আনোয়ারায় বন্য হাতির বিরামহীন অত্যাচার, খাদ্য সঙ্কটের আশঙ্কায় কৃষক
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
আজ এই পাড়ায় তো কাল ওই পাড়ায়। আজ এই বিলে তো কাল ওই বিলে। এভাবে পালা করে প্রায় প্রতিরাতেই ভয়ংকরভাবে হানা দিচ্ছে বন্য হাতির দল। গত ছয় বছরে প্রাণ কেড়ে নিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ৭ জন মানুষের, ভেঙ্গে দিয়েছে অনেক বসত বাড়ী, নষ্ট করেছে অনেক ফল গাছ আর গরীব কৃষকের স্বপ্নে বোনা ফসলের মাঠ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ, পশ্চিমচাল, চাঁপাতলী, ছিরাবটতলী ও বটতলীসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের নির্ঘুম রাত কাটে হাতি আতঙ্ক নিয়ে। বিগত ৬ বছর যাবত দেয়াং পাহাড়ে অবস্থান নেয়া হাতির দলটি প্রায় প্রতিরাতেই কোন না কোন গ্রামে হানা দিচ্ছে। খেয়েদেয়ে নষ্ট করছে কৃষকের অতিকষ্টে বোনা ধান আর সব্জির ক্ষেত।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ধর্না দিলেও রহস্যজনক নীরবতা পালন করছেন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবে চলতে থাকলে খাদ্য সঙ্কটের আশঙ্কায় ভুগছেন উল্লেখিত গ্রামের সাধারণ কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, এই হাতির লাগাতার অত্যাচারে চাঁপাতলী গ্রামের বাইন্না ভিটা নামক প্রায় ১০ একরের একটি বিলে ফসলের চাষ করা প্রায় ছেড়েই দিয়েছে স্থানীয় কৃষকেরা, ফলে অতি আবাদ যোগ্য ফসলের এই মাঠটি আজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে অনাবাদি হয়েই।
এ প্রসঙ্গে স্থানীয় একাধিক কৃষকের সাথে আলাপকালে তাঁরা জানান, চাষ করে লাভ কি, যদি সে ফসল ঘরেই তুলতে না পারি?
তাঁরা বলেন, এই হাতির দল আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, আমাদের বাড়ীঘর নষ্ট করে দিচ্ছে, আমাদের জানমালেরও ক্ষতি করছে, এখন আমরা নিরুপায়, আমরা অসহায়। কারণ এ বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের আকুতি জানিয়ে আসছি, কিন্তু কোন কাজ হচ্ছেনা, আমাদের এই দুর্দশা থেকে পরিত্রাণে কেউই কোন উদ্যোগ নিচ্ছেনা। এভাবে চলতে থাকলে পরিবার পরিজনের খাদ্য জোগাড় এবং শান্তিতে বসবাস করা দুঃসাধ্য হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা।
|
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
আজ এই পাড়ায় তো কাল ওই পাড়ায়। আজ এই বিলে তো কাল ওই বিলে। এভাবে পালা করে প্রায় প্রতিরাতেই ভয়ংকরভাবে হানা দিচ্ছে বন্য হাতির দল। গত ছয় বছরে প্রাণ কেড়ে নিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ৭ জন মানুষের, ভেঙ্গে দিয়েছে অনেক বসত বাড়ী, নষ্ট করেছে অনেক ফল গাছ আর গরীব কৃষকের স্বপ্নে বোনা ফসলের মাঠ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ, পশ্চিমচাল, চাঁপাতলী, ছিরাবটতলী ও বটতলীসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের নির্ঘুম রাত কাটে হাতি আতঙ্ক নিয়ে। বিগত ৬ বছর যাবত দেয়াং পাহাড়ে অবস্থান নেয়া হাতির দলটি প্রায় প্রতিরাতেই কোন না কোন গ্রামে হানা দিচ্ছে। খেয়েদেয়ে নষ্ট করছে কৃষকের অতিকষ্টে বোনা ধান আর সব্জির ক্ষেত।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ধর্না দিলেও রহস্যজনক নীরবতা পালন করছেন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবে চলতে থাকলে খাদ্য সঙ্কটের আশঙ্কায় ভুগছেন উল্লেখিত গ্রামের সাধারণ কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, এই হাতির লাগাতার অত্যাচারে চাঁপাতলী গ্রামের বাইন্না ভিটা নামক প্রায় ১০ একরের একটি বিলে ফসলের চাষ করা প্রায় ছেড়েই দিয়েছে স্থানীয় কৃষকেরা, ফলে অতি আবাদ যোগ্য ফসলের এই মাঠটি আজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে অনাবাদি হয়েই।
এ প্রসঙ্গে স্থানীয় একাধিক কৃষকের সাথে আলাপকালে তাঁরা জানান, চাষ করে লাভ কি, যদি সে ফসল ঘরেই তুলতে না পারি?
তাঁরা বলেন, এই হাতির দল আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, আমাদের বাড়ীঘর নষ্ট করে দিচ্ছে, আমাদের জানমালেরও ক্ষতি করছে, এখন আমরা নিরুপায়, আমরা অসহায়। কারণ এ বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের আকুতি জানিয়ে আসছি, কিন্তু কোন কাজ হচ্ছেনা, আমাদের এই দুর্দশা থেকে পরিত্রাণে কেউই কোন উদ্যোগ নিচ্ছেনা। এভাবে চলতে থাকলে পরিবার পরিজনের খাদ্য জোগাড় এবং শান্তিতে বসবাস করা দুঃসাধ্য হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা।
|
|
|
|
পিংকি আক্তার (রাঙ্গামাটি):
কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় দেড় মাস পর ভেসে উঠেছে ডুবে থাকা ঝুলন্ত সেতুটি। অবশেষে ৪৫ দিন পর সিম্বল অব রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি কমে গেছে। এতে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে এবং পর্যটকরাও দীর্ঘ সময় পর সেতুতে স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। উজান থেকে নেমে আসা পানি বাড়ায় রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা ঝুলন্ত সেতুটি দীর্ঘ প্রায় ৪৫ দিন ধরে ডুবে ছিলো।
সরেজমিনে দেখা যায়, গত বেশ কিছুদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে কমতে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি। এতে প্রায় দীর্ঘ ৪৫ দিন পর জেগে উঠছে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতু। বর্ষায় কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এতদিন সেতুটি পানিতে ডুবে ছিল। ইতোমধ্যে পানি সরে যাওয়ায় সেতু পরিষ্কার এবং রংয়ের কাজ করছে পর্যটক করপোরেশন।
সেতুটি পানির নিচে তলিয়ে থাকায় রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা হাতাশা প্রকাশ করেন। এতে আবারও ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেতুতে পানি থাকায় রাঙামাটিতে পর্যটকের সংখ্যা কিছু কমেছে বলে জানান করপোরেশনের ব্যবস্থাপক। একই সাথে তাদের আয়ও অনেকাংশে কমেছে।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসা মোঃ রায়হান বলেন, রাঙামাটি আসার পর শুনেছিলাম ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। তাও দেখতে এসছিলাম। এসে দেখি ভেসে উঠেছে। যাক অবশেষে হাঁটতে পেরেছি ঝুলন্ত সেতুতে।
ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি মো. রমজান আলী বলেন, রাঙামাটি যারাই বেড়াতে আসেন তাদের প্রথম আকর্ষণ থাকে ঝুলন্ত সেতু দেখতে আসা। সেতু ডুবে যাওয়ার একদম পর্যটক শূন্য হয়ে পড়ে। যেহেতু হ্রদের পানি কমেছে। আশা করছি আবারও পর্যটক আসবে রাঙামাটিতে। আমাদের দীর্ঘ ৪৫ দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি কমে আসায় ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। কিছু সংস্কার কাজ চলছে। সেতুতে পর্যটক চলাচলে যে নিষেধাজ্ঞা ছিলো তাও প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, সেতু ডুবে থাকায় রাঙামাটি পর্যটন করপোরেশনের প্রায় ১০-১২ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। আশা করছি পর্যটক আসলে সেই ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।
প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়। কিন্তু ঝুলন্ত ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ার সমস্যার স্থায়ী কোনো সমাধান করা হয়নি। তাই এই ঝুলন্ত ব্রিজটি প্রতিবছর যাতে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে না যায় এর জন্য নতুন করে সংস্কারের দাবী জানিয়েছে পর্যটক প্রেমিকরা। আর শীত মৌসুমে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে রাঙামাটি তেমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ৪ টার দিকে নগরের আলমাস সিনেমা হলের সামনে থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, জানাজার অনুমতি ছাড়া জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিকেল থেকে জড়ো হতে থাকে। তারা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পূর্বপ্রস্তুতি থাকায় তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের একাধিক সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জামায়াত-শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মীকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে। আশপাশে থানা পুলিশও কিছু গ্রেফতার করতে পারে। মোট সংখ্যা এখন জানানো সম্ভব নয়।
এর আগে যে কোনো ঘটনা এড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সোমবার (১৪ আগস্ট) রাতে সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম জেলা ও বন্দর নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
গত কয়েকদিন ধরে টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য জেলায় যথারীতি ক্লাস পরীক্ষা চলবে।
সোমবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টানা বৃষ্টিতে ক্যাম্পাস এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার জন্য চলাচলে বিঘ্ন ঘটছে। শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদেরও আসতে অসুবিধা হচ্ছে। যার জন্য উপাচার্য মহোদয় জরুরি মিটিংয়ে আগামী ৩ দিন ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সময় যথারীতি অফিসসমূহ খোলা থাকবে।
টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে করে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ বেড়েছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে মহানগরীর চৌমুহনী এলাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে সংর্ঘষের এ ঘটনা ঘটে।
ঘটনার পর চৌমুহনীসহ বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর আগ্রাবাদ থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এটি চৌমুহনী এলাকায় এলে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে।
ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের একটি গাড়ী ভাংচুরসহ বেশ কয়েকজন পুলিশ এ ঘটনায় আহত হয়। পরে চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত ও শিবির সন্দেহে ১২ জনকে আটক করে পুলিশ।
|
|
|
|
আনোয়ার হোসেন, খাগড়াছড়ি:
গুইমারা উপজেলা খাগড়াছড়ির নবম উপজেলা। ২০১৪ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে¦ অনুষ্ঠিত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় খাগড়াছড়ি জেলার তিন উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠিত হয়।
রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙার গুইমারা ইউনিয়নকে নিয়ে ‘গুইমারা উপজেলা’ ঘোষণা করা হয়। গেজেট প্রকাশ হয় ৪ সেপ্টেম্বর ২০১৪।
বদলির আদেশ বাস্তবায়ন না হওয়াই দীর্ঘ দিন ধরেই ইউএনও সংকটে গুইমারা উপজেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। নানা সমস্যায় ভুগছে গুইমারা উপজেলা পরিষদ। গুইমারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। চলতি বছর জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত ৪জন উপজেলা নির্বাহী অফিসারকে গুইমারায় বদলি করা হলেও যোগ দেননি কেউ। ৭ মাসেও ৪টি বদলির আদেশ হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির আদেশ বাস্তবায়ন হয়নি।
বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্রগ্রামের (সংস্থাপন) শাখা থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত গত ৪ জানুয়ারী ২০২৩ প্রজ্ঞাপনে তানিয়া ভুইয়াকে (১৭৮৪১) গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি করা হয়। ৭ ফেব্রুয়ারী ২০২৩ অপর একটি প্রজ্ঞাপনে তানিয়া ভুইয়ার গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের আদেশটি বাতিল করা হয়। একই তারিখ ও আদেশে মুহাম্মদ শাহরিয়ার মুক্তারকে(১৭৭৪৭) গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ১৮মে ২০২৩ প্রজ্ঞাপনে ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানাকে(১৭৩৩৪) গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করে আদেশ জারি করা হয়। ১০ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে সোহেল রানা’র বদলির আদেশটি বাতিল করে মো: সাইফুল ইসলামকে (১৭৯৮১) গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ১০জুলাই প্রজ্ঞাপন জারি হলেও এখনও যোগ দেননি তিনি।
গুইমারা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে, গুইমারাতে ইউএনওদের বাসভবন নেই। ২০শে ডিসেম্বর ২০২৩ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন অনুমোদন হয়। সরকারি বরাদ্ধের পরিমাণ ১ কোটি ৩০ লক্ষ টাকা। বাসভবন অনুমোদন হলেও জমি সংকটের কারনে বাসভবনের কাজ শুরু করা যায়নি। অপরদিকে, কিন্তু দীর্ঘ ৯ বছরেও ভবন পায়নি গুইমারা উপজেলা পরিষদ। গুইমারা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে স্বল্প পরিসরে চলছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম। গত বছরের ১৯ জুলাই গুইমারা উপজেলা পরিষদের ভবন নির্মাণ কাজ শুরু হলেও ১ বছরে কাজের অগ্রগতি পয়ত্রিশ শতাংশ। ১৩ কোটি টাকা ব্যয়ে ভবনের কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালে। কিন্তু সঠিক সময়ে কাজ শেষ করা যাবে না বলছেন এলজিইডি অফিস। এখনও ভাড়ায় চলছে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি অফিসসহ কয়েকটি দপ্তরের কার্যক্রম চলছে ভাড়াবাড়িতে। স্বাস্থ্য ও ভূমিসেবার মত অনেক বিভাগের দাপ্তরিক কার্যক্রম শুরুই হয়নি। দীর্ঘ ৯ বছরে ভূমিসেবা কার্যক্রম চালু হয়নি। নেই উপজেলা ভুমি অফিস। চালু হয়নি কোন হাসপাতাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিনেও গড়ে না উঠায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ। স্বাস্থ্যসেবার জন্য যেতে হয় পাশের উপজেলায় গুলোতে। এর ফলে কাঙ্ক্ষিত মৌলিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছে নতুন এই উপজেলাবাসী। অপরদিকে, ৯ বছর ধরে গুইমারা ইউনিয়ন পরিষদে উপজেলার কার্যক্রম চালু হওয়ায় সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা নিজেদের কাঙ্ক্ষিত নতুন কার্যালয়ে বসতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, গুইমারা উপজেলা ঘোষণা হওয়ার পর প্রথম চেয়ারম্যান হন উশেপ্রম্ন মারমা। কিন্তু ৫ বছর ক্ষমতাই থেকে গুইমারার দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি তিনি।
উপজেলা চেয়ারম্যান মেমং মারমা বলেন, ‘নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদ ভবনে কার্যক্রম চালাচ্ছি। বসার কোনো কার্যালয় পাইনি। উপজেলা পরিষদ কমপ্লেক্সে এর কাজ নির্মান চলমান আছে। যথাসময়ে কাজ শেষ হবে। ইউএনও’র বাসভবনের টেন্ডার হয়েছে। শিগ্রই ভবন নির্মানের কাজ শুরু হবে। গুইমারাতে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকার কারনে প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম গতি হারিয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে বর্তমান অ. দা. থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চেীধুরীর মুঠোফেনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ইইএনওদের বদলির আদেশ বাস্তবায়ন ও যোগদানের বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান বলেন, গুইমারাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা না আসার প্রদান কারন হল আবাসন সংকট। বাসভবন না থাকার কারনে ইইএনওদের গুইমারাতে আসতে অনিহা। সম্প্রতি বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যাতে যোগদান করে জেলা প্রশাসন থেকে এই সমস্যা সমাধানে চেষ্ঠা চলছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্পে বিএনপির হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে মহানগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে যোগ দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সমাবেশে নেতারা হামলার ঘটনা নিন্দা জানিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এদিকে দেশজুড়ে বিএনপি পদযাত্রা কর্মসূচিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী নিহত ও আহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে কেন্দ্র ঘোষিত শোক র্যালি কর্মসূচি পুলিশের বাধায় বের করতে পারেনি দলটি। পরে বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ সিনিয়র নেতারা। এসময় তারা পুলিশি হস্তক্ষেপের নিন্দা জানান। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয় বলে জানায় পুলিশ।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো:
আগামী ২২ জুলাই চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশ করতে চায় মহানগর জামায়াত।
সমাবেশের অনুমতি নিতে শনিবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে যান জামায়াতের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
এ সময় জামায়াত নেতারা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরওয়ার ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই সংগঠনের উদ্যোগে লালদীঘি ময়দানে সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাবেশটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়েছে।
সিএমপি কর্তৃপক্ষ সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে পরে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল আলম।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো:
সরকারি চাকরি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবদুস সালাম হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আলিশাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবদুস সালাম ঝালকাঠি জেলার রাজাপুর থানার ফুলোহার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুস সাত্তার।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুস সালাম নিজেকে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে তিনি চট্টগ্রামের এক ব্যক্তির ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। একইভাবে রাসেল আহমদ নামে আরেক ব্যক্তিকে একটি এয়ারলাইন্সের প্রটোকল অফিসার পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তিন লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেন আবদুস সালাম। এছাড়া আক্তার হোসেন নামে আরেক ব্যক্তিকে বিমানবন্দরের প্রটোকল অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিভিন্ন ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) মনোনয়ন যাচাই বাছই শেষে এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া।
বাতিলকৃত দুই প্রার্থীর জমা দেওয়া মনোনয়ন পত্রে সমর্থন সুচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল পাওয়া যায় নি বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। ৬ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। নির্বাচনে ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি আবদুস শুক্কুরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির চট্টগ্রাম ইউনিটের এক অভিযানে তাকে কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৫ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি বলেন, আবদুস শুক্কুর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট এড়িয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আবদুস শুক্কুরের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার গুলগুলিয়া পাড়া এলাকায়। তার বাবার নাম আলী রেজা।
র্যাব জানায়, শুক্কুর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এলাকায় মুক্তিকামী মানুষকে হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। ২০১৫ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে তিনি দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। একপর্যায়ে কক্সবাজার সদর এলাকায় তিনি বসবাস করছিলেন। খবর পেয়ে চট্টগ্রাম র্যাবের একটি টিম হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো:
বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি যৌথ পরামর্শক দলের সঙ্গে সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (৩ জুলাই) টাইগারপাস কার্যালয়ে আয়োজিত সভায় চসিকের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং তা কাটিয়ে উঠতে কোরিয়ার অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় তা ওঠে আসে।
সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধমান জনসংখ্যার ফলে বর্জ্য ব্যবস্থাপনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বর্জ্য ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। তবে, বর্জ্য কেবল অপসারণ করলেই হবে না, এ বর্জ্য থেকে কীভাবে জ্বালানি উৎপাদন করা যায় এবং দূষকের নিঃসরণ কমানো যায়- তা নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমি।
কোরিয়ার প্রতিনিধি দলটি জানায়, বর্তমানে চসিক সব ধরনের বর্জ্য একসঙ্গে সংগ্রহ করায় পুনব্যবহারের হার মাত্র ৮ থেকে ১০ শতাংশ। এই বর্জ্য ব্যবস্থাপনা করাও অনেক জটিল ও পরিবেশবান্ধব নয়। বর্জ্যকে শহর থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে এনে রাখলেও তা থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও জলীয় পদার্থ নিঃসরিত হয়ে পরিবেশের ক্ষতি সাধন করে। এক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগালে চসিক বর্জ্যকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনা করতে পারে।
সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন- চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- কিয়ুঙয়োন ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিয়ুঙ হি ইয়ুন, দি হ্যাম সোলজের প্রধান নির্বাহী কর্মকর্তা শিনহিয়ুন ক্যাং ও কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসের ম্যানেজার জিওংওয়াং হোং।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো:
বাঁশখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তি করে ভিডিও ধারণ করায় মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ জুলাই) রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ শেখেরখীল ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার নিয়ে কটূক্তি করায় আরিফ নামের ওই যুবককে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮১ হাজার টাকার জাল নোটসহ ইমাম হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ জুন) বিকেলে থানার ডিটি রোড পাহাড়তলী চাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকাগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল।
ইমাম হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি গ্রামের পদুয়া হাওলাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম নুরুজ্জামান হাওলাদার।
ডিবি মহানগর বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন ঢাকা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে জাল নোটগুলো চট্টগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণা দল গঠন করি। তাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শ অনুযায়ী বিমানবাহিনী থেকে আগামী পাঁচ মাসের জন্য মশা নিধনের ওষুধ মজুত করা হয়েছে। আমরা ৫৭টি হটস্পটসহ ৪১ ওয়ার্ডে ১০০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করব।
বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম নার্সিং কলেজের সামনের চত্বরে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ১০০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় মেয়র এ কথা বলেন।
মেয়র রেজাউল করিম বলেন, চসিকের পরিচ্ছন্নতা বিভাগের পাশাপাশি দেশ হাজার আরবান ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্টের কর্মীরা এ ক্রাশ প্রোগ্রামকে সফল করতে কাজ করবেন। অনেকে ছাদ বাগান করলেও ফুলের টবসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করেন না। আবার কর্মীরা গেলেও পরিষ্কার করতে দেন না। এ অবস্থা প্রতিরোধে প্রয়োজনে ড্রোন কিনে ছাদ পর্যবেক্ষণ করে জরিমানাসহ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, এবছর ডেঙ্গুতে যে কজন রোগী মারা গেছেন তারা সবাই হাসপাতালে একদম শেষ পর্যায়ে ভর্তি হয়েছিলেন। অথচ অসুস্থতার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে ভর্তি হলে হয়ত তাদের বাঁচানো যেত। একারণে জনগণের প্রতি আহ্বান, আপনারা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সরকারি হাসপাতালে ভর্তি হউন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার জোর দেন সচেতনতার ওপর। তিনি বলেন, সবাই ঘরের আশেপাশে মশা জন্মানোর মতো স্থান থাকলে তা পরিষ্কার করুন।
মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলামসহ চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় তিনি সেখানে যান। এ সময় চট্টগ্রামে শুভেচ্ছা সফররত ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কিলতানের কমান্ডিং অফিসার কমান্ডার অরিজিত পান্ডে তার সাথে ছিলেন।
কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে হাইকমিশনার পুষ্পস্তবক দিয়ে অবিভক্ত ভারতের ২০৭ জন সৈনিককে সম্মান জানান, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতির সেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এর মধ্যে বর্তমান পাকিস্তানের ৭৭ জন এবং বাংলাদেশের ১০ জন সৈন্য রয়েছে। শহীদ সেনাদের সম্মানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে অনার গার্ড প্যারেড করা হয়।
|
|
|
|
|
|
আনোয়ারায় বন্য হাতির বিরামহীন অত্যাচার, খাদ্য সঙ্কটের আশঙ্কায় কৃষক |
............................................................................................. |
দেড় মাস পর ভেসে উঠল কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু |
............................................................................................. |
চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ |
............................................................................................. |
চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ |
............................................................................................. |
জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ১২ |
............................................................................................. |
ইউএনও সংকটে গুইমারা উপজেলা, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা, ভাড়া বাড়ীতে চলছে দাপ্তরিক কার্যক্রম |
............................................................................................. |
চট্টগ্রামে আ.লীগ ও বিএনপির পৃথক সামবেশ |
............................................................................................. |
চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত: অনুমতি নিতে সিএমপি কার্যালয়ে প্রতিনিধি দল |
............................................................................................. |
চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ |
............................................................................................. |
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ২ প্রার্থীর মনোনয়ন বাতিল |
............................................................................................. |
মানবতাবিরোধী অপরাধ : ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার |
............................................................................................. |
বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা চায় চসিক |
............................................................................................. |
প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেফতার |
............................................................................................. |
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি, আটক ১ |
............................................................................................. |
মশা নিধনে বিমানবাহিনী থেকে ওষুধ এনেছে চসিক |
............................................................................................. |
কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার |
............................................................................................. |
চসিকের ১৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা |
............................................................................................. |
চট্টগ্রামে শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ |
............................................................................................. |
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মোহ্ছেন আউলিয়ার ওরশ, বাড়ছে ভক্তদের ভীড় |
............................................................................................. |
নাশকতার দুই মামলায় গ্রেফতার ২৪ |
............................................................................................. |
চট্টগ্রামের চকবাজারে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ |
............................................................................................. |
জ*বাই করে হ*ত্যা পর লা*শ চেয়ারে বসিয়ে রেখে গেল দুর্বৃত্তরা |
............................................................................................. |
রাঙ্গামাটিতে অটোরিক্সায় পুড়িয়ে দিল সশস্ত্র সন্ত্রাসীরা |
............................................................................................. |
মিতু হত্যার চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার |
............................................................................................. |
প্রকাশ্যে পিস্তল হাতে মিছিলে এমপি, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ |
............................................................................................. |
চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ |
............................................................................................. |
চট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ টি ইউনিট |
............................................................................................. |
বোয়ালখালীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত |
............................................................................................. |
জগন্নাথপুরে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ |
............................................................................................. |
ময়লার স্তূপে চাপা দেওয়া ভুসি বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৫ |
............................................................................................. |
রাঙামাটিতে মিনিট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৪ |
............................................................................................. |
চট্টগ্রামে পাহাড় ধসে নি*হত ১ |
............................................................................................. |
পেকুয়ায় ফিড দ্যা ফিউচার নিউট্রিশন অ্যাক্টিভিটি বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত |
............................................................................................. |
সার্জেন্ট আনোয়ারকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ |
............................................................................................. |
আদালতে মামলার পর ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ |
............................................................................................. |
শাহ আমানতে ৩২টি স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক |
............................................................................................. |
বাঙালি শিক্ষার্থীদের সাথে বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন |
............................................................................................. |
কিস্তির টাকা নিয়ে বাদানুবাদ, এনজিওকর্মীকে গলা কেটে হ*ত্যা |
............................................................................................. |
অভিযোগের পাহাড় মাথায় নিয়ে আনোয়ারা ছাড়ছেন পিআইও জমিরুল |
............................................................................................. |
সাংবাদিক আলমগীর নূরকে অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দাবী |
............................................................................................. |
কাপ্তাইয়ে সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১ |
............................................................................................. |
সিন্দুকছড়ি জোনের মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান |
............................................................................................. |
আনোয়ারায় ৫ বছর পর নতুন করে নির্ধারিত হয়েছে জমির মৌজা মূল্য |
............................................................................................. |
রাঙ্গামাটিতে অবৈধ অস্ত্র সহ সন্ত্রাসী আটক |
............................................................................................. |
২৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফেরত দিল রাঙ্গামাটি পুলিশ |
............................................................................................. |
ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবনের: আনোয়ারায় ভারতীয় সহকারী হাইকমিশনার |
............................................................................................. |
খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার |
............................................................................................. |
কাপ্তাইয়ে বিস্ফোরণে পিতা পুত্রের মৃত্যু |
............................................................................................. |
কক্সবাজারে ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হ*ত্যা |
............................................................................................. |
রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার |
............................................................................................. |
|