বুধবার, ৩১ মে ২০২৩ বাংলার জন্য ক্লিক করুন
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   রাজধানী -
                                                                                                                                                                                                                                                                                                                                 
মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শিপন মুন্সি, মো. রুবেল ও মো. আজিম।

সোমবার (২৯ মে) মোহাম্মদপুর থানার শ্যামলী শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৬০টি লেক্সোটানিল ট্যাবলেট ও ৩ কৌটা ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন জব্দ করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা যানবাহনের যাত্রী ও পথচারীদের সুকৌশলে বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনা নাশক ট্যাবলেটের গুড়া মিশিয়ে খাওয়ান। এছাড়া ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন চোখে লাগিয়ে সাধারণ মানুষদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যান।

তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শিপন মুন্সি, মো. রুবেল ও মো. আজিম।

সোমবার (২৯ মে) মোহাম্মদপুর থানার শ্যামলী শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৬০টি লেক্সোটানিল ট্যাবলেট ও ৩ কৌটা ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন জব্দ করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা যানবাহনের যাত্রী ও পথচারীদের সুকৌশলে বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনা নাশক ট্যাবলেটের গুড়া মিশিয়ে খাওয়ান। এছাড়া ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন চোখে লাগিয়ে সাধারণ মানুষদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যান।

তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উত্তরায় ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
 
এর আগে সোমবার (২৯ মে) উত্তরার আজমপুর ও জসিম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম ও মহিউদ্দিন আলী নাজির (৩২)।

ফরিদ উদ্দিন জানান, ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শফিকুল ইসলামকে উত্তরা আজমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে গ্রেপ্তার মহিউদ্দিন আলী নাজির দুটি মামলায় এক বছর করে দুই বছর ও অপর একটি মামলায় ছয় মাসসহ মোট দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছেন বলে জানান।

তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

যাত্রাবাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেপ্তার ২
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (২৯ মে) সকালে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ ৪৭০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজন (৪২) ও মো. সুক্কুর আলী ওরফে সোহেল (২৩)।  

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদকবিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল-গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন। 

নারীর স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থান-সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাজেট বরাদ্দের দাবি
                                  

নিজস্ব প্রতিবেদক :

নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপন ও স্বীকৃতি প্রদান, সরকারিভাবে ডে -কেয়ার সেন্টার ও কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ এবং নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

সোমবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীতে এমন কোনো কাজ নেই, যার ফলাফল নেই। কাজ ছোট হোক বা বড় হোক তার প্রভাব পড়বেই। কিন্তু এমন অনেক কাজ আছে, যে কাজের ফলাফল ছাড়া দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে। মানুষের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক জীবন বিকশিত হওয়া তো দূরের কথা, টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। কিন্তু সে কাজের কোনো স্বীকৃতি ও মর্যাদা নেই। এমনকি অনেক সময় সে কাজকে তাচ্ছিল্য করা হয়। এমনকি নেই কোনো পারিশ্রমিকও। এ স্বীকৃতিবিহীন, মর্যাদাবিহীন, মজুরিবিহীন কাজের নাম গৃহস্থালি কাজ। আর এ কাজের ৮০ ভাগের বেশি করেন নারীরা। উদয়াস্ত ক্লান্তিকর এ গৃহস্থালি কাজ ছাড়া সমাজ ও পরিবার টিকে থাকা অসম্ভব।

তারা আরও বলেন, নারীর কাজের অর্থনৈতিক অবদান প্রধানত তিন ভাগে বিভক্ত। প্রথমত, মজুরির বিনিময়ে কাজ এবং টাকা উপার্জনের জন্য স্বনিয়োজিত কাজ, যা জিডিপির হিসেবে যুক্ত হয় । দ্বিতীয়ত, নারীর মজুরিবিহীন কিছু পারিবারিক কাজ যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে বিক্রি করা ইত্যাদি, এর আর্থিক মূল্য জিডিপিতে যুক্ত হয় । তৃতীয়ত, নারীর গৃহস্থালি কাজ, যার বাজার মূল্য বা বিনিময় মূল্য নেই, যা বাজারজাত করা যায় না, জিডিপিতে যুক্ত হয় না, এমনকি শ্রমশক্তি হিসেবেও গণ্য হয় না।

তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি নেই বলে পরিবারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গৃহিণী নারীদের অংশগ্রহণ তার স্বামী বা পরিবারের অন্য সদস্যরা খুব একটা গ্রহণ করে না। অর্থাৎ, সংসারে নারীদের দায়িত্ব যত আছে অধিকার সে পরিমাণে নেই। বিশ্বের অনেক দেশেই বিবাহ বিচ্ছেদের পর স্বামী-স্ত্রীর মাঝে সমান সম্পত্তি ভাগ করার আইন আছে। অর্থাৎ, যদি ২০ বছর সংসার করার পর কোনো স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয় তাহলে এ ২০ বছরে সৃষ্ট মোট সম্পত্তি সমান সমান ভাগ হবে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা হলো সংসার গড়ে তোলার ক্ষেত্রে  নারীর শারীরিক-মানসিক শ্রম থাকা সত্ত্বেও নারীরা স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সম্পত্তির প্রায় কোনো অংশই পান না। ফলে গৃহিণীরা অসহায় হয়ে পড়েন। অনেক সময় আর্থিক নিশ্চিয়তা নেই বলে অনেকে অত্যাচারিত হয়েও স্বামীর সঙ্গে থাকতে বাধ্য হন। অথচ বিয়ের পর ওই সংসারের যা কিছু সম্পদ-সম্পত্তি অর্জিত হয়েছে গৃহিণী নারীরও সেখানে পরিপূরক ভূমিকা আছে। গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নিরূপণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে পরিবারের ও সমাজের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হতো। পারিবারিক নির্যাতনও কমতো।

বক্তারা আরও বলেন, বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বাজেটের মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অগ্রযাত্রার সঙ্গে দেশের এগিয়ে যাওয়াও যুক্ত। অথচ আমাদের দেশে প্রতি বছর যে জেন্ডার বাজেট হয় তা জাতীয় বাজেটের মাত্র ১ শতাংশের মতো যা মূলত বিভিন্ন ভাতা প্রদানেই সীমাবদ্ধ। ভাতাগুলোর পরিমাণও খুব সামান্য। যে কারণে নারীরা কর্মক্ষেত্রে আসতে পারেন না বা কর্মক্ষেত্র থেকে ঝরে পড়েন। এসব বাধাগুলো দূর করার কার্যকর উদ্যোগ নেয়ার জন্য বাজেটে বরাদ্দ থাকে না। সরকারি উদ্যোগে উপজেলায় উপজেলায় ডে-কেয়ার সেন্টার ও কর্মজীবী নারী হোস্টেল নির্মাণের জন্য বাজেট বরাদ্দ করলে অনেক নারী কর্মক্ষেত্রে যুক্ত হতে পারে। কিন্তু সে বিষয়ে বাজেটে বরাদ্দ থাকে না। স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ, হাসপাতালে মাতৃসদন নির্মাণে খুব বেশি বাজেট বরাদ্দ লাগে না। কিন্তু এগুলো বিবেচনায়ই আসে না সরকারের।

তারা বলেন, নারীর সম অধিকার নিশ্চিত করা এবং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা তা দূর করার কার্যকর উদ্যোগ নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং সেসব ক্ষেত্রে রাষ্ট্রকে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীর শ্রমের অবদানের স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশার সঞ্চালণায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফোরামের ঢাকা নগর শাখার সভাপতি সেলিনা ইয়াসমিন কনা, সাংগঠনিক সম্পাদক শরীফা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক খাদিজা রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা মরিয়ম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।

সমাবেশ শেষে তারা অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করতে যান।

ধামরাইয়ে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
                                  

সাইফুল ইসলাম, ধামরাই : ঢাকার ধামরাইয় রাজাপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপিড়নে অভিযোগে অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন।

এলাকাবাসী জানান, রসজাপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার ৭ম শ্রেণির ছাত্রীকে বিকাল ৫ টার দিকে কলেজ ক্যাম্পাসে আসতে বলে। পরে সে সহপাঠীদের বাইরে রেখে অধ্যক্ষের রুমে প্রবেশ করলে অধ্যক্ষ ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এসময় তার ডাক চিৎকারে ওই বান্ধবীসহ আশপাশের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে। এবং অধ্যকে আটক করে। পরে তাকে একটি রুমের ভিতর অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগির নানা পীর মো জালাল আহাম্মদ বলেন, একজন প্রতিষ্ঠান প্রধান হয়ে আমার এতটুকুন নাতনির সঙ্গে এমন করা ঠিক হয়নি। আমি এর উপযুক্ত বিচার চাই।

ভুক্তভোগীর মা কাজল আক্তার বলেন, ওই অধ্যক্ষ আমার মেয়ের সাথে যেটা করেছে আমি তার উপযুক্ত বিচার চাই।

ধামরাই থানার ওসি মো. হারুণ অর রশিদ বলেন, ৭ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং লিডার ‘পটেটো রুবেল’ গ্রেপ্তার
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর দারুস সালাম এলাকার চাঞ্চল্যকর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেলকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার অন্যতম সহযোগী মসিউর রহমান রকিকেও (২৮) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৬ মে) দিনগত রাতে ঢাকার সাভার মডেল থানার রাজাসন ও বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় র‌্যাব-৪ ও ৮ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় সিয়ামের পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সাভার ও বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন। তারা দারুস সালাম এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাদের নামে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের দারুস সালাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সহযোগীসহ মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক
                                  

স্টাফ রিপোর্টার :

সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা হেমায়েত উল্লাহ শাওন (২০) ও তার প্রধান সহযোগী মেহেদি হাসান প্রান্তকে (২০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। শুক্রবার (২৬ মে) দিনগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করতেন। এসব চোরাই মোটরসাইকেল বিভিন্ন অপরাধমূলক কাজেও ব্যবহৃত হতো।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

মিরপুরে দুই হাজার টাকার জন্য গলা কেটে হ*ত্যার চেষ্টা
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মিরপুরে মাত্র দুই হাজার টাকার জন্য জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবকের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) রাতে মিরপুর লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত দুই বন্ধু সাগর (৩২) ও শাহেদ (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৭ মে) দুপুরের দিকে ঘটনা সত্যতা নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন

তিনি জানান, তিনজনই পরস্পরের বন্ধু, তারা কেউ মোটর মেকানিক কেউ গাড়ি চালক। সাগর তার অপর বন্ধু জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেত। এ টাকা নিয়েই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিকে কেন্দ্র করেই জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর ও শাহেদ। প্রথমে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বিভিন্ন স্থানে ঘুরে। শাহেদ বাইক চালায়, সাগর পেছনে বসে আর দুইজনের মাঝে বসানো হয় জাহাঙ্গীরকে। একসঙ্গেতারা মদপানও করে।

একপর্যায় তাদের মোটরসাইকেল লাভ রোড এলাকায় পৌঁছাতেই চলন্ত মোটরসাইকেলেই সাগর ধারালো অস্ত্রদিয়ে জাহাঙ্গীররের গলা কেটে হত্যার চেষ্টা করে। ওই অবস্থায় তারা জাহাঙ্গীরকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে জাহাঙ্গীর আশঙ্কামুক্ত হলেও তার শ্বাসনালি কেটে গেছে।  

এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল হালিম একটি মামলা করেছেন। মামলার দুই আসামি সাগর ও শাহেদকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল ও আসামির রক্তমাখা জামা।

বন্ধন সংস্থার উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর আদাবরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা শাখায়- ১৩ জন, অনাথ/দুস্থ শাখায়-১০ জন এবং প্রতিবন্ধি শাখায়-২ জন মোট ২৫ জন এসএসসি-২০২২ সালের পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন মানবিক কল্যাণ সংস্থার।

শনিবার (২৭ মে) রাজধানীর আদাবরে বায়তুল আমান হাউজিং সোসাইটি, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর কার্যালয়ে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন।  

বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল এর সভাপতিত্বে এবং তামান্না সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মাহবুবুল হক, একুশে পদক প্রাপ্ত গবেষক ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শহর সমাজসেবা কার্যলয়-৬ এর সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান, ডিএনসিসির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মোঃ মাহবুবুল হক এবং বন্ধন মানবিক কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ তাহমিদ আলম।  
 
এসময় উপস্থিত ছিলেন, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার পরিচালক (মনিটরিং ও সুপারভিশন) মোঃ মজিবুল হক, পরিচালক আশীষ চন্দ্র শীল, ১০০ নং ওয়ার্ড যুবলীগের নেতা সেলিম আহম্মেদ জীবন এবং বন্ধন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক সহ প্রমুখ।

এ সময় বক্তারা প্রতিবন্ধী ও অস্বচ্ছলদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থাকে সাধুবাদ এবং ভবিষ্যতে ও সমাজকল্যাণ মূলক কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ধানমন্ডি থেকে নারী প্রতারক আটক
                                  

স্টাফ রিপোর্টার :

প্রথমে বিকাশ সেন্টার থেকে বলছি বলে ফোন করা হয়। এরপর ভুক্তভোগীকে বলা হয় আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপগ্রেডের কাজ চলছে। এজন্য আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এভাবে কৌশলে ওটিপি নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্ট হ্যাকড করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। তবে সেই চক্রের মূলহোতা সুখি আক্তার (৩০) নামে এক নারী সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। সুখি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আবু তাহের শেখের মেয়ে।

শুক্রবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. এএসপি মো. ফজলুল হক।

তিনি জানান, এই চক্রের মূলহোতা হলেন সুখি আক্তার। তিনি প্রথমে ‘হ্যালো, বিকাশ থেকে রুমি (ছদ্মনাম) বলছি’ বলে পরিচয় দেন। এরপর কৌশলে নানা কথা বলে সেই ব্যক্তির বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ করা হবে বলে ওটিপি নিতেন। এরপর সেই অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিতেন তিনি। এই সুখি আক্তার বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

ফজলুল হক আরও জানান, সুখি একা নন। তার সাথে একটি চক্র রয়েছে। তিনি ও চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করতেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (২৬ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৪৩ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৬৫ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

বনানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ১
                                  

স্টাফ রিপোর্টার :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অবৈধ বিদেশি মদসহ মো. মনির হোসেন (৩৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহম্পতিবার (২৫ মে) দিনগত রাতে গোপন সংবাদে বনানী করাইল বস্তির টিঅ্যান্ডটি কলোনি (এরশাদ মাঠ) কবরস্থান রোডস্থ মিম ফ্যাশন গ্যালারী নামে একটি দোকানের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মনিটরিংয়ের পর উপ-পরিচালক জনাব মো. রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে গুলশান সার্কেল এর একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে ৫৬ বোতল অবৈধ বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী মনির হোসেন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ সরবরাহ করে আসছিল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সে বিভিন্ন কৌশলে মদের ব্যাবসা পরিচালনা করে আসছে গোপন সূত্রে এমন তথ্য পেয়ে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল। সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে, সে বিমানবন্দর কেন্দ্রিক একটি চক্রের কাছ থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে গুলশান ও বনানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করবে। পরে তাকে বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত তার মোবাইল সেট জব্দ করা  হয়।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাফরুল্ল্যাহ কাজল জানান,  ক্রিস্টালমেথ/আইস, ইয়াবা, এল.এসডি, ডিওবি সহ অন্যান্য ক্ষতিকর মাদকের পাশাপাশি অবৈধ বিদেশি মদ চোরা চালানেরসঙ্গে যারা জড়িত তাদের  উপর নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লাগামহীন সবজির বাজার, হিমশিম খাচ্ছে ক্রেতারা
                                  

নিজস্ব প্রতিবেদক :

লাগামহীন সবজির দামে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। বাজারে অধিকাংশ সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, মাছ-মাংস-মশলার বাজারও চড়া।

শুক্রবার (২৬ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৭৫ টাকা, বেগুন ৮০, ঝিঙে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গাজর কেজিপ্রতি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা, লাউ প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকা, জালি কুমড়ার পিস ৬০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজিই নেই। এটা অন্যায়। সংসার চালাতে খুব হয়ে যাচ্ছে। কৃষিপ্রধান দেশ হয়েও সবজির এতো দাম। এটা সম্পূর্ণ কারসাজি। বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, অতিরিক্ত গরমে সরবরাহ কম। অনেক ধরনের সবজির মৌসুম শেষের দিকে। ফলে সেসব সবজির দাম বাড়তি। তাছাড়া চাহিদার তুলনায় ঢাকায় পণ্য কম আসায় পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি। যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা হায়াত আলী বলছেন, সবজির দাম বাড়ার কারণে বিক্রিও কমেছে। আগে যেখানে একজন ক্রেতা একটা সবজি এক কেজি নিত, এখন সেখানে আধা কেজি নিচ্ছে।

১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
                                  

স্টাফ রিপোর্টার :

যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর মো. মাহিদুল ইসলাম ওরফে সাগর (৩০) নামে শীর্ষ এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (২৪ মে) দিনগত রাতে মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর একজন পেশাদার মাদকবিক্রেতা। ২০১৩ সালে বিপুল পরিমাণ মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার হন তিনি। পরে তার নামে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা হয়।  

ওই মামলায় তিনি জামিনে মুক্তি পেয়ে পরে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। পরে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি ফজলুল হক জানান, আসামি উল্লিখিত মাদক মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে কখনও দিনমজুর, ভ্যান চালক, অটোরিকশা চালাতেন। এসব কাজের আড়ালে মাদক পরিবহন ও মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করতেন। সর্বশেষ মুগদা এলাকায় নিজের নাম পরিবর্তন করে সাগর নামে রিকশা চালাতেন ও বসবাস করতেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৭০০ ইয়াবা, ১১ কেজি ৬৩০ গ্রাম গাঁজা ও ৭১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখে গেলেন পুলিশ সদস্য রনি
                                  

স্টাফ রিপোর্টার :

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ‌ মৃত্যুর আগে ফেসবুক স্টোরিতে তিনি লিখেছেন, `আমার জন্য আমিই দায়ি`। বনানী থানার ওসি বলছেন, আত্মহত্যা করেছেন ওই পুলিশ সদস্য।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বনানী ১১ নম্বর রোডের  চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল তার।
সেখানে একটি  বাথরুমে গিয়ে তার নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। সে সময়ে সেখানে সে একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সকাল পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ডিসি গুলশান।

রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিল। মিরপুর পুলিশ লাইনে থাকতো। ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে রনির বাড়ি। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন।


   Page 1 of 58
     রাজধানী
মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
.............................................................................................
উত্তরায় ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার
.............................................................................................
যাত্রাবাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেপ্তার ২
.............................................................................................
নারীর স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থান-সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাজেট বরাদ্দের দাবি
.............................................................................................
ধামরাইয়ে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
.............................................................................................
কিশোর গ্যাং লিডার ‘পটেটো রুবেল’ গ্রেপ্তার
.............................................................................................
সহযোগীসহ মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক
.............................................................................................
মিরপুরে দুই হাজার টাকার জন্য গলা কেটে হ*ত্যার চেষ্টা
.............................................................................................
বন্ধন সংস্থার উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
.............................................................................................
ধানমন্ডি থেকে নারী প্রতারক আটক
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২
.............................................................................................
বনানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ১
.............................................................................................
লাগামহীন সবজির বাজার, হিমশিম খাচ্ছে ক্রেতারা
.............................................................................................
১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
.............................................................................................
আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখে গেলেন পুলিশ সদস্য রনি
.............................................................................................
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
.............................................................................................
২৫ হাজার টাকা মজুরি দাবিতে স্মারকলিপি
.............................................................................................
চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বাঁচল শিক্ষার্থী
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩
.............................................................................................
ঐতিহাসিক স্থাপনাগুলো ধাপে ধাপে সংস্কার করা হবে : তাপস
.............................................................................................
পদযাত্রার পেছন থেকে পুলিশের ওপর হামলা হয়: ডিসি রমনা
.............................................................................................
সায়েন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন
.............................................................................................
মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭
.............................................................................................
দাবি আদায় না হলে প্রথম সাময়িক পরীক্ষা বন্ধের ঘোষণা মাদরাসা শিক্ষকদের
.............................................................................................
ডিম-মুরগির ন্যায্য মূল্য চান প্রান্তিক খামারি-ডিলাররা
.............................................................................................
বাড্ডায় ডিজে পার্টি আড়ালে মদ বিক্রি, গ্রেফতার ৪
.............................................................................................
ইন্টারনেট ব্যবসায় আধিপত্য বিস্তারকারী চাঁদাবাজদের গ্রেপ্তার দাবি
.............................................................................................
সড়কে গতি নির্ধারণের দাবি সিএনজি চালকদের
.............................................................................................
২১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
.............................................................................................
ডেমরায় দুই প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
.............................................................................................
রাজধানীতে ৩২ কেজি গাঁজাসহ আটক ২
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪
.............................................................................................
আদায় আগুন, আকাশছোঁয়া মরিচের দাম
.............................................................................................
বাংলামোটরে টাইলসের দোকানে আগুন
.............................................................................................
ভোটাধিকার দিবসে উর্দুভাষীদের র‌্যালি
.............................................................................................
সমকামিতার প্রস্তাব দিয়ে অপহরণ হ*ত্যা
.............................................................................................
‘ঢাকায় সামগ্রিক দারিদ্র্যের হার কমেছে ৪.৩ শতাংশ’
.............................................................................................
পল্লবীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার
.............................................................................................
মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯
.............................................................................................
অগ্নিঝুঁকিতে সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স মার্কেট
.............................................................................................
৩১ মে থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল
.............................................................................................
কাঁটাবনে পোষা প্রাণীর ব্যবসায় অব্যবস্থাপনার প্রতিবাদ
.............................................................................................
নিরাপদ সড়কের দাবিতে সংহতি প্রকাশ
.............................................................................................
মোহাম্মদপুরে শিশু অপহরণ, সিসিটিভিতে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ
.............................................................................................
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫
.............................................................................................
অল্প বৃষ্টিতে এখন আর ঢাকা শহর ডুবে যায় না : তাপস
.............................................................................................
গাছ কেটে গণবিরোধী উন্নয়ন বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
    2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com

Developed By: Dynamic Solution IT