কাজল আক্তার নিশি চৈত্র দিনের গরম হাওয়ায় গায় না পাখি গান,গরম লেগে অতিষ্ঠ হয় সব মানুষের প্রাণ!জল শুকিয়ে কেমন যেনমাটি ফেটে যায়, কৃষক চাচা দেখে তাহাকরে যে হায় হায়!চৈত্র দিনে সূর্য মামারগায়ে উঠে জ্বর, জ্বরের তাপে জ্বলে পুড়ে সকল জীবের গতর!