মনোনয়নপত্র জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন প্রার্থী
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জমি-জমা বিক্রি ও বন্ধক রেখে চুয়াডাঙ্গা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন জাহাঙ্গী আলম। মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন গতকাল নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তার মনোনয়ন পত্র জমা নেননি রিটার্নিং কর্মকর্তা। এতে কান্নায় ভেঙে পড়েন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দুধপাতিলা গ্রামে। তিনি ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় পল্লী প্রাণী চিকিৎসক।
জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন করার জন্য ৫ কাঠা জমি বিক্রি করি ৭ লাখ ২০ হাজার টাকা দিয়ে। এছাড়া আরও কিছু জমি লিজ বন্ধক রেখে ২ লাখ টাকা নিয়েছি। চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচন করার ইচ্ছায় ২৩ নভেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করি। এরপর ৫ হাজার ভোটারের স্বাক্ষর নেওয়ার কাজ শেষ করি।
মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকাল ৪টা হলেও আমি বিলম্বে আসি। এরপর রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র আর জমা নেননি।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন এলাকায় কাজ করছি সাধারণ ভোটারদের সঙ্গে। জমি বিক্রি করে ভোটের প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছিলাম। কিন্তু আমার ইচ্ছা আজ পূরণ হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, নির্ধারিত সময়ের পর প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসায় নেওয়া সম্ভব হয়নি।
|
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জমি-জমা বিক্রি ও বন্ধক রেখে চুয়াডাঙ্গা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন জাহাঙ্গী আলম। মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন গতকাল নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তার মনোনয়ন পত্র জমা নেননি রিটার্নিং কর্মকর্তা। এতে কান্নায় ভেঙে পড়েন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দুধপাতিলা গ্রামে। তিনি ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় পল্লী প্রাণী চিকিৎসক।
জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন করার জন্য ৫ কাঠা জমি বিক্রি করি ৭ লাখ ২০ হাজার টাকা দিয়ে। এছাড়া আরও কিছু জমি লিজ বন্ধক রেখে ২ লাখ টাকা নিয়েছি। চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচন করার ইচ্ছায় ২৩ নভেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করি। এরপর ৫ হাজার ভোটারের স্বাক্ষর নেওয়ার কাজ শেষ করি।
মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকাল ৪টা হলেও আমি বিলম্বে আসি। এরপর রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র আর জমা নেননি।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন এলাকায় কাজ করছি সাধারণ ভোটারদের সঙ্গে। জমি বিক্রি করে ভোটের প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছিলাম। কিন্তু আমার ইচ্ছা আজ পূরণ হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, নির্ধারিত সময়ের পর প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসায় নেওয়া সম্ভব হয়নি।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন:
একদফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনাদের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, রাফিজুল হাই রাফিজ, বর্তমান সহ-সভাপতি মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, হাসান হাফিজুর রহমান লিটন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরন, প্যাব সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. জিসান, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, খন্দকার আমানউল্লাহ, আশরাফুল আসাদ, ফজলে রাব্বি, অর্ক, আরিফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক রোমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্মআহ্বায়ক এসেন্ট রায়, মেঘনা উপজেলা যুবদলের মৃদল, ধানমন্ডি থানা যুবদলের আমজাদ হোসাইন, ডেমরা থানা ছাত্রদলের মাসুদ রানা বাওয়ানী, ঢাকা কলেজ ছাত্রদলের মো. ফয়সাল হোসেন, রামগঞ্জ পৌর ছাত্রদলের মো. হুমায়ুন কবির সাদ্দাম, জসীম শেখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, শরিফুল শাওন, বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান, ছাত্রদল কর্মী মো. রাসেল, মাইশা তাবাসসুম শারমিন, এমএসটি আরজু, মো. নাসির মিজি, মো. রাকিব হোসেন, মো. শামীম, মো. ইকবাল জিসান, ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক ও মাসুম বিল্লাহ-সহ বিভিন্ন ইউনিটের নেতারা। এদিকে সকাল আটটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল ছিল অবরোধ কর্মসূচি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল কর্মসূচি চলছে রাজনৈতিক দলগুলোর।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন:
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা গেম রওশন এরশাদ এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার রাতে গুলশানের বাসায় তাঁর অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এ ঘোষণা দেন।
এ সময় রওশন এরশাদ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না। তবে, সাংবাদিকদের সাথে কোন কথা তিনি বলেননি।
রওশন এরশাদ তাঁর লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহযোগিতা না করায় এবং দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন না দেওয়ায় তথা দলের নেতাদের অবমূল্যায়ন করার কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।
রওশন বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। তফশিল ঘোষণার পর স্বাগত জানিয়েছি। কিন্তু তাদের অসহযোগিতার কারণে আর নির্বাচনে অংশ নিচ্ছি না।
|
|
|
|
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইল-৮ (সখীপুর ও বাসাইল) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম। আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সখীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কাদের সিদ্দিকী।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আসলে বিএনপি ইদানীং দেশের জন্য ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতার দ্বারা সরকারে যেতে চায়। ভোটাররা ভোট দিতে না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, আর প্রচুর পরিমাণ ভোটার ভোট দিতে পারলে গ্রহণযোগ্যতা পাবে। আমি চাই একটি স্বচ্ছ নির্বাচন। নির্বাচনে কোন দল এলো আর এলো না সেটি বড় কথা নয়। সরকারের প্রভাবমুক্ত একটি নির্বাচন হলো কি না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারল কি না এটাই আমার চাওয়া।’
আওয়ামী লীগের সঙ্গে আপনার দলের সমঝোতা বা আসন ভাগাভাগি হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি এগুলো বুঝি না, আমি কোনো ভাগাভাগিতে নেই। যদি ভাগাভাগি করতাম, তাহলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতাম।’
|
|
|
|
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধা নিবেদনের পর মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় সংসদের-২৯০ (চট্টগ্রাম-১৩) আনোয়ারা- কর্ণফুলী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বুধবার(২৯ নভেম্বর) দুপুর ১টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন তাঁর মনোনয়ন পত্রটি গ্রহন করেন।
এ সময় তাঁর সাথে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীরসহ উপজেলা ও জেলা পর্য্যায়ের সিনয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে উপজেলার হাইধর গ্রামের নিজ বাড়ীতে যান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুম পিতার কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা চত্বরে আসেন।
প্রসঙ্গত এবারসহ টানা চতুর্থ বারের মত দলীয় মনোনয়ন লাভ করেন জাবেদ। ২০১২ সালে এই আসনের তৎকালীন সাংসদ ও আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যু পরবর্তি উপনির্বাচনে এই আসন থেকে প্রথম বারের মত এমপি নির্বাচিত হন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এর পর ২০১৪ এবং ২০১৮ সালেও দলীয় টিকেটে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। তিনি বর্তামান সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে বাংলাদেশে পোশাক রফতানি বন্ধে পাঁয়তারা করছে। তবে, তারা সফল হবেন না বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার রংপুরে নিজ বাসায় গণমধ্যমের সাথে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। এই দুটি দেশ এমন কিছু করবে না, যার প্রভাব বাংলাদেশের পোশাক শিল্পে পড়ে। মন্ত্রী, দেশের উদ্যোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।
বাজারে চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দামবৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। উৎপাদনও নেই দেশীয় চিনির। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সেই কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।
তবে শীতকালীন শাকসবজি এবং চাল, তেল, ডাল, আলু ও মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে দাবি করেন মন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়া ও নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, এই নির্বাচন নিজের জন্য নয়, এটা নৌকার নির্বাচন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই আসনে যাকে মনোনয়ন দিতেন, আমি তার পক্ষ হয়েই কাজ করতাম। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।
|
|
|
|
মুুফিজুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৫ নভেম্বর) সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয় ক্ষমতাসীন দলটির। এর আগে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে চূড়ান্ত করা হয় অন্য ছয় বিভাগের প্রার্থীর নাম।
আজ রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষণা অনুযায়ী সিলেট জেলা ৬টি আসনে নৌকার মাঝি হলেন যারা: সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ এবং সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন নেতা।
|
|
|
|
স্বাধীন বাংলা রিপোর্ট:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নিম্নে প্রার্থীদের নামের তালিকা দেয়া হলো- পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, সিরাজগঞ্জ-৩ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ তৌহিদুজ্জামান, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, মাগুরা-১ সাকিব আল হাসান ও নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজা, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান মনোনয়ন, গোপালগঞ্জ-১ ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা. ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ এ. বি. তাজুল ইসলাম, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন।
চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী, কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী, পার্বত্য খাগড়াছড়ি- কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য রাঙ্গামাটি- দীপংকর তালুকদার, পার্বত্য বান্দরবান বীর বাহাদুর উশৈ সিং নৌকার মনোনয়ন পেয়েছেন।
বিস্তারিত আসছে...
|
|
|
|
স্বাধীন বাংলা রিপোর্ট:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
|
|
|
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: এটি জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসন। কালীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন, গাজীপুর সিটির ৩টি ওয়ার্ড (৪০-৪২ নং) গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুইবারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র বাবা শহীদ ময়েজউদ্দিন আহমেদের জন্মস্থান এটি। এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে জেলায় পরিচিত রয়েছে।
গাজীপুরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই শক্তিশালী। এবারের নির্বাচনে বিএনপি অংশ নিলে আওয়ামী লীগের এ ঘাঁটি ধরে রাখতে বেশ বেগ পেতে হবে। স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত সংসদ নির্বাচনগুলোর মধ্যে আওয়ামী লীগ জিতেছে সর্বোচ্চ ছয় বার, বিএনপি তিন বার এবং জাতীয় পার্টি ও স্বতন্ত্র একবার।
এ আসনে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এ নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়নও করছেন। এবারও তিনি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষে তিনি দলীয় মনোনয় ফরম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন।
মেহের আফরোজ চুমকি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। এখানে (গাজীপুর-৫) অনেকেই প্রার্থী হতে পারে, অনেকেরই যোগ্যতা থাকতে পারে। তবে যোগ্যতার বিচার যদি করা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে আমি আছি, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের উন্নয়ন করেছে ঠিক তারই ধারা অব্যাহত রেখে আমি আমার গাজীপুর-৫ আসনে উন্নয়ন করে চলেছি। এখন কালীগঞ্জকে মানুষ আধুনিক কালীগঞ্জ বলে। আমি নারী ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করেছি। আমার বিশ্বাস, সব বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে ফিরিয়ে দেবেন না। তিনি পুনরায় আমাকে নৌকা মার্কা দেবেন।
এছাড়া আওয়ামী লীগের আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি, ডাকসু’র সাবেক জিএস ও ভিপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারউজ্জামান। তিনি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, বাংলার মিয়া ভাই খ্যাত চিত্র নায়ক ফারুকের পুত্র রওশন হোসেন শরৎ, সাবেক ছাত্রলীগ নেতা, মো. মোর্শেদ মোল্লা, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর যুব মহিলা লীগের আহবায়ক শর্মিলী দাস মিলি।
তবে সবাইকে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ময়েজ উদ্দিন আহমেদের কন্যা বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। নিয়মিত এলাকার মানুষের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে সরব থাকায় এখন পর্যন্ত অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন তিনি। মেহের আফরোজ চুমকি নির্বাচনি এলাকার ব্যাপক উন্নয়নও করছেন বলে দাবি দলীয় নেতাকর্মীদের।
এদিকে, এ আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বিএনপির হেভিওয়েট প্রার্থী। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দল থেকে মনোনয়ন দিলে নির্বাচনে ভালো অবস্থান তৈরি করতে পারবেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।
এছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট ডি. কস্টা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক শাফিন, কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রদল নেতা আহমেদ সাইমুম। তবে, বিএনপি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না, এটা অনেকটা পরিস্কার।
এই আসনে সাংগঠনিকভাবে জাপার তেমন কোনো তৎপরতা নেই। তবে দলটি থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও কম নয়। এই আসন থেকে মনোনয়ন চান কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাহেলা পারভিন শিশির, কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান খান, মনজুরুল হক ও মিনহাজ আবেদিন বিশাল।
এই আসনে নির্বাচনের জন্য মাঠে রয়েছে জাকের পার্টির প্রার্থী। ইতিমধ্যে জাকের পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর-৫ আসনে জাকের পার্টি প্রার্থী হিসেবে জাকের পার্টি ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. জিয়াউর রহমান ফেলু হাজীর নাম ঘোষণা করেছেন। তিনি সেই লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন। এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সেক্রেটারী এডভোকেট আতিকুর রহমান, জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারী মো. খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র (চরমোনাই) গাজী আতাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উর্মি বেগম সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন।
|
|
|
|
স্বাধীন বাংলা রিপোর্ট:
বিএনপি-জামায়াত সহ সমমনা সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে ৭ম দফা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন আজ (রোববার)। বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
আজ সকালে নিপুণ রায়ের নেতৃত্বে পরিবাগ এলাকায় এই মিছিল হয়। মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ এলাকার প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।
নিপুণ রায়ের নেতৃত্বে মিছিলে ঢাকা জেলার শতাধিক বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।
|
|
|
|
রোকুনুজ্জামান খান, গাজীপুর:
গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে এবং পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রার্থী বাছাইয়ের প্রথম দিন আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁও আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় রংপুর ও রাজশাহীর ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। তবে, প্রার্থিদের তালিকা প্রকাশ করেননি। ওাবায়দুল কাদের বলেন, সকল প্রার্থীদের নাম একসাথে প্রকাশ করা হবে।
এর আগে সকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার শুরুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে আসেন দেখি কার কত দৌড়। বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে না পারলেও এখন অর্থনৈতিকভাবে অপচেষ্টা করে যাচ্ছে বিদেশি কিছু কিছু মোড়ল৷ দুমুখো কিছু মোড়ল বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নষ্টের ষড়যন্ত্র করছে৷
আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকা মানেই শান্তি ও সমৃদ্ধি৷ নিশ্চয়ই দেশবাসী এসব বাস্তবতা মাথায় রেখেই ভোট দেবেন৷ বিএনপি ক্ষমতায় এলে দেশকে খুবলে খাবে, নিজেদের ভাগ্য গড়বে৷
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, যদিও মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে হওয়ার কথা ছিলও। কিন্তু তিনি গণভবনে রাজনৈতিক কোনো কাজ করবেন না বলে জানিয়েছেন। এ কারণে সভাটি ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে বেশ কিছু চমক থাকবে। থাকবে বেশ কিছু নতুন মুখ। বাদ পড়বেন একাধিক মন্ত্রী-এমপি। বয়স বিবেচনায় বেশ কয়েকজন এমপি এবার আর মনোনয়ন পাবেন না। এছাড়া, বিতর্কিত, জনবিচ্ছিন্ন ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন বর্তমান এমপি এবার মনোনয়ন পাবেন না বলে সূত্রে নিশ্চিত হওয়া গেছে। প্রার্থী বাছাইয়ে বিষয়টি অনেকদূর এগিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজটি অনেকটা গুছিয়ে রেখেছেন। এবার বিভিন্ন শ্রেণী-পেশার নতুন নতুন বেশ কয়েকজনকে প্রার্থী হিসেবে দেখা যাবে। সাবেক আমলা, পুলিশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবার মনোনয়ন পেতে যাচ্ছেন।
|
|
|
|
স্বাধীন বাংলা প্রতিবেদন:
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এরইমধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মার্কিন দূতাবাসের দুই কর্মকমতার সাথে বৈঠক করেছেন।
গতকাল বুধবার রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনে এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ নিয়ে কথা হয়েছে বলে জানা যায়।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে রুমিন ফারহানা বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা এবং সংঘাতের কারণে মহাসমাবেশটি পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ গ্রেফতার অভিযান শুরু করে। মার্কিন কর্মকর্তাদের এসব বিষয়ে জানানোর জন্য এ বৈঠক ছিল বলে জানান তিনি।
|
|
|
|
স্বাধীন বাংলা রিপোর্ট:
বিএনপি-জামায়াত সহ সমমনা রাজনৈতিক দলগুলোর ৬ষ্ঠ দফার ৪৮ ঘন্টার অবরোধ চলছে। অবরোধ ঘিরে আজ প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ এক কর্মকর্তা এ তথ্য জানান।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি চলছে। ৬ষ্ঠ দফার অবরোধের প্রথম দিন আজ ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়। তবে, আজ রাস্তায় যান চলাচল অন্যান্য অবরোধ চলাকালীন সময়ের চেয়ে একটু বেশি দেখা যাচ্ছে।
|
|
|
|
|
|
|