বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ বাংলার জন্য ক্লিক করুন
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   খেলাধূলা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
ইউসিআর ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন দেশের ১২শ’ রানার

ক্রীড়া প্রতিবেদক :

রাজধানীর আফতাবনগরে সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে ইউসিআর এবং ব্র্যান্ডমিথ এক্সপেরেন্সিয়াল আয়োজিত ইউসিআর ২৫ কিলোমিটার রান পাওয়ার্ড বাই নুরতাজ ২০২৩ অনুষ্ঠিত হয় গত শুক্রবার। ‘রান ফর গ্রীন ঢাকা’ ছিল এই ম্যারাথনের মূল স্লোগান। ইভেন্টে ২৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে মোট ১২শ’ জন রানার অংশ নেন।

ওই দিন ভোর ৬টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠ থেকে রান শুরু হয়ে আবার একই স্থানে শেষ হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতসহ ১২টি দেশের রানারবৃন্দ এ ইভেন্টে অংশগ্রহণ করে।

ইউসিআর ২৫ কিলোমিটার রান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম শেখ ফাউন্ডার এন্ড সিইও নুরতাজ ডট কম, ইউসিআর এর ফাউন্ডার মুহাম্মদ মাসুম ও রেস কর্ডিনেটর এ কে এম আহসান উল্লাহ।

উক্ত ইভেন্টে হাইড্রেশন পার্টনার ব্রুভানা স্পোর্টস ড্রিংক।

উল্লেখ্য যে, আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর) জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) তৃতীয় লক্ষ্যমাত্রা : ‘সুস্বাস্থ্য ও কল্যাণ’ নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা ও পূর্ণ সমর্থন জানিয়ে দেশের তরুণ সমাজ তথা নাগরিকদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইলে অভ্যস্ত করার প্রচেষ্টায় নিয়মিতভাবে রানিং, সাইক্লিং ইত্যাদি ইভেন্ট আয়োজন করে আসছে। ইউসিআর মূলত শারীরিক অনুশীলন ও স্বাস্থ্য গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই ইভেন্ট আয়োজন করে থাকে।

২৫ কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছেন আসিফ বিশ্বাস, ১ম রানারআপ ইমরান হাসান, ২য় রানার আপ এসকে পলাশ,৩য় রানার আপ শাহিন আলম, ৪র্থ রানার আপ প্রভাত চৌধুরী। ফিমেইল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছেন সাদিয়া সাউলিন সিগমা, ১ম রানারআপ রিয়া আক্তার, ২য় রানারআপ নুরুন নাহার বেগম, ৩য় রানার আপ কচি বিশ্বাস, ৪র্থ রানার আপ এরি লি।

১০ কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান আব্দুল রহিম, ১ম রানারআপ সাখাওয়াত হোসেন, ২য় রানারআপ আমিনুর রহমান,৪র্থ আশরাফুল কাসেম, ৪র্থ রানার আমির হোসেন আমু।

ফিমইেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান জেবা আক্তার, ১ম রানারআপ নারগিস জাহান ওহাব, ২য় রানার আপ তাসনিম মনিসা,৩য় রানারআপ ফারজানা বপি এবং ৪র্থ রানার আপ লিজা আক্তার।

ইউসিআর ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন দেশের ১২শ’ রানার
                                  

ক্রীড়া প্রতিবেদক :

রাজধানীর আফতাবনগরে সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে ইউসিআর এবং ব্র্যান্ডমিথ এক্সপেরেন্সিয়াল আয়োজিত ইউসিআর ২৫ কিলোমিটার রান পাওয়ার্ড বাই নুরতাজ ২০২৩ অনুষ্ঠিত হয় গত শুক্রবার। ‘রান ফর গ্রীন ঢাকা’ ছিল এই ম্যারাথনের মূল স্লোগান। ইভেন্টে ২৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে মোট ১২শ’ জন রানার অংশ নেন।

ওই দিন ভোর ৬টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠ থেকে রান শুরু হয়ে আবার একই স্থানে শেষ হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতসহ ১২টি দেশের রানারবৃন্দ এ ইভেন্টে অংশগ্রহণ করে।

ইউসিআর ২৫ কিলোমিটার রান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম শেখ ফাউন্ডার এন্ড সিইও নুরতাজ ডট কম, ইউসিআর এর ফাউন্ডার মুহাম্মদ মাসুম ও রেস কর্ডিনেটর এ কে এম আহসান উল্লাহ।

উক্ত ইভেন্টে হাইড্রেশন পার্টনার ব্রুভানা স্পোর্টস ড্রিংক।

উল্লেখ্য যে, আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর) জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) তৃতীয় লক্ষ্যমাত্রা : ‘সুস্বাস্থ্য ও কল্যাণ’ নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা ও পূর্ণ সমর্থন জানিয়ে দেশের তরুণ সমাজ তথা নাগরিকদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইলে অভ্যস্ত করার প্রচেষ্টায় নিয়মিতভাবে রানিং, সাইক্লিং ইত্যাদি ইভেন্ট আয়োজন করে আসছে। ইউসিআর মূলত শারীরিক অনুশীলন ও স্বাস্থ্য গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই ইভেন্ট আয়োজন করে থাকে।

২৫ কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছেন আসিফ বিশ্বাস, ১ম রানারআপ ইমরান হাসান, ২য় রানার আপ এসকে পলাশ,৩য় রানার আপ শাহিন আলম, ৪র্থ রানার আপ প্রভাত চৌধুরী। ফিমেইল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছেন সাদিয়া সাউলিন সিগমা, ১ম রানারআপ রিয়া আক্তার, ২য় রানারআপ নুরুন নাহার বেগম, ৩য় রানার আপ কচি বিশ্বাস, ৪র্থ রানার আপ এরি লি।

১০ কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান আব্দুল রহিম, ১ম রানারআপ সাখাওয়াত হোসেন, ২য় রানারআপ আমিনুর রহমান,৪র্থ আশরাফুল কাসেম, ৪র্থ রানার আমির হোসেন আমু।

ফিমইেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান জেবা আক্তার, ১ম রানারআপ নারগিস জাহান ওহাব, ২য় রানার আপ তাসনিম মনিসা,৩য় রানারআপ ফারজানা বপি এবং ৪র্থ রানার আপ লিজা আক্তার।

দিলকুশা ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন: বাহার সভাপতি, শাহীন সেক্রেটারি
                                  

ক্রীড়া প্রতিবেদক :

ঐতিহ্যবাহী দিলকুশা স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন এড. বাহালুল আলম বাহার এবং শাহীনুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্লাবে সকল সদস্যের উপস্থিতিতে সভার বিগত ২০২১ সালে গঠিত আহ্বায়ক এস এম আলম জীবন ও সদস্য সচিব শাহীনুর রহমান শাহীনকে সদস্য সচিব করে ক্লাবের কার্য্যকরী পরিষদ গঠন করা হয়েছিলো। ক্লাবের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন বিগত ৩০ মাসের আয় ব্যায় এর হিসাব পেশ করেন।

সভায় ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা এবং ঢাকা ওয়ান্ডারার্স, আরামবাগ ক্রীড়া সংগ, ফকিরেরপুল ইয়াংম্যান্স ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ফুটবল একাডেমির শীর্ষ কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।

সভায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের নয়া সভাপতি ও সাধারন সম্পাদক ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য রক্ষায় নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আঙ্গিকার করেন।

সভায় নির্বাচন কমিশনার ২০২৩-২৬ এর নতুন কর্য্যকরী পরিষদে প্রাথমিকভাবে ১২ জন সদসের নাম প্রকাশ করেন। তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাকি সদসের নাম প্রকাশ করা হবে বলে জানান।

দিলকুশা ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন: বাহার সভাপতি, শাহীন সেক্রেটারি
                                  

ক্রীড়া প্রতিবেদক :

ঐতিহ্যবাহী দিলকুশা স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন এড. বাহালুল আলম বাহার এবং শাহীনুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্লাবে সকল সদস্যের উপস্থিতিতে সভার বিগত ২০২১ সালে গঠিত আহ্বায়ক এস এম আলম জীবন ও সদস্য সচিব শাহীনুর রহমান শাহীনকে সদস্য সচিব করে ক্লাবের কার্য্যকরী পরিষদ গঠন করা হয়েছিলো। ক্লাবের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন বিগত ৩০ মাসের আয় ব্যায় এর হিসাব পেশ করেন।

সভায় ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা এবং ঢাকা ওয়ান্ডারার্স, আরামবাগ ক্রীড়া সংগ, ফকিরেরপুল ইয়াংম্যান্স ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ফুটবল একাডেমির শীর্ষ কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।

সভায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের নয়া সভাপতি ও সাধারন সম্পাদক ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য রক্ষায় নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আঙ্গিকার করেন।

সভায় নির্বাচন কমিশনার ২০২৩-২৬ এর নতুন কর্য্যকরী পরিষদে প্রাথমিকভাবে ১২ জন সদসের নাম প্রকাশ করেন। তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাকি সদসের নাম প্রকাশ করা হবে বলে জানান।

আবারো প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:
আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। এসময় তামিমের সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

তামিম ইকবাল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে মামিম লেখেন- মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে কি জন্য দেখা করেছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন তা পরিস্কার করেননি।

তবে, একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলে জানান তামিম।

আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশীপে খেলবে বাংলাদেশের মোতালেব
                                  

আনোয়ার হোসেন:

পেশাদার বক্সিং ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশি বক্সার আব্দুল মোতালেব (কিং কং) লাতিন ও সাউথ আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশীপে অংশ নেবে। গত ২৪ অক্টোরব আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে আব্দুল মোতালেব।

দেশ ছাড়ার আগে দেশের পেশাদার বক্সিংয়ের এক নাম্বার পাউন্ড কিং বক্সার আব্দুর মোতালেব বলেন, আমি পেশাদার বক্সিং এর মাধ্যমে বাংলাদেশের পতাকা সারা বিশ্বে পরিচিতি লাভ করাবো। দেশের জন্য বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্। মোতালেব তার এই অর্জনের পিছনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামানকে। তিনি দেশবাসির কাছে দোয়া চান।

গত রোববার মতিঝিলের ডিআর টাওয়ারে এক সংবাদ সম্মেলনে প্রফেশনার বক্সিং এর সেক্রেটারি আসাদুজ্জামান ও প্রধান অতিথি এই এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুজাফ্ফর হোসেন পল্টু বক্তব্য রাখেন। মুজাফ্ফর হোসেন পল্টু বলেন, আমেরিকায় এ ধরনের বিশ্বমানের বড় আসরে মোতালেবের আংশগ্রহনটা বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য একটা মাইলফলক। আশাকরি এই আসরের মাধ্যমে পেশাদার বক্সিং দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত এবং এ খেলার উন্নতি লাভ করবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সফলতা বয়ে আনবে।

সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, আমি মোতালেবের ব্যাপারে বেশ আশাবাদি। লাটিন-সাউথ আমেরিকায় ২৮ অক্টোবর মুতাল্লিবের প্রতিপক্ষ ভেনিজুয়েলার বক্সারের সাথে ১০ বাউটের এই লড়াইয়ে জয় লাভ করবে ইনশাআল্লাহ্। মোতালেবের মতো বক্সারদের প্রশংসিত খেলায় বাংলাদেশ এখন গ্লোবাল প্লাটফর্মে পা রেখেছে। এতে বাংলাদেশের পেশাদার বক্সাররা দুই ভাবে উপকৃত হবে। এক দেশকে বিশ্ব দরবারে দ্রুত পরিচিতি লাভ করাবে। দুই আর্থিক ভাবে তারা লাভবান হবে।

মোতালেব আমেরিকার কোরাসাউ দ্বীপের কায়াভার্সিয়া স্টেডিয়ামে খেলবে। মোতালেব এ পযন্ত ১০ টি খেলায় অংশ নিয়ে জয় পেয়েছে ৮ টিতে। আসাদুজ্জামান আরো বলেন, দিন দিন পেশাদার বক্সিং দেশে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ইতোমধ্যেই বাংলাদেশ পেশাদার বক্সিং এসোসিয়েশন গত চার বছরে ৩১ টি ঘরোয়া এবং ৯ টি আন্তর্জাতিক প্রতিযোগিয়ার আয়োজন করেছে। দেশে এখন প্রায় ১১৯ জন মানসম্পন্য পেশাদার বক্সার রয়েছে।

এদিকে, সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা। ১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয়ী হয়েছেন। মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন।

এবারের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২১ জন এবং ভারতের তিন জপ বক্সার অংশ নেয়।

এবারের বিশ^ চ্যাম্পিয়ন দলের নাম জানালেন সৌরভ গাঙ্গুলি
                                  

স্পোর্টস ডেস্ক:
এবার ভারতের মাটিতে চলছে আইসিসি ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। ক্রিকেট বিশে^র চোখ এখন ভারতের দিকে। খেলায় চলছে নানা নাটকীয়তা। তুলনামূলক অনেক দুর্বল আফগানিস্তানরে কাছে ধরাশায়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুতরাং এবারের আসরে চ্যাম্পিয়ন কে হবে, তা নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মাথার ঘাম পায়ে ঝরছে।

এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দেশ তা নিয়ে খোলামেলা মন্তব্য ব্যক্ত করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কোন ধরনের রাখঢাক ছাড়াই সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগোচ্ছে।’

তিনি বলেন, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন তা প্রশংসার দাবি রাখে।

এ ছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়েও ভারতকে শুধু এগিয়ে রাখা নয়, এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।’

উল্লেখ্য, ২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তার পর ১২ বছরের অপেক্ষা। ফের একবার দেশের মাটিতে হচ্ছে বিশ্বকাপ। ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে শুরুটা দুরন্ত করেছে ভারতীয় দল। পর পর তিনটি ম্যাচ জিতেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ৮-০ করেছে টিম ইন্ডিয়া।

বোলিংয়ে টাইগাররা, নেই মাহমুদুউল্লাহ
                                  

স্বাধীন বাংলা রিপোর্ট:

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর ফুরফুরে মেজাজে সাকিব বাহিনী। আজ বিশ^কাপের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে প্রথমেই ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ডকে। তবে, আজ মাঠে নেই মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ বিহীন সাকিব বাহিনীর টিমে আজ জায়গা পেয়েছেন শেখ মেহেদি।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছিলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’

অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও বাংলাদেশকে নিয়ে চিন্তিত নন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।’

টাইগার একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

বাটলার একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিস টপলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের উদ্বোধন
                                  

ক্রীড়া প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার বিকেলে এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।

এবারের আসরে টাঙ্গাইল পৌরসভাসহ জেলার ১২ উপজেলার বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বালকদের ম্যাচে কালিহাতী উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে গোপালপুর উপজেলা। আরেক ম্যাচে মধুপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নাগরপুর উপজেলা, বাসাইল উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে সখিপুর উপজেলা, টাঙ্গাইল পৌরসভাকে ২-০ গোলে হারিয়েছে ঘাটাইল উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলার বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে ভূঞাপুর উপজেলা।

বালিকাদের ম্যাচে কালিহাতী উপজেলাকে ৪-০ গোলে হারিয়েছে গোপালপুর উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলাকে ৩-০ গোলে হারিয়েছে ভূঞাপুর উপজেলা। রবিবার বালক এবং বালিকাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ১০ অক্টোবর। টুর্নামেন্টের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস এবং সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা।

জাতীয় যুব সাবাতে চ্যাম্পিয়নশীপ বুধবার শুরু
                                  

ক্রীড়া প্রতিবেদক :

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাবাতে এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগীতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ৪ থেকে ৬ই অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম জাতীয় যুব সাবাতে (ফ্রেঞ্চ বক্সিং) চ্যাম্পিয়নশীপ-২০২৩। এ  উপলক্ষ্যে ৩রা অক্টোবর মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ প্রেস কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিফু দিলদার হাসান দিলু (চেয়ারম্যান সাবাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশ), বাংলাদেশ মার্শাল আর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
 
এবারের প্রতিযোগিতায় মোট ৩২৭ জন প্রতিযোগি ও কর্মকর্তা অংশ নেবে। বাংলাদেশ আনসার ও বিভিন্ন জেলা ও বিভাগীয় দল।  প্রতিযোগিদের বয়স ১৩-১৭। তারা ২৬ টি স্বর্ণ পদকের জন্য লড়াই করবে।

আয়োজকগন জানান, সাবাতে খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এ খেলার ফলাফলও বেশ সন্তষজনক। বিগত এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশ রানাস আপ হয়ে ছিলো। ইরান চ্যাম্পিয়ন হয়। এটা মুলত্ব: ফ্রান্স দেশের খেলা। আগামী অলিম্পিকে বালাদেশ যদি খেলা সুযোগ লাভ করে তাহলে পদক পাওয়ার ব্যাপারে কাবাডির পর সাবাতে আশাবাদি। ২০১৯ সালে সাবাতে এসোসিয়েসন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। ৪ অক্টোবর জার্জেস ও খেলোয়াড়দের র‌্যালির মাধ্যমে জাতীয় সাবাতে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হবে।

পাকিস্তানকে হারিয়ে টিম বাংলাদেশের বাজিমাত
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

নিগার সুলতানা জ্যোতির ঝলকে হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশের ঝুলিতে প্রথম পদকের দেখা। আজ সোমবার জেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্রোঞ্জ নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে হাংঝুতে দেশের পক্ষে প্রথম পদক জেতেন। দারুন দাপটের সাথে পাকিস্তানের সাথে বাজিমাত করল টিম বাংলাদেশ।

নারী ক্রিকেট দলের নৈপুণ্যের ঢেউ লাগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের ললাটে। খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে জ্যোতিদের অভিনন্দনে ভাসান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেফ দ্য মিশন একে সরকার, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে তাদের ইনিংস। আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ এবং অধিনায়ক নিদা দার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। সাদাফ শামাসের ১৩ রানও পাকিস্তানকে এই স্কোর করতে সহায়তা করে।

বোলিংয়ে স্বর্ণ আক্তার চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা চার ওভারে ১১ রানের খরচায় দুটি উইকেট তুলে নেন। ৬৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামীমা সুলতানা ও সাথী রানী বাংলাদেশকে ভালই এগিয়ে নিচ্ছিলেন।

কিন্তু ২৭ রানে এই জুটিকে ভাঙ্গেন সাদিয়া ইকবাল। শাওয়াল জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় স্কোরে আর মাত্র পাঁচ রান যোগ করতেই নাসরা সান্ধুর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজের টপ অর্ডারের আরেক ব্যাটার সাথী রানীকে।

মাত্র দুই রানে সেই সান্ধুর শিকার পরিণত হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৩৪ রানেই নেই বাংলাদেশের তিন উইকেট। কিছুটা ব্যাকফুটে চলে যায় লাল সবুজের মেয়েরা। সান্ধুর তৃতীয় শিকারে পরিণত হন ৫ রান করা সোবহানা মোস্তারী। তখন স্কোর বোর্ডে ৪৩ রান। জয়ের দিকেই এগুচ্ছে বাংলাদেশ। পরের অধ্যায়টা অবশ্য ব্রোঞ্জজয়েরই। পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা আক্তার ও রিতু মনি ১৪ রান যোগ করে দলকে এগিয়ে দেন। নিদা দারের দ্বিতীয় শিকারে পরিনথ হন রিতু মনি। তবে সোমা আক্তার ও সুলতানা খাতুন উইকেটে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ ও মেয়েরা রুপা, ২০১৪ ইনচন এশিয়াডে মেয়েরা রুপা ও পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিলে। এশিয়ান গেমসে এটা বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চম পদক জয়।

আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিংয়ে বাংলাদেশের মোহন মোতালেব ও সাবিউলের জয়
                                  

ক্রীড়া প্রতিবদক :
 
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত  ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।

 ১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয়ী হয়েছেন। মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন। অপরদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশী সজীব মাহমুদের বিপক্ষে জয় পান।

বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে প্রফেশনার (পেশাদার) বক্সিং খেলা। দেশে এখন প্রায় ৬০০ বক্সার রয়েছে। এবারের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২১ জন এবং ভারতের তিন জপ বক্সার অংশ নিচ্ছে।

বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা শুরু ২৮ সেপ্টেম্বর
                                  

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের আয়োজনে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ালটন পঞ্চম জাতীয় বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় ১৬টি কলেজ বালিকা রাগবি দল অংশ নিবে।

পল্টন মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলাস্থ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল উত্তীর্ণ হবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে।

শাকিবদের কাছে ভারতের পরাজয় নিয়ে শোয়েব আখতারের মন্তব্য
                                  

স্বাধীন বাংলা ডেস্ক:

ভারতকে তছনছ করে ছন্দে ফিরেছে বাংলাদেশ। শাকিব বাহিনীর কাছে চরমভাবে ধরা খেয়ে  তুমুল বিতর্কে টিম ভারত। ভারতে এ পরাজয় এবং বাংলাদেশের জয় নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। জয়ের পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন বাংলাদেশকে।

পাক এই ক্রিকেটার ভারতের এ শোচনীয় পরাজয়কে লজ্জাজনক হিসেবে অভিতিহত করেছেন। একইসাথে এই জয়ে পাকিস্তানিরা খুশি হবেন বলেও মন্তব্য করেছেন সাবেক এ ফাস্ট বোলার।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলংকা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল।

তিনি বলেন, তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’

বিশ্বকাপে ফেবারিট-তত্ত্বের সমালোচনা করে শোয়েব আরও বলেছেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেবারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুবমানের সেঞ্চুরিও কাজে এল না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক
                                  

ক্রীড়া প্রতিবেদক : সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসার একদিন পরই সুসংবাদ শোনালেন মুশফিক।

আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ফেসবুকে পোস্ট করা এক বার্তায় মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে... আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেন... মা এবং শিশু- দু’জনই পর্যবেক্ষণে রয়েছে.. সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত
                                  

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ চারের লড়াই শুরুর আগের দিন বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ।হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তান থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’ এছাড়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব।’

তার ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

সবশেষ কয়েক সিরিজ ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন চলমান এশিয়া কাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পান এই ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়েও বেশ ভালোভাবেই ছিলেন তিনি।

নতুন ফুটবল একাডেমি খুলেছে বাফুফে
                                  

ক্রীড়া প্রতিবেদক :

‘ফুটবল ফর হেলথ্’- এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের জন্য নতুন একাডেমি খুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন এই একাডেমির নাম বাফুফে ফুটবল একাডেমি। মূলত (অনাবাসিক) শিক্ষার্থীদের নিয়ে বাফুফে টাফ ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রশিক্ষণ করাবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (৩০ আগস্ট) মতিঝিলের বাফুফে ভবনে এই কর্মসূচি ঘোষণা করেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি বলেন,  ফুটবলই মূলত আমার দায়িত্ব। অনেক বাচ্চারাই ফুটবল শিখতে চায়, কিন্তু সুযোগ পায় না। আমাদের এই একাডেমি সবার জন্য উন্মুক্ত। এখানে যদি ভালো মেধাবী কাউকে পাওয়া যায় এবং পরিবার আগ্রহী থাকলে সে এলিট একাডেমিতে সুযোগ পাবে।

এই একাডেমিতে দুটি ক্যাটাগরিতে ফুটবলাররা ভর্তি হতে পারবেন। গ্রুপ-ওয়ান ক্যাটাগরিতে (৮ থেকে ১১ বছর) ও গ্রুপ-টু ক্যাটাগরিতে ১১ থেকে ১৪ বছরের ছেলেরা প্রশিক্ষণ নিতে পারবেন। দুটি ক্যাটাগরিতে ৪০ জন করে মোট ৮০ ফুটবলারকে প্রশিক্ষণ দিবে বাফুফে। সেক্ষেত্রে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে এখানে প্রশিক্ষণ দিবে বাফুফে।


প্রাথমিকভাবে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বিকেল এবং শুক্র-শনিবার সকালে দেড় ঘন্টা অনুশীলন করাবে বাফুফে। স্থান নির্ধারণ করা হয়েছে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ ও কমলাপুর স্টেডিয়াম।

এদিকে আজই দুই জন ফুটবলার ভর্তি হয়েছেন বাফুফের ফুটবল একাডেমিতে। বাফুফে একাডেমিতে ভর্তি ফি ২ হাজার ও মাসিক বেতন ৩ হাজার টাকা। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১৬ সেপ্টেম্বর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাফুফের ফুটবল একাডেমি শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। তিনি এই একাডেমিতে মাঝে মধ্যে আসে খুদে খেলোয়াড়দের উৎসাহ দেবেন।


   Page 1 of 58
     খেলাধূলা
ইউসিআর ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন দেশের ১২শ’ রানার
.............................................................................................
দিলকুশা ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন: বাহার সভাপতি, শাহীন সেক্রেটারি
.............................................................................................
দিলকুশা ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন: বাহার সভাপতি, শাহীন সেক্রেটারি
.............................................................................................
আবারো প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল
.............................................................................................
আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশীপে খেলবে বাংলাদেশের মোতালেব
.............................................................................................
এবারের বিশ^ চ্যাম্পিয়ন দলের নাম জানালেন সৌরভ গাঙ্গুলি
.............................................................................................
বোলিংয়ে টাইগাররা, নেই মাহমুদুউল্লাহ
.............................................................................................
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের উদ্বোধন
.............................................................................................
জাতীয় যুব সাবাতে চ্যাম্পিয়নশীপ বুধবার শুরু
.............................................................................................
পাকিস্তানকে হারিয়ে টিম বাংলাদেশের বাজিমাত
.............................................................................................
আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিংয়ে বাংলাদেশের মোহন মোতালেব ও সাবিউলের জয়
.............................................................................................
বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা শুরু ২৮ সেপ্টেম্বর
.............................................................................................
শাকিবদের কাছে ভারতের পরাজয় নিয়ে শোয়েব আখতারের মন্তব্য
.............................................................................................
কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক
.............................................................................................
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত
.............................................................................................
নতুন ফুটবল একাডেমি খুলেছে বাফুফে
.............................................................................................
বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের লক্ষ‍্য বিশ্বকাপে খেলা
.............................................................................................
জনপ্রিয় হয়ে উঠছে নতুন খেলা ডিউবল
.............................................................................................
এশিয়া কাপের দল ঘোষণা কবে জানালেন বিসিবি সভাপতি
.............................................................................................
বক্সিংয়ের মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি
.............................................................................................
জাতীয় ডিউবল প্রতিযোগিতা রবিবার শুরু
.............................................................................................
১০ ব্যক্তি ও ২ সংগঠনকে শেখ কামাল ক্রীড়া পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণ কাল
.............................................................................................
এশিয়ান গেমসে ভালো করার প্রত‍্যয় তানভীরের
.............................................................................................
জাতীয় টিটির সেমিতে সেনাবাহিনী, আনসার, বিমান ও চট্টগ্রাম
.............................................................................................
২২ জুলাই চট্টগ্রামে শুরু জাতীয় টিটি প্রতিযোগিতা
.............................................................................................
চাচা-ভাতিজা প্রীতি ক্রিকেট ম‍্যাচে চাচা জয়ী
.............................................................................................
ভারতকে ৯৫ রানে আটকে দিল বাংলাদেশ
.............................................................................................
ভালোবাসা থেকেই ক্রিকেটারদের সম্মান করেন প্রধানমন্ত্রী: মাশরাফি
.............................................................................................
তামিমের ফেরায় চট্টগ্রামে বাঁধ ভাঙা উল্লাস
.............................................................................................
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল
.............................................................................................
তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
তামিমের অবসর ঘোষণায় যা বললেন জালাল ইউনুস
.............................................................................................
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালের
.............................................................................................
টাইগারদের বিশ্বকাপের মহড়া শুরু আজ
.............................................................................................
মার্তিনেসের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত মাশরাফি
.............................................................................................
বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৭ অক্টোবর
.............................................................................................
যুক্তরাষ্ট্রে সম্মানিত হলেন সাবেক গোলরক্ষক হিমেল দম্পতি
.............................................................................................
৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর যুক্তরাষ্ট্রে
.............................................................................................
ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক চেক বিতরন
.............................................................................................
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের নারীরা
.............................................................................................
কিউট নারী হ‍্যান্ডবল লিগ শুরু কাল
.............................................................................................
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
.............................................................................................
মেসির নতুন ঠিকানা ইন্টার মিয়ামি
.............................................................................................
সাবিনাদের খেলায় ফেরাচ্ছে বাফুফে
.............................................................................................
নারী দলের দায়িত্ব ছাড়ছেন সাফজয়ী কোচ ছোটন
.............................................................................................
বিশ্বকাপের সূচির জন্য আইসিসিকে চিঠি দেবে বিসিবি
.............................................................................................
ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সংঙ্কিত নতুন প্রজন্ম
.............................................................................................
ওমানকে হারিয়ে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ
.............................................................................................
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
    2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com

Developed By: Dynamic Solution IT