প্রকাশ্যে পিস্তল হাতে মিছিলে এমপি, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
চট্টগ্রাম ব্যুরো :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২৩ মে) চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল বের করে আওয়ামী লীগ। ওই মিছিলে প্রকাশে পিস্তল হাতে দেখা যায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে। ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।
পিস্তল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমানের মিছিল করার ওই ছবি-ভিডি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘রাতে একজন আমাকে ছবি পাঠিয়েছেন। আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিএসবিকে (পুলিশের জেলা বিশেষ শাখা) নির্দেশ দিয়েছি। তাঁর (মোস্তাফিজুর রহমান) অস্ত্র বৈধ কী অবৈধ, কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন, এসব বিষয় তদন্ত করে আমাকে জানাবে ডিএসবি। এরপর কী আইনানুগ ব্যবস্থা, তা বলা যাবে। আমি ঘটনার ভিডিও দেখিনি। ’
জানতে চাইলে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। পরে সব বলা যাবে। ’
গতকাল প্রতিবাদী এই মিছিল ও সমাবেশের আয়োজক ছিল বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছিল।
মিছিলের সামনে ছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর পেছনে ছিলেন ব্যানারসহ দলীয় নেতা-কর্মীরা। মিছিল নিয়ে নেতা-কর্মীরা বাঁশখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন। মিছিলের একটি ভিডিও ‘এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী’ নামের একটা ফেসবুক পেজে আপলোড করা হয়।
|
চট্টগ্রাম ব্যুরো :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২৩ মে) চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল বের করে আওয়ামী লীগ। ওই মিছিলে প্রকাশে পিস্তল হাতে দেখা যায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে। ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।
পিস্তল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমানের মিছিল করার ওই ছবি-ভিডি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘রাতে একজন আমাকে ছবি পাঠিয়েছেন। আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিএসবিকে (পুলিশের জেলা বিশেষ শাখা) নির্দেশ দিয়েছি। তাঁর (মোস্তাফিজুর রহমান) অস্ত্র বৈধ কী অবৈধ, কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন, এসব বিষয় তদন্ত করে আমাকে জানাবে ডিএসবি। এরপর কী আইনানুগ ব্যবস্থা, তা বলা যাবে। আমি ঘটনার ভিডিও দেখিনি। ’
জানতে চাইলে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। পরে সব বলা যাবে। ’
গতকাল প্রতিবাদী এই মিছিল ও সমাবেশের আয়োজক ছিল বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছিল।
মিছিলের সামনে ছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর পেছনে ছিলেন ব্যানারসহ দলীয় নেতা-কর্মীরা। মিছিল নিয়ে নেতা-কর্মীরা বাঁশখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন। মিছিলের একটি ভিডিও ‘এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী’ নামের একটা ফেসবুক পেজে আপলোড করা হয়।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো : অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সাগর থেকে এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরে সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এনসিটি, সিসিটি, জিসিবিসহ বন্দর চ্যানেলের সব জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে দিয়েছে। বন্দর চ্যানেল থেকে সব লাইটার জাহাজও কালুরঘাট থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার ভোর ৪টা থেকে জেটি শূন্য করার কাজ শুরু করে বন্দরের মেরিন বিভাগ। ১৮টি জাহাজ সরিয়ে নেওয়া হয় বিভিন্ন জেটি থেকে।
এ সময় বন্দরের অভিজ্ঞ পাইলটরা টাগবোটের সহায়তায় একে একে জাহাজগুলো বহির্নোঙরে পৌঁছে দেন। কর্ণফুলী নদীতে জোয়ার থাকাবস্থায় সকাল সাতটা পর্যন্ত অপারেশন চলে। কিন্তু ভাটার কারণে নেওয়া যায়নি পতেঙ্গা ওয়াটারবাস জেটিতে অবস্থানরত বে ওয়ান, ৭ নম্বর জেটিতে থাকা MV NEGAR, ও ১০ নম্বর জেটির MV LOTSE নামের তিনটি জাহাজ।
বন্দর সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদফতরের সতর্কতা সংকেত অনুযায়ী বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। এর ফলে জাহাজ থেকে পণ্য, কনটেইনার লোড-আনলোড বন্ধ হয়ে গেছে। কিউজিসিসহ জেটির হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নিরাপদে রাখতে প্যাকিং করে রাখা হচ্ছে। বন্দরের মেরিন, নিরাপত্তা, ট্রাফিক ও সচিব বিভাগের পৃথক কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বন্দরের বিভিন্ন টার্মিনাল, ইয়ার্ড ও শেডে পণ্য ও কনটেইনার ডেলিভারি কার্যক্রম চলছে। তবে কর্তৃপক্ষ নির্দেশ দিলে ডেলিভারি বন্ধ করে হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নিরাপদে রাখতে প্যাক করা হবে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে বন্দরের চ্যানেল, জেটি, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, আমদানি-রপ্তানি পণ্য নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার সকাল ৬টায় মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টির রবিবার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানার কথা। ঝড়টি যে গতিপথ ধরে এগোচ্ছে, তাতে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার হয়ে এটি উপকুল অতিক্রম করবে। তবে এর প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম অঞ্চলে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১২ ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মোট ৯ টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিতে দেওয়ান হাট ব্রিজের পাশে রেল লাইনের পাশে একটি টায়ারের গুদামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)।
ওসি জানান, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম- বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং আহত হন একজন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
|
|
|
|
জগন্নাথপুর, প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অত্র উপজেলায় ৭০ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার পাওয়ার প্রেসার সহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ভুসিগুলো মাটিচাপা দেয়। নগরের হালিশহরের আনন্দবাজার এলাকায় ময়লার স্তূপ থেকে সেই ভুসি উঠিয়ে বিক্রির চেষ্টাকালে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) নগরের আন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ বস্তা নষ্ট ভুসি, এসব বিক্রি বাবদ নগদ ২ লাখ টাকা এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন মো. নজরুল ইসলাম লিটন (২৬), সুজন কান্তি দে (৩৫), মো. গিয়াস উদ্দিন (৩৪), মো. ইউসুফ (৩৫) ও আশরাফ ইসলাম রনি (৩০)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ভুসিগুলো দিয়ে মুরগি এবং মাছের খাদ্য তৈরি করা হতো বলে আমরা খবর পেয়েছি। এর মাধ্যমে পরবর্তীতে মানুষের দেহেও প্রভাব পড়ত। যার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
|
|
|
|
পিংকি আক্তার, রাঙ্গামাটি:
রাঙামাটি শহরে মিনিট্রাক ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। রবিবার দুপুরে রাঙামাটি শহরের জেল রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, তবলছড়ি থেকে আসা মিনিট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে যায়। সিএনজি চালকসহ চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- ভেদভেদী এলাকার সুকমন চাকমার ছেলে সিএনজি চালক বিপুল চাকমা (২২), ওমদামিয়া পাহাড়ের মৃত. সিকান্দার আলীর মেয়ে ফরিদা আক্তার (৩৫), তার বোন হাসিনা আক্তার (৪০), মির্জা টিলা এলাকার নুর ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরের পাহাড়তলী আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে থানার বেলতলীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, আকবর শাহ থানা এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় আহত একজনকে চমেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল তিনি মারা গেছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মাটিচাপা অবস্থায় কেউ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা কম।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ওই এলাকায় অভিযান পরিচালনা করেছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। ওই সময় মো. শাহজাহান নামে একজনকে এক্সকেভেটরসহ হাতেনাতে পাওয়া যায়। পরে তাকে পাহাড় কাটার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
|
|
|
|
এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার পেকুয়ায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নেহাল আহমদ বাঙালীর স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন এবং স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। এছাড়াও তিনি তার বক্তব্যে পুষ্টি বাগানের গুরুত্ব, কিশোর কিশোরীর স্বাস্থ্য, বাল্য বিবাহ রোধসহ পুষ্টিবিষয়ের উপর গুরুত্বারুপ করেন।
মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাউশি’র প্রশিক্ষণ শাখা’র পরিচালক ড.প্রবীর কুমার ভট্টাচার্য্য, মাউশি’র প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মাজহারুল হক মাসুদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড.গাজি গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন, ডিসি ওপি এবিটি এসোসিয়েটস আশফাক এনায়েতুল্লাহ, টেকনিক্যাল লিড এবিটি এসোসিয়েটস আয়েশা আক্তার কনা, টিমলিড এন্ড হেড অপারেশন ইনোভেশন কনসালটেন্ট প্রা. লিমিটেড এর ডা: আনিকা তাহসিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
সভায় বক্তারা, শাক-সবজি ও পুষ্টি সম্পর্কে আলোচনা করেন এবং বসত বাড়িতে বেশি বেশি শাক সবজির চাষের উপর গুরুত্ব দেন। বক্তারা আরো বলেন, নিজের উৎপাদিত শাক সবজির যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনি এগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এসময় পেকুয়া উপজেলার প্রায় সব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
|
|
|
|
পিংকি আক্তার, রাঙ্গামাটি:
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে পিসিএনপি ও পিসিসিপি’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকালে রাঙামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে বান্দরবান জেলার রুমা উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত সার্জেন্ট অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেনকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
সমাবেশে বক্তারা, অবিলম্বে আনোয়ার হোসেনকে উদ্ধারের দাবি জানান সরকারের নিকট। পার্বত্য চট্টগ্রামে প্রশাসন ও সাধারণ জনগণের জান মালের নিরাপত্তার জন্য সেনাক্যাম্প পাহাড়ের প্রতিটি চূড়ায় চূড়ায় বৃদ্ধি করে পুরো পার্বত্য চট্টগ্রামে কম্বিং অপারেশন করে পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র সকল সন্ত্রাসীদের দমন করার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান নেতৃবৃন্দরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পিসিএনপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিএনপি রাঙামাটি সদর উপজেলা সাংগগঠনিক সম্পাদক আব্দুল মমিন বিন কাদের, পিসিএনপি নেতা কামাল উদ্দিন, পিসিসিপি রাঙামাটি কলেজ শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর কমিটির নেতা মোঃ পারভেজ মোশারফ প্রমুখ।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো : এক সপ্তাহ আগে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে বিড়ালছানার লোভ দেখিয়ে অপহরণ করা শিশু আবিদা সুলতানা আয়নীর (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার ভোরে পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন মুরগি ফার্ম আলমতারা পুকুর পাড় এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির খোঁজে থানায় ধর্না দিয়েও কোনো প্রতিকার না পেয়ে মঙ্গলবার আদালতে অপহরণের মামলা করেছিলেন তার মা। তিনি যাকে সন্দেহ করছিলেন, সেই প্রতিবেশী সবজি বিক্রেতা মো. রুবেলকে (৩৫) আটক করার পরই পিবিআই শিশুটির লাশের খবর জানতে পারে।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান বলেন, রুবেলকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার দেওয়া স্বীকারোক্তিতে ভোর ৫টার দিকে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, রুবেল মেয়েটিকে প্রলোভন দেখিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে শ্বাসরোধ করে খুন করে। পরে লাশ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেয়।
দশ বছর বয়সী মেয়েটি পাহাড়তলী এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘির পাড় এলাকায় তাদের বাসা। তার মা পোশাক কারখানার কর্মী। বাবাও ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
মেয়ে সাত দিন ধরে নিখোঁজ জানিয়ে তার মা মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে মামলা করেন। বিচারক তার আর্জি শুনে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ওই শিশুর মা-বাবা দুজনেই পোশাককর্মী। মা চট্টগ্রামে আর বাবা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। মা কর্মস্থলে থাকার সময় শিশুটি তার দাদুর সঙ্গে বাসায় থাকতো। কয়েকদিন আগে সে তার এক বান্ধবী বিড়ালছানা কিনেছে জানিয়ে তাকেও একটি কিনে দেওয়ার কথা বলে। এসময় তার মা বিবি ফাতেমা বেতন পেলে বিড়ালছানা কিনে দেবেন বলে জানান। এ অবস্থায় ২১ মার্চ আয়নী স্কুলে গেলে আর ফিরে আসেনি।
এরপর আয়নীর মা খবর পেয়ে বাসায় এসে মেয়েকে খুঁজে পাননি। পরে এলাকার একটি সিসিটিভি ফুটেজে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আসামি রুবেল আয়নীকে বিড়ালছানা দেওয়ার নাম করে তার বাসায় নিয়ে যান। ফুটেজে দেখা যায়, রুবেল একটি বিড়ালছানা আয়নীর হাতে তুলে দিচ্ছেন। এরপর থেকে ওই শিশুর হদিস পাওয়া যায়নি।
বাদীপক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, বিড়ালছানা কিনে দেওয়ার লোভ দেখিয়ে ২১ মার্চ কাজীর দীঘি এলাকা থেকে শিশুটিকে অপহরণ করেন রুবেল। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে রুবেল বিড়ালছানা দেখিয়ে আয়নীকে নিয়ে যাচ্ছেন। এরপর ভিকটিমের পরিবার থানায় জিডি করে।
আইনজীবী আরও বলেন, জিডির পর সন্দেহভাজন ওই অপহরণকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েও ছেড়ে দেয়। এছাড়া ভিকটিমের পরিবার থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। ফলে মঙ্গলবার আমরা আদালতে ফৌজদারি অভিযোগ করেছি। আদালত অভিযোগটি শুনে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
|
|
|
|
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকেতাকে আটক করেন কাস্টমস গোয়েন্দারা।
উদ্ধারকৃত ৩২টি বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। আটক জিয়াউদ্দিনের বাড়ি হাটহাজারী উপজেলার এনায়েতপুরে। তিনি স্থানীয় আবুল বাশারের পুত্র।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টিম দুবাই থেকে ‘বিজি ১৪৮’ বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী জিয়া উদ্দিনের শরীর তল্লাশি করে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার করে। পরে তার পায়ুপথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ৯টি বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন অভিযুক্ত জিয়াউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। এরপর তার দেহ স্ক্যান করে তলপেটে আরও সোনার বার দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে এগুলো বের করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ৩২ সোনার বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
|
|
|
|
পিংকি আক্তার, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামে শিক্ষাবৃত্তি, কোটা ও চাকরি ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সাথে সাম্প্রদায়িক বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
সোমবার সকালে ১০টা থেকে দুই ঘন্টাব্যাপী রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো: হাবীব আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি`র) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, পার্বত্য অঞ্চলকে অনগ্রসর অঞ্চল হিসেবে উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানে, চাকরি, উচ্চশিক্ষা বৃত্তি, ব্যবসা-বাণিজ্যে নানা রকম কোটা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। তবে একই এলাকায় বসবাস করে বর্তমানে ক্ষুদ্র নৃ গোষ্ঠী গুলো থেকেও পিছিয়ে পড়া এবং জনগোষ্ঠীর অর্ধেকের চেয়েও বেশী হয়েও তা পাচ্ছে না বাঙালিরা।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র চাকমারা পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠীর ২৭ শতাংশ আর সারাদেশের মূল জনগোষ্ঠীর থেকে ১ শতাংশ এর কম হয়েও চাকমা জনগোষ্ঠীর শিক্ষার হার ৭৪ শতাংশ আর সারা বাংলাদেশের শিক্ষার হার ৭৩ শতাংশ। তাহলে চাকমারা সারা বাংলাদেশের শিক্ষার হারের চাইতেও তারা এগিয়ে গিয়েছে শুধু মাত্র কোটা সুবিধার কারণে।
অন্যদিকে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠীর ৫১ শতাংশ হয়েও শিক্ষার হার ২৪ শতাংশ। তাই শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে প্রকৃত পক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলো বাঙালিরা। সরকারের উচিত ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মধ্যে যারা বেশী এগিয়ে গিয়েছে তাদের সকল কোটা বাতিল করে, বাঙালি সহ অন্যান্য পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতি ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়াদের জন্য শিক্ষাবৃত্তি, কোটা ও চাকরি সুবিধা দেওয়া।
এসময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মো: আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ- সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী নেতা মো: কামাল উদ্দিন, পিসিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ। মানববন্ধনে বক্তরা, শিক্ষা, চাকরি, ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য করে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হচ্ছে। অবিলম্বে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে সকল সুযোগ-সুবিধা বণ্টন করার জন্যে সরকারের প্রতি আহবান জানান তারা।শিক্ষাবৃত্তি ও চাকরি দেওয়ার ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে বাঙালি শিক্ষার্থীদের সমান ভাবে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দরা।
|
|
|
|
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও’র ঋণের কিস্তি নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে এনজিও কর্মী চম্পা চাকমাকে(২৯) গলা কেটে হত্যা করেছে এনাম(৩০) নামে এক যুবক। । রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চম্পার বাড়ি রাঙামাটি সদরে। তার বাবার নাম শান্তিময় চাকমা। চম্পা চাকমা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকায় অবস্থিত হোসনাবাদ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন।
ঘাতক এনাম পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে লালানগর ওয়ান ব্যাংকের পাশে অবস্থিত পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার এক সহকর্মীসহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন।
সেখানে এনাম নামে এক ব্যক্তি আগে থেকে দাঁড়িয়ে ছিলেন। তিনি তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন।
এনজিওকর্মী চম্পা অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে ঋণের কিস্তির বিষয়ে কথা কাটাকাটি শুরু করে ঘাতক এনাম। একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। পরে চম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
|
|
|
|
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
টানা সাড়ে চার বছর ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পদটিতে আসীন আছেন তিনি। দায়িত্বে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক অনিয়ম দুর্নীতির অভিযোগ। অবশেষে চলমান সেই অভিযোগের পাহাড় মাথায় নিয়েই আনোয়ারা থেকে বদলি হয়ে যাচ্ছেন আলোচিত সেই কর্মকর্তা জমিরুল ইসলাম।
তাঁকে পিরোজপুর সদরে বদলি করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। ১২ ফেব্রুয়ারি নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশও দেয়া হয় ওই প্রজ্ঞাপনে।
অভিযোগ রয়েছে, তাঁর তত্ত্বাবধানে পরিচালিত সকল কাজে অনিয়ম করে ঠিকাদারদের কাছ থেকে অবৈধ উৎকোচ আদায় এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কিছু কিছু জনপ্রতিনিধিদের কাছ থেকেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
দীর্ঘদিন একই জায়গায় কর্মরত থাকায় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও ঠিকাদার নিয়ে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী সিন্ডিকেট। ক্ষমতার দাপটে উপজেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদেরও সম্মান না করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সরকারী পুকুরের মাটি কাটা, রাস্তার ইট বিক্রি, ঠিকাদারের কাছ থেকে অবৈধ অর্থ আদায়সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে।
ঠিকাদারের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের জন্য প্রয়োজনে সন্ত্রাসীদেরও ব্যবহার করতেন তিনি। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল, যা স্থানীয় ছাদেক আলী নামের একজন ঠিকাদার করেছিলেন।
সর্বশেষ এই কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত উপায়ে উপজেলার বারশত ইউনিয়নের একটি সরকারি রাস্তার প্রায় ১২ লক্ষ টাকার পুরনো ইট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। যা গত কয়েকদিন ধরে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে।
তাঁর বদলির আদেশের খবরে পুরো উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন এতোসব দুর্নীতি করেও কোন বিচারের সম্মুখীন না করে তাঁকে শুধুমাত্র বদলি করা হচ্ছে। এমন হলে দুর্নীতিবাজদের দৌরাত্ম কমবে কেমনে?
|
|
|
|
নিজস্ব সংবাদদাতা:
সাংবাদিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠক এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সাধারণ সম্পাদক, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের (নাপসা-বাংলাদেশ) চেয়ারম্যান আলমগীর নূরের উপর শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে অপহরণ ও হত্যা প্রচেষ্টা চালিয়েছে। গত ২৪ তারিখ ভুক্তভোগির ব্যবসা প্রতিষ্ঠান ইসলামিয়া সিটি কনভেনশন হল ও তৎ অধীন ব্যবসায়ীক কার্যালয়ে অবস্থানাকলে রাত সাড়ে ৮টার দিকে কিশোর গ্যাং লিডার অনিক দাশের নেতৃত্বে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং সন্ত্রাসী ও পেশাদার মাদক কারবারীরা আলমগীর নূরের উপর হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা ভবনের নিচের প্রধান ফটক কলাপসিবল গেইট বন্ধ করে আলমগীর নূরকে লোহার রড দিয়ে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে অপহরণ করতে উদ্যত হলে আলমগীর নূরের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে পুলিশে ফোন করে।
এক পর্যায়ে সন্ত্রাসী অনিক দাস আলমগীর নূরের পেন্টের পকেটে থাকা ২৯ হাজার সাতশত টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে নেয় এবং তার সাথে থাকা ৩-৪ জন সন্ত্রাসী ভিকটিমের দু’হাত-পা চেপে ধরে অনিক দাশ নামক অজ্ঞাত সন্ত্রাসী ভিকটিমকে অপহরণ ও মাথায় আঘাত করে ও গলাটিপে ধরে শ্বাসরোধ করে হত্যার প্রচেষ্টা চালায়। পথিমধ্যে ঘটনাস্থলে কোতোয়ালী থানার দুজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ভিকটিম আলমগীর নূর জরুরী জাতীয় সেবা ৯৯৯-এ কল দিয়ে আরও ফোর্স প্রেরণ করে তাকেসহ তার কর্মকর্তা ও কর্মচারীদেরকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর অনুরোধ জানালে ঘটনাস্থলে কোতোয়ালী থানার আরও অধিক সংখ্যক পুলিশ সদস্য আসলে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। যাওয়ার সময়ে সন্ত্রাসীরা ভিকটিমকে তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান ইসলামিয়া সিটি কনভেনশন হল ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে যায়। অন্যতায় তাকে জীবননাশের হুমকি দেয়।
ঘটনার এক সপ্তাহ পরও কোতোয়ালী থানার পুলিশ উক্ত বিষয়ে এখনো কোন অপরাধীকে আটক করতে না পারায় চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন মর্মে অভিযোগ করেছেন সাংবাদিক আলমগীর নূর।
এদিকে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ, সুধিসমাজ এবং মানবাধিকার সংগঠসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং সন্ত্রাসী ও মাদককারবারীদের পিছনের মদদকারী গডফাদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কমিশনার ও ওসি কোতোয়ালীর প্রতি দাবী জানিয়েছেন।
এদিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যবৃন্দ ঘটনার সকল ভিডিও ও অডিও ফুটেজ সংগ্রহ করে কয়েকজন সন্ত্রাসীকে সনাক্ত করেছেন বলে সংবাদ সূত্রটি নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্য মতে, এ বিষয়ে শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে অপহরণ, হত্যা প্রচেষ্টা ও চাঁদাবাজী মামলার প্রস্তুতি প্রক্রীয়াধীন বলে ভিকটিম আলমগীর নূর গণমাধ্যমকে জানিয়েছেন।
|
|
|
|
|
|
প্রকাশ্যে পিস্তল হাতে মিছিলে এমপি, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ |
............................................................................................. |
চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ |
............................................................................................. |
চট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ টি ইউনিট |
............................................................................................. |
বোয়ালখালীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত |
............................................................................................. |
জগন্নাথপুরে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ |
............................................................................................. |
ময়লার স্তূপে চাপা দেওয়া ভুসি বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৫ |
............................................................................................. |
রাঙামাটিতে মিনিট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৪ |
............................................................................................. |
চট্টগ্রামে পাহাড় ধসে নি*হত ১ |
............................................................................................. |
পেকুয়ায় ফিড দ্যা ফিউচার নিউট্রিশন অ্যাক্টিভিটি বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত |
............................................................................................. |
সার্জেন্ট আনোয়ারকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ |
............................................................................................. |
আদালতে মামলার পর ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ |
............................................................................................. |
শাহ আমানতে ৩২টি স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক |
............................................................................................. |
বাঙালি শিক্ষার্থীদের সাথে বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন |
............................................................................................. |
কিস্তির টাকা নিয়ে বাদানুবাদ, এনজিওকর্মীকে গলা কেটে হ*ত্যা |
............................................................................................. |
অভিযোগের পাহাড় মাথায় নিয়ে আনোয়ারা ছাড়ছেন পিআইও জমিরুল |
............................................................................................. |
সাংবাদিক আলমগীর নূরকে অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দাবী |
............................................................................................. |
কাপ্তাইয়ে সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১ |
............................................................................................. |
সিন্দুকছড়ি জোনের মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান |
............................................................................................. |
আনোয়ারায় ৫ বছর পর নতুন করে নির্ধারিত হয়েছে জমির মৌজা মূল্য |
............................................................................................. |
রাঙ্গামাটিতে অবৈধ অস্ত্র সহ সন্ত্রাসী আটক |
............................................................................................. |
২৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফেরত দিল রাঙ্গামাটি পুলিশ |
............................................................................................. |
ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবনের: আনোয়ারায় ভারতীয় সহকারী হাইকমিশনার |
............................................................................................. |
খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার |
............................................................................................. |
কাপ্তাইয়ে বিস্ফোরণে পিতা পুত্রের মৃত্যু |
............................................................................................. |
কক্সবাজারে ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হ*ত্যা |
............................................................................................. |
রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার |
............................................................................................. |
আলীকদমে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক কারবারি আটক |
............................................................................................. |
সামশুল আলম’র মৃত্যুতে চিটাগাং চেম্বারের শোক |
............................................................................................. |
পেকুয়ায় জমকালো আয়োজনে শেষ হলো ইক্বরা ফুটবল ফেস্ট |
............................................................................................. |
সাজেকে চাঁদেরগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত |
............................................................................................. |
একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন নারী |
............................................................................................. |
আলীকদমে বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান |
............................................................................................. |
গুইমারায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন |
............................................................................................. |
চট্টগ্রামে মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা |
............................................................................................. |
কাপ্তাইয়ে ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত |
............................................................................................. |
জবিতে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল |
............................................................................................. |
রাঙামাটিতে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি পালিত |
............................................................................................. |
বাবা-মেয়ের এসএসসি পাস, আনন্দের বন্যা |
............................................................................................. |
নৌযান শ্রমিকদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা |
............................................................................................. |
পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল হিজড়ারা, নিহত ১ |
............................................................................................. |
রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই |
............................................................................................. |
চৈক্ষ্যং ইউনিয়ন আ.লীগের সম্মেলন: সভাপতি অনুমং, সম্পাদক শাহাজাহান |
............................................................................................. |
খাগড়াছড়িতে পার্কহিল ক্লিনিক্যাল ল্যাবরেটরির যাত্রা শুরু |
............................................................................................. |
রোহিঙ্গাদের রিলিফের চাল কালো বাজারে বিক্রি: বিএনপি নেতা গ্রেফতার |
............................................................................................. |
চকরিয়ার সাবেক সেনা সদস্যের জমি জবরদখলের চেষ্টা, দফায় দফায় হামলা |
............................................................................................. |
কর্ণফুলীতে উচ্ছ্বসিত ফারহানা, ক্ষোভে জ্বলছেন বানাজা, নীরব মোমেনা |
............................................................................................. |
টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক |
............................................................................................. |
উত্তরবঙ্গের মানুষের এনআইডি দিয়ে রোহিঙ্গারা বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করছে |
............................................................................................. |
সিলেটের দুর্ধর্ষ ডাকাত চট্টগ্রামে গ্রেফতার |
............................................................................................. |
আলীকদমে মিয়ানমার থেকে আসা বিদেশি গরু-মহিষ জব্দ |
............................................................................................. |
|