সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহ*ত
সিলেট প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, কিছু দিন পর ছুঁটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
|
সিলেট প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, কিছু দিন পর ছুঁটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
|
|
|
|
সিলেট ব্যুরো:
সিলেটের জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে এ ধর্মঘটের ডাক দেয়। এর আগে গত রোববার একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংগঠনের নেতারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। এছাড়া সোমবার রোববার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় অর্ধশত ব্যক্তিকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন।
জানা যায়, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় (সড়কের পাশে) শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এক কিশোর দৌড় দেন। এসময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে এতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পরিবহন শ্রমিকদের অভিযোগ- এটি ছাড়াও এ সময় আরও অন্তত ৩টি বাস ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন।
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও আগুন দেওয়া সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।
তিনি আরও বলেন, আমাদের অন্তত ৪টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাসা ভাঙচুরের দাবি করে গত (রোববার) রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলাজুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে পুলিশ।
|
|
|
|
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ বারকোট গ্রামের আমেরিকা প্রবাসী ড. মোঃ এমাদ উদ্দিন আহমেদের অর্থায়ানে হোপ হাউসের উদ্যোগে পাঠদান কর্মসূচীর বার্ষিক সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় হোপ হাউজের প্রেসিডেন্ট ছালেহ আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ফরিজ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও ইসলামী চিন্তাবিদ রাফিয়া সুলতানা উদ্দিন।
বিদ্যুৎ পুরকায়স্থের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী হোপ হাউসের প্রতিষ্ঠাতা ড. মোঃ এমাদ উদ্দিন আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোপ হাউস এর প্রধান উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাবেক) পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বৃন্দ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক রশীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ছায়াদ আহমদ।
অনুষ্ঠান শেষে অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও নগদ অর্থ সহ মূল্যবান পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়।
|
|
|
|
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ:
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওযামী লীগের সহ সভাপতি নাদের বখত সহ পাঁচজনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র। অপর যাদের জামিন বাতিল করা হয়েছে তারা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলাম। তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামী পক্ষের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম শেফু বলেন, ‘৪ আগস্টের যে হামলায় উনাকে জড়ানো হয়েছে এটি মোটেও সঠিক নয়। তিনি কোনোভাবেই এই মামলায় জড়িত নন। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন।
প্রসঙ্গত, গত চার আগস্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ গত ২ সেপ্টেম্বর আদালতে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জনের মধ্যে নাদের বখত ৬ নম্বর এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী ২৭ ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ২৮ নম্বর আসামী।
অন্য দুইজনও এই মামলার আসামি। এই মামলায় অজ্ঞাত আসামী ২০০ জন। ইতোমধ্যে এই মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছু দিন কারাভোগ করে জামিনে রয়েছেন।
এদিকে, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় এজলাস থেকে নেমেই জয় বাংলা স্লোগান ধরেন আসামীরা। তাদের সাথে আদালত প্রাঙ্গনে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান ধরতে থাকেন। পরে আদালত প্রাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
|
|
|
জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি:
জৈন্তাপুরে পরিত্যক্ত এক পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহটি মানসিক ভারসাম্যহীন নাম পরিচয় বিহীন এক ভবঘুরে (পাগল) মানুষের।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮শে ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পাশে জৈনিক হোসেন মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে স্হানীয়রা নিহত ব্যাক্তিকে একজন মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত করেছেন। তারা জানান বেশ কয়েকদিন যাবৎ দরবস্ত সারীঘাট এলাকায় সে বিবস্ত্র অবস্থায় চলফেরা করতো। বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সে মাঝে মধ্যে সারীঘাট বালুর স্তুপে মাথা ও শরীল ঢুকিয়ে রাখতে দেখতো স্হানীয়রা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত শীতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, উদ্ধার পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
|
|
|
|
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী ছালিক এম সোবহানের বিরুদ্ধে ইছকন এর পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে অভিযোগ দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এলাকাবাসীর পক্ষে হবিবপুর আশিঘর এলাকার শাহ আবরু মিয়াসহ ৯জন স্বাক্ষরিত একটি অভিযোগ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, হবিবপুর আশিঘর এলাকার মৃত আব্দুস সোবহান এর পুত্র ছালিক এম সোবহান দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি জঙ্গি সংগঠন ইছকন এর অন্যতম পৃষ্ঠপোষক। সম্প্রতি চট্রগ্রামে ইছকন দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পর সারা দেশে এ হত্যাকান্ডের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকে। এরই ধারা বাহিকতায় এডভোকেট শাহীন সহ সুনামগঞ্জের আইনজীবী এবং সকল শ্রেনী-পেশার মানুষ আন্দোলন সংগ্রামে শরীক হন। যা সোস্যাল মিডিয়াস পত্র পত্রিকায় প্রকাশিত হয়। হাফিজ এমদাদ নামের ফেসবুক আইডির এক পোস্টে ছালিক সোবহান ফেসবুক আইডি থেকে কমেন্ট করেন ‘এখন আপনাদের ও শাহীনের সাহস বেড়ে গেছে মনে করছেন দল আপনাদের পাওয়ারে’ আর কিছু দিন অপেক্ষা করে ইছকন আপনাদেরকে হরে রাম হরে কৃষ্ণা করিয়ে পাকিস্তান পাঠাবে। আমাদেরকে কিছু করতে পারবে না। আমরা হলাম আমেরিকান আর ইছকম হল আমাদের’। উক্ত কমেন্ট এর পর এলাকায় মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। ছালিক এম সোবহান জঙ্গি সংগঠন ইছকনের মাধ্যমে এলাকার লোকজনকে হত্যা করে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী।
এ ব্যাপারে জগন্নাথপুর থানায় সাজাদ মিয়া নামের এক ব্যাক্তি পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
|
|
|
|
জয়নাল আবেদীন: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং কমলগঞ্জ কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা সুজন আহমেদসহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।
মেলায় বিজীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
|
|
|
|
সিলেট প্রতিনিধি:
রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। দৃশ্যপটে কোনো রাজনৈতিক দল না থাকলেও সিলেটে জমজমাট রাজনৈতিক মামলা বাণিজ্য। আর এ ক্ষেত্রে বেশিরভাগ হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে আসামী হচ্ছেন, সাধারণ নিরীহ মানুষ। আসামী থেকে বাদ যাচ্ছেন না বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও। বিশেষ করে নিরীহ-নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগের শেষ নেই।
সিলেটে দায়ের করা মামলা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। বাদ যাচ্ছেন না সাংবাদিকরাও। কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না থাকার পরও একের পর এক যোগাযোগী হয়রানি মূলক মামলায় মৃত্যুর পথও বেছে নেওয়ার চেষ্টা করছেন! এসবের জন্য প্রতিকার চাওয়ার মতো যেন কেউ নেই, এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীদেরও আসামি করা হচ্ছে। কোথাও কোথাও ব্যক্তি আক্রোশের কারণে মামলায় আসামি করা হচ্ছে।
মামলার অভিযোগ উঠেছে, মামলা দায়ের নিয়ে বাণিজ্যেও নেমেছে কেউ কেউ। লক্ষ-লক্ষ টাকা বাণিজ্য করে কেউ কেউ ইতিমধ্যে কোটি টাকাও কামিয়ে নিয়েছেন। মামলায় ঢুকানো, নাম কর্তন করা থেকে শুরু করে কত রকমের ইতিহাস সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন সিলেট বিএনপি’র নেতারা। তারা জানিয়েছেন, কেউ আক্রান্ত হলে মামলা দিতে পারেন। কিন্তু এই মামলা নিয়ে বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ নিলে কোনো বিতর্ক থাকবে না। এ কারণে মামলা দায়েরকারী সংক্ষুব্ধ ব্যক্তিদের নিজ-নিজ ইউনিটের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করার তাগিদ দেয়া হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন পর্যন্ত সিলেটে সংঘর্ষ, গুলিবর্ষণ ও হত্যাকান্ডের মতো ঘটনা ঘটেছে। অনেকেই আহত হয়ে হাসপাতালে ছিলেন। এখন সুস্থ হয়ে এসে মামলা দায়ের করছেন।
ইতিমধ্যে জেলা ও নগর মিলিয়ে বেশামাল মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেট এর চীফ রিপোর্টার কবি নূরুদ্দীন রাসেল সহ অনেক সাংবাদিকদের।
সিলেটের আদালতে সাংবাদিক সাকির বিরুদ্ধে মামলা দায়ের করেন খোরশেদ আলম ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল এর বিরুদ্ধে দক্ষিণ সুরমার কাজির খলা গ্রামের জাকির হোসেন দিপু নামের ব্যক্তি ছাড়াও আরো বিভিন্ন বাদী। অথচ মামলার বাদী, সাক্ষীকে তারা কেউ চিনেন না এবং ঘটনাগুলোর সাথেও কোনো সম্পৃক্ততা নেই তাদের। তারপরও অজানা রহস্যময়ভাবে মামলায় তাদের জড়িয়ে চরম হয়রানি করা হচ্ছে।
নগরের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন, এ মামলা দায়েরে ওয়ার্ড বিএনপি’র কেউ সম্পৃক্ত নন। আমরা মামলা সম্পর্কে জানি না। মামলার বাদীকে আমি চিনি না। ২০শে আগস্ট সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ৫নং ওয়ার্ডের যুবদলকর্মী রেদোয়ান আহমদকে আসামি করা হয়েছে। মামলায় তার বড় ভাই আলমাছ আহমদ শুকুরকেও আসামি করা হয়েছে। এছাড়া আরও দু’টি মামলায় আলমাছ আহমদ শুকুরকে আসামি করা হয়।
যুবদল কর্মী রেদোয়ান আহমদ বলেন, তার ভাই শুকুর বিগত ২০১৮ সালে দায়ের করা আওয়ামী লীগের একটি রাজনৈতিক মামলায় আসামি হয়েছিলেন। অথচ এবার তাকে বিএনপি’র মামলার আসামি করা হলো। আর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখলেও কেবলমাত্র ব্যক্তি আক্রোশে তার ওপর মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, তার এক ভাই ওয়ার্ড বিএনপি’র ক্রীড়া সম্পাদক আর পিতা আব্দুস সামাদ ছিলেন বিউবো’র শ্রমিকদলের সাধারণ সম্পাদক। তাদের গোটা পরিবার বিএনপি ঘরানার হওয়ার পরও তারা এখন আসামি।
স্থানীয় যুবদল নেতা রায়হান আহমদ বলেন, রেদোয়ান যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সে বিগত আন্দোলনেও সক্রিয় ছিল। এছাড়া তার ভাই শুকুর অতীতে আওয়ামী লীগের দায়ের করা দু’টি মামলায় আমাদের সঙ্গে আসামি ছিলেন। তাদের পরিবার বিএনপি পরিবার। ব্যক্তি আক্রোশের কারণে তাদের ওপর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। নগরীর টুকের বাজারের একটি মামলায় সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব অলিউর রহমানকে আসামি করা হয়েছে। এ নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, আন্দোলনে আহত হলে যে কারো মামলা দেওয়ার অধিকার আছে। তবে আমাদের নির্দেশনা হলো যারা প্রকৃত আসামি এবং সন্ত্রাসী তাদেরকে যেন আসামি করা হয়। কোনো নির্দোষ, নিরপরাধ ব্যক্তিকে আসামি করলে দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি ইতিমধ্যে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা দলীয় নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন।
এদিকে শেখ হাসিনার সময় আওয়ামী লীগ ও সরকারি বাহিনীর হাতে হত্যাকান্ড ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় কোনো নিরীহ কর্মকর্তা ও ব্যক্তিকে আসামি এবং হয়রানি না করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, যারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাকান্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে, কোনো অবস্থাতেই যেন কোনো নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হন। সিলেট জেলা বিএনপি’র পক্ষ থেকে কঠোর নির্দেশনা হচ্ছে, কোনো অবস্থাতেই ব্যক্তিগত প্রতিহিংসার কারণে কাউকে আসামি করা যাবে না। যদি এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় তবে সিলেট জেলা বিএনপি সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচির সময়টাতে ঘটে যাওয়া সহিংসতাকে কেন্দ্র করে একের পর এক মামলা হচ্ছে রাজধানীসহ সারা দেশে।
অন্তবর্রতী সরকার দায়িত্ব নেওয়ার পর এই দুই মাসে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে সংশ্লিষ্ট হাজারো ব্যক্তির নামে অসংখ্য মামলা হয়ে গেছে এরই মধ্যে, যেখানে শুধু হত্যা মামলাই আছে পাঁচ শতাধিক। এরই মধ্যে অভিযোগ উঠেছে, পরিবর্তিত প্রেক্ষাপটের ফায়দা লুটতে মামলা বাণিজ্যে মেতেছে কয়েকটি চক্র। আর তাদের মূল টার্গেটে পরিণত হচ্ছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোষ্ঠীর কর্ণধাররা। মামলায় আসামি না করার শর্তে ব্যবসায়ীদের কাছে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। ভুক্তভোগীরা বলছেন, মামলাবাজ ওই চক্রের দাবি না মেটালেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে ‘সিরিজ’ মামলায়।
শুধু ব্যবসায়ীই নন, বাদ যাচ্ছেন না সাংবাদিক, তারকারা, এমনকি শিক্ষকরাও। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং পূর্বশত্রুতাকে কেন্দ্র করেও মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটছে, যেখানে মামলার বাদী ও আসামি কেউই কাউকে চেনেন না।
একইভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিরুদ্ধেও হত্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ মিলছে। এসব বানোয়াট মামলাকে হাতিয়ার বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি চক্র। এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অনেকে বাসাবাড়িতেও থাকতে পারছেন না।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারাও ঢালাও মামলার বিষয়টি স্বীকার করেছেন। গণমাধ্যমকে তারা বলেন, প্রতারক চক্র মামলা-বাণিজ্য করছে, তা সত্য। নিরপরাধ ব্যবসায়ী ও লোকজনদের মামলা দিয়ে হয়রানি করছে বলে বেশ কিছু অভিযোগ এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলা নিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠার গুরুতর অভিযোগ এসেছে। আইনজীবী পরিচয় দিয়ে কেউ কেউ প্রতারক চক্রদের সহযোগিতা করছে। তাছাড়া প্রতারকদের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদেরও সুসম্পর্ক আছে। সুযোগ পেয়ে তারা মিলেমিশে অপকর্ম চালাচ্ছে। যারা এসব অপকর্ম করছে, তাদের নজরদারির পাশাপাশি আইনের আওতায় আনতে পুলিশের সব ইউনিট প্রধান ও জেলা পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো মামলার এজাহারে নাম থাকলেই যে গ্রেফতার করতে হবে, আইনে এমন বাধ্যবাধকতা নেই। তদন্ত শেষে তারপর গ্রেফতারের বিষয়টি আসে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। এই বিষয়টি সঠিক ভাবে পরিচালনা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এদিকে মামলা বাণিজ্যের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার-বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে। একাধিক ভুক্তভোগীর দাবি, মামলার আসামিদের ধরতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে নিরপরাধ অনেকে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছেন। তাছাড়া অভিযানের নামে গ্রেফতার-বাণিজ্যেরও শিকার হচ্ছেন অনেকে। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে তালিকা সংগ্রহ করার তথ্যও মিলেছে।
|
|
|
|
সিলেট প্রতিনিধি:
সিলেট জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ, কুয়াশা বাড়ার সাথে-সাথে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। যদিও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (০৯ ডিসেম্বর) মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তুত রয়েছে।
যার ফলে, সোমবার (০৯ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ প্রভাব ১০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রংপুর এবং রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে।
এরপর দিন, মঙ্গলবার (১০ ডিসেম্বর) মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী বুধবার (১১ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। সিলেট বিভাগ জুড়ে রোববার রাত থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হওয়ার পর থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে। তাছাড়া চা শ্রমিকেরা ঘন কুয়াশার কারনে চা উত্তোলন করতে পারছেন না।
|
|
|
|
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে অস্ত্র আইনের মামলার পলাতক আসামী, উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা একরার হোসেনের অপসারণের দাবীতে মানববন্ধন হয়েছে। চেয়ারম্যান আত্মগোপনে থাকায় নাগরিক সেবা বঞ্চিত ইউনিয়নের ক্ষুব্ধ লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।
রোববার( ৮ ডিসেম্বর) বেলা ৩ টায় ইউনিয়নের আকিলশাহ বাজারে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান।
একরাম হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাজ্জাদুর রহমান, তায়িদ মিয়া, আলকু মিয়া, নানু মিয়া, শিশু মিয়া, বশর মিয়া, জাহাঙ্গীর চৌধুরী রিফাতসহ আরও অনেকে। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান একরার হোসেন আওয়ামী লীগের শাসনামলে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে হাতিয়া গ্রামে হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরসহ সন্ত্রাসী বাহিনী দ্বারা এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্কুল, মাদ্রাসা, জলমহাল কুক্ষিগত করে রেখেছিলেন। আওয়ামী লীগের পতনের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করলেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। বক্তারা আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবী জানান।
জানা যায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে দিরাই থানায় মামলা হয়েছে। এছাড়া সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী চেয়ারম্যান একরার। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন তিনি। প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দেয়ায় থমকে গেছে পরিষদের সেবা কার্যক্রম। মানববন্ধনে অংশ নেয়া ক্ষুব্ধ লোকজন চেয়ারম্যান একরার হোসেনের অপসারণ দাবী করেন।
|
|
|
|
বালাগঞ্জ প্রতিনিধি:
আগামী রোজ রবিবার (৮ই ডিসেম্বর) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের চান্দাইর পাড়া শিক্ষা পল্লী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ক্বেরাত ও নাশিদ মাহফিল।
স্থানীয় সামাজিক সংগঠন বালাগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চান্দাইরপাড়া শিক্ষাপল্লী সংলগ্ন মাঠে, সাংস্কৃতিক এই সন্ধ্যায় সূরে সূরে মাতাবেন জাগ্রত কবি মুহিব খাঁন, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, শালীন আহমদ, আহমদ আব্দুল্লাহ ও শিশু শিল্পী, তামজীদ খাঁন।
এছাড়াও অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করবেন শায়খ ক্বারী ইউসুফ সাকিম আল-আজহারী, ঢাকা।
বালাগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলবৃন্দ জানান, দীর্ঘদিন পর আমাদের এলাকায় একটি প্রাণবন্থ নাশিদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করি মাহফিলটি লোকে লোকারণ্য হবে।
উক্ত মাহফিলে সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে নাশিদ উপভোগ করার জন্য ইসলামী সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
|
|
|
|
দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই গ্রামের নুনু মিয়া চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছেন সুমন চৌধুরীর পক্ষের ইসলাম উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩০) ও জুয়েল মিয়া (৪০), দরাজ মিয়ার ছেলে মহিবুর মিয়া (২৫), আকমল চৌধুরীর ছেলে আঞ্জু মিয়া চৌধুরী (২০), মৃত মবশ্বির চৌধুরীর ছেলে আকমল চৌধুরী (৬০) ও কনর মিয়া চৌধুরী(৫০), নুরুল চৌধুরীর ছেলে শুভ চৌধুরী (২৭), মৃত মধু মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৬৫), আকমল চৌধুরীর ছেলে আবেদ চৌধুরী (২৫), রইছ উদ্দিনের ছেলে জুবেদ (৩৮), আব্দুল কাইয়ুমের ছেলে মোর্শেদ (৪২)। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এছাড়া নুনু মিয়া চৌধুরীর পক্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন, নুনু মিয়া চৌধুরীর ছেলে তাজিম চৌধুরী (২২), মৃত শফাত উল্লার ছেলে রাবেল মিয়া (২৭)। তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা নুনু মিয়া চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, ভাংচুরসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকটি মামলা রয়েছে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দুইপক্ষের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমন চৌধুরীর পক্ষের ১১ জন ও নুনু মিয়া চৌধুরীর পক্ষের ২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার জানান, গুলিবিদ্ধ ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযান চলছে। গ্রামের পরিবেশ বর্তমানে স্বাভাবিক আছে।
|
|
|
|
কানাইঘাট থেকে ইকবাল বাহার:
সিলেটের কানাইঘাট উপজেলায় আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদে উদ্যেগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গত শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সীমাবাজারে এ খৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১৫০ জন এতিম, গরিব ও অসহায় বাচ্ছাদের খৎনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি হাফিজ নোমান বিন ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ ওহিদুজ্জামানর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান ক্বাসিমী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, কানাইঘাট অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইকবাল বাহার, পরিষদের অন্যতম উপদেষ্টা, হাফিজ মুতিউর রহমান, মাওলানা হেলাল আহমদ।
অনুষ্ঠানে এলাকার দেড় শতাধিক গরীব অসহায় শিশুকে খৎনা প্রদান করা হয়। এছাড়াও তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদ একটি সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই প্রতিষ্ঠান। এর মধ্যে শিক্ষার্থীদের মেধাবৃত্তি, বিভিন্ন দুর্যোগে কাজ করা, গরীব অসহায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে।
|
|
|
|
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টায় বাঙ্গালগাও গ্রামের গয়াছ মিয়া ও আইনুল্লা গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারতদের মধ্যে ৫জনকে আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
আহতরা হলেন বাঙ্গালগাও গ্রামের হাশিদ উল্লার ছেলে মস্তফা মিয়া (৬০) শান উল্লার ছেলে আফাজ উদ্দিন (৩৩) আবুল হোসেনের ছেলে নসুর উদ্দিন (৪০) কুতুব উল্লার ছেলে সালমান আহমেদ (২৫) আব্দুল ওয়াকিদ এর ছেলে দেলোয়ার হোসেন (৩২)
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
|
|
|
|
সিলেট ব্যুরো:
বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ভারতীয় বর্ডার এলাকা হতে প্রায় দেড় কোটি টাকার অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৫ ও ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও সুপারি এবং চোরাচালানী মালামাল বহনকারী ট্রাক, ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৮ হাজার ১৩ হাজার ১০০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
|
|
|
|
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সোমবার (২৫শে নভেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে সহকারী শিক্ষক জুয়েল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধক্ষ্য এম এ রহিম।
তিনি বলেন, আসুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের`প্রেক্ষাপটে দেশকে নিয়ে নতুন করে ভাবি। স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরও তাদের ভবিষ্যৎ নির্মাণের শিক্ষাই দিয়ে গেল। তাই আমরা নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাহ হোসেন, কলেজ বিভাগের প্রভাষক শরিফ উদ্দিন, অত্র কলেজের বাংলা প্রভাষক মিম ছাবির, আশফাক আহমেদ, মিজানুর রহমান ও প্রমূখ। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
|
|
|
|
|
|
সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহ*ত |
............................................................................................. |
সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’ |
............................................................................................. |
গোলাপগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ |
............................................................................................. |
আন্দোলনে হামলার মামলায় সুনামগঞ্জের মেয়র কারাগারে, আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান |
............................................................................................. |
জৈন্তাপুরে পুকুর থেকে অজ্ঞাত লা*শ উদ্ধার |
............................................................................................. |
সুনামগঞ্জে যুক্তাষ্ট্র প্রবাসীর বিরুদ্ধে ইছকনকে পৃষ্ঠপোষকতার অভিযোগ |
............................................................................................. |
কমলগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান |
............................................................................................. |
সিলেটে রাজনৈতিক মামলায় চলছে জমজমাট বাণিজ্য |
............................................................................................. |
ঘন কুয়াশায় আচ্ছন্ন সিলেট, শীতের তীব্রতা বাড়ছে |
............................................................................................. |
ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরারের অপসারণের দাবীতে মানববন্ধন |
............................................................................................. |
৮ ডিসেম্বর বালাগঞ্জে আসছেন কবি মুহিব খাঁন |
............................................................................................. |
সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সং*র্ষ, ১৩ জন গুলিবিদ্ধ |
............................................................................................. |
কানাইঘাটের ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পেইন সম্পন্ন |
............................................................................................. |
দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘ*র্ষে আহত ৪০, আটক ৫ জন |
............................................................................................. |
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চো*রাই পণ্য জব্দ |
............................................................................................. |
আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশ্বনাথে সভা |
............................................................................................. |
সিলেটে ৬৩ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ, আটক ২ জন |
............................................................................................. |
ছাত্রদল কর্মীর হাতে ছাত্রদল নেতা খু*ন |
............................................................................................. |
গোলাপগঞ্জে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সড়কের কাজ আবারো শুরু |
............................................................................................. |
দিরাইয়ে আ.লীগ ও যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার দুইজন |
............................................................................................. |
অবশেষে পাওয়া গেলো শিশু মুনতাহাকে, তবে... |
............................................................................................. |
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নি হ ত |
............................................................................................. |
জুয়ার আসর থেকে দুই যুবলীগ নেতাসহ আটক ৩ |
............................................................................................. |
জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবক আটক |
............................................................................................. |
সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থান পেলেন যারা |
............................................................................................. |
মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ |
............................................................................................. |
শিক্ষা কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা, অপসারণের দাবি |
............................................................................................. |
কানাইঘাট অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইকবাল, সম্পাদক সাজেদ |
............................................................................................. |
মাদ্রাসায় অ*স্ত্রের মহড়া-সংঘ*র্ষ, আ হ ত ২৪ |
............................................................................................. |
সুরমা নদী খননের নামে হরিলুট, নেপথ্যে করা |
............................................................................................. |
সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গু*লি-অ*স্ত্র উদ্ধার |
............................................................................................. |
বিশ্বনাথে ভারতীয় চিনি জব্দ, আটক ১ |
............................................................................................. |
বিশ্বনাথ সাংবাদিক তুহেমকে সংবর্ধনা প্রদান |
............................................................................................. |
সিলেটের সাংবাদিক তুরাব হ*ত্যায় অভিযুক্ত পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ায় ক্ষো*ভ |
............................................................................................. |
জৈন্তাপুরে মদক ও ভারতীয় চিনি উদ্ধার |
............................................................................................. |
সিলেটে জান-মালের নিরাপত্তা চেয়ে নারীর সংবাদ সম্মেলন |
............................................................................................. |
ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কারপ্রয়োজন: সিলেটে ছাত্রশিবির সেক্রেটারী |
............................................................................................. |
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি লুৎফুর, সাধারণ সম্পাদক জহুরুল |
............................................................................................. |
সিলেটে লাইসেন্সবিহীন সিএনজির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অ্যাকশন শুরু |
............................................................................................. |
সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানে বলপ্রয়োগে শিক্ষকদের বাধ্য করা হচ্ছে পদত্যাগে, কিন্তু কেন... |
............................................................................................. |
রেড ক্রিসেন্টের অর্থায়নে জৈন্তাপুরে ত্রাণ বিতরণ |
............................................................................................. |
বর্ডারে ভারতীয় রুপিসহ বাংলাদেশি যুবক আ ট ক |
............................................................................................. |
সিলেটের জৈন্তাপুরে ৩ ছিনতাইকারী জনতার হাতে আটক |
............................................................................................. |
দিরাইয়ে চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবিতে মানবব*ন্ধন |
............................................................................................. |
নতুন ডিসি পেলো সিলেট |
............................................................................................. |
সিলেটে তীব্র গরম, স্থবির জনজীবন |
............................................................................................. |
কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে পালানোর সময় গোপালগঞ্জের দুই ব্যক্তি আটক |
............................................................................................. |
সিলেটে বহিষ্কার হলেন ছাত্রদলের ৩ নেতা |
............................................................................................. |
সিলেটের গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন |
............................................................................................. |
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পাকিস্তান হাইকমিশনারের |
............................................................................................. |
|