলা পর্যায়ে পাঠানোর চিন্তা করা হচ্ছে। কাগজের ব্যালটের নির্বাচনে যেন কোনো রকম অপব্যবহার না হয়, সেজন্য ইসি এ কৌশল অবলম্বন করতে পারে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসির মুখপাত্র জাহাংগীর আলম বলেন, ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এ বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তফসিল ঘোষণার পর থেকে নিয়োগ, বদলি ও রাজনৈতিক কোনো চাপ অনুভব করছেন কি না- এ প্রশ্নে তিনি বলেন, আরপিওতে সুস্পষ্টভাবে বলা আছে নির্বাচনকালীন সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন নিতে হবে। সন্ধ্যা তফসিল ঘোষণা হয়েছে। তার আগ মুহূর্তের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তফসিল ঘোষণার পর আমাদের কাজ ।


ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

দেশজুড়ে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভায় নারীদের ঢল
                                  

খুলনা প্রতিনিধি:

খুলনা সার্কিট হাউসে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থি থাকবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সার্কিট হাউস মুখি আসছেন। আগত নেতাকর্মীদের মাঝে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। সার্কিট হাউজের পূর্ব পাশ থেকে তারা জনসভার মাঠে প্রবেশ করছেন। পরনে শাড়ি, মাথায় টুপি পরে মিছিলে অংশ নিয়েছেন তারা। এ সময় তাদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নিজ এলাকার আওয়ামী লীগ নেতার নামে স্লোগান দিতে দেখা যায়। নারী কর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস দেখা গেছে।

আজ বেলা ৩ টায় রূপসা ও ভৈরব তীরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে দলের বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে সকাল থেকেই বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা মহানগরীর জুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

দেশজুড়ে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

বিএনপি-জামায়াতসহ সমমনাদের আহ্বানে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। আজ চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন। এমতাবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শরীফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ড বাই রয়েছে।

এদিকে, অবরোধের সমর্থনে বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল আজও অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল বিক্ষোভ মিছিল করেছে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূইঁয়ার মৃত্যুবার্ষিকী রোববার
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

ফেনী কলেজের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা, ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ ফেনী জেলার আহবায়ক, ফেনী জেলা জাসদ (ইনু) সাবেক সভাপতি, নতুন প্রজন্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকাস্থ ফেনী গুণীজন ও মুক্তিযোদ্ধা মূল্যায়ন পরিষদের সভাপতি, সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়ার (১২ই নভেম্বর) ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার।

তিনি ২০০৮ সালের এই দিনে রাজধানীর এ্যাপোলো চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য তিনি সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতী, কলামিস্ট ও নটরডেম ইউনিভার্সিটির ইংরেজীর সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার পিতা।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গ্রামের বাড়ী ও ঢাকার রামপুরায় মিলাদ মাহফিল, কোরআন খতম এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

পিটার হাস দিল্লিতে নয়, ঢাকায় ছিলেন
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

নয়া দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গতকাল শুক্রবার ২+২ বৈঠক অনুষ্টিত হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অংশ নিয়েছেন মর্মে একটি সংবাদ গতকাল প্রকাশিত হয়। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, পিটার হাস দিল্লিতে নয়, ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন।

মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেয়ার কোনো পরিকল্পনা ছিল না। পরবর্তীতে শক্তি ফাউন্ডেশনের স্টল পরিদর্শন সংক্রান্ত শুক্রবারের একটি কর্মসূচিতে পিটার হাসের উপস্থিতি সংক্রান্ত সচিত্র বার্তা শেয়ার করেন মুখপাত্র। তাতে দেখা যায় শুক্রবার গুলশান সোসাইটি লেক এলাকায় ‘ঢাকা ফ্লো’ আয়োজিত ‘ফেস্টিভ্যাল ফর ইয়োগা এন্ড ওয়েলনেস প্রোগ্রাম’ এ গেছেন পিটার হাস।

‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেইজড উইমেন’ নামক সংস্থাটি তাদের ফেসবুক পেজে পিটার হাসের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, পিটার হাস এই সংস্থার স্টল ঘুরে দেখছেন।

রেলপথ উদ্বোধনে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
                                  

কক্সবাজার প্রতিনিধি:

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প উদ্বোধনের লক্ষ্যে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) এই প্রলল্পসহ বেশকিছু প্রকল্প উদ্বোধন তিনি। দোহাজারী-কক্সবাজার রেলপথটি আঠারো হাজার কোটি টাকায় নির্মিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

রেললাইন ছাড়াও প্রধানমন্ত্রী যে ১৬টি প্রকল্প উদ্বোধন করবেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত মাতারবাড়ী এক হাজার ২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্তি প্রকল্প। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স গার্ডার ব্রিজ, কক্সবাজার সদরে খাল লাইনিং অ্যাপ্রোচ রোড ও ব্রিজসহ আরও বেশ কয়েকটি প্রকল্প।


   Page 1 of 467
     জাতীয়
ধেয়ে আসছে নিম্নচাপ, বন্দরে বন্দরে সতর্ক সংকেত
.............................................................................................
নির্মাণাধীন ভবন ধসে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃ*ত্যু
.............................................................................................
র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
.............................................................................................
প্রসঙ্গ নির্বাচন: ইইউ প্রতিনিধিদের সঙ্গে আজ ইসি’র বৈঠক
.............................................................................................
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির রেজাল্ট হস্তান্তর
.............................................................................................
চুক্তিতে আরও ৬ মাস থাকছেন শ্রমসচিব এহছানে এলাহী
.............................................................................................
কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন
.............................................................................................
বাংলাদেশে শ্রমিক দমনপীড়ন ও নির্বাচন নিয়ে আবারো মুখ খুললো যুক্তরাষ্ট্র
.............................................................................................
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ
.............................................................................................
ভোটের ৪দিন আগে ব্যালট পেপার জেলায় পৌঁছে যাবে: ইসি সচিব
.............................................................................................
দেশজুড়ে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভায় নারীদের ঢল
.............................................................................................
দেশজুড়ে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূইঁয়ার মৃত্যুবার্ষিকী রোববার
.............................................................................................
পিটার হাস দিল্লিতে নয়, ঢাকায় ছিলেন
.............................................................................................
রেলপথ উদ্বোধনে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
.............................................................................................
অবরোধের নামে অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
.............................................................................................
আগের নির্বাচনগুলোতে ডিসি-এসপিদের সহযোগিতা পুরোপুরি পেয়েছি: সিইসি
.............................................................................................
নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠকে প্রাধান্য পাবে বাংলাদেশের জাতীয় নির্বাচন
.............................................................................................
আগামী সপ্তাহেই দ্বাদশ নির্বাচনের তফশিল
.............................................................................................
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ফের জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
.............................................................................................
মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল
.............................................................................................
ঢাকাসহ আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
.............................................................................................
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
ইসির সংলাপ শুরু, অংশ নেয়নি ৯টি দল
.............................................................................................
বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ
.............................................................................................
সহিংসতা ও ভীতি প্রদর্শন বন্ধের আহ্বান: বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
.............................................................................................
আবারও সিসিইউতে খালেদা জিয়া
.............................................................................................
আজ বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
.............................................................................................
এমপি মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
.............................................................................................
বনানীতে শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
.............................................................................................
গত মাসে ৪০২ সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নি-হ-ত
.............................................................................................
বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
.............................................................................................
বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অস্ট্রেলিয়ার ১৫ এমপির
.............................................................................................
নয়াদিল্লিতে যে কথা হয়েছিল হাসিনা-বাইডেনের মধ্যে
.............................................................................................
দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
.............................................................................................
খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনি জটিলতা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
তারা স্যাংশনস দিচ্ছে, আরও দেবে
.............................................................................................
এক রাতে চলে গেলেন দুই সংসদ সদস্য
.............................................................................................
নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করবে : আইজিপি
.............................................................................................
অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : পররাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা : সিইসি
.............................................................................................
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
বাংলাদেশে গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর সরকারের পদ্ধতিগত নিপীড়ন চলছে: মিলার
.............................................................................................
নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা জানতে চাই : সিইসি
.............................................................................................
বিএনপি সরকারের আমলে অর্থনীতি মন্দার কবলে পড়েছিল : প্রধানমন্ত্রী
.............................................................................................
মার্কিন নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় সন্তুষ্ট : পররাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
প্রফেসর ড. মোঃ আব্দুল কুদ্দুসের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
.............................................................................................
কৌশলগত অগ্রযাত্রা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
    2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com

Developed By: Dynamic Solution IT