নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন: রুমিন ফারহানা
রংপুর, প্রতিনিধি:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বলি সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ—এই হলো কমিশন। এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।রুমিন ফারাহানা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। ক্ষমতা থেকে যদি নামেন মানুষ আপনাদের বিচার করবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যদি করতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনাদের নেত্রী দেশে আসতে পারতো না।
তিনি বলেন, যে ভোটে ভাই তার ভাইকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তারাই বিচার করবে। বিএনপি সাধারণ মানুষের দল। রুমিন আরও বলেন, তারা বলেন—বিএনপি আন্দোলন করতে জানে না। বিএনপি লগি বৈঠা দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে রাজনীতি করতে পারে না। বিএনপি রক্তের ওপরে দাঁড়িয়ে ক্ষমতায় যায় না। বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, বিএনপি যদি রক্তের রাজনীতি করতো তাহলে ২০০৮ সালে ক্ষমতায় আসতো। ২০০৮ সালে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এক-এগারোর সরকার তাদের আন্দোলনের ফসল। এক-এগারো যারা ঘটিয়েছে, তারা নিরাপদে বিদেশে আছে। আবার কাউকে কাউকে সংসদেও দেখতে পাই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রে আপনারা ক্ষমতায় এসেছেন। যদি এই চক্র ব্যবহার করে আবারো ক্ষমতায় যান, আপনারা ভুল করবেন। মানুষ আপনাদের ছাড়বে না।
রুমিন ফারহানা বলেন, প্রতিটি জিনিসের দাম আকাশে উঠে গেছে। চাল, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে শেখ হাসিনাকে জবাব দিতে হবে। দফায় দফায় বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কুইক রেন্টাল হলো কুইক চুরির একটি মাধ্যম। টাকা পাচারের মাধ্যম। কুইক রেন্টাল দিয়ে লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় যাব তখন একটা একটা করে চোরের বিচার করব। যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের কান ধরে দেশে নিয়ে আসবো। আপনারাই বিচার করবেন। ইভিএমে ভোট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কোনো ইভিএমে ভোট হবে না। ভোট হবে ব্যালটে। হিসাব করে চলবেন দিন কিন্তু বেশি নাই শেখ হাসিনাকে গদি থেকে নামানোর। সারা বাংলাদেশ আমাদের সঙ্গে আছে। খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী প্রমুখ।
|
রংপুর, প্রতিনিধি:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বলি সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ—এই হলো কমিশন। এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।রুমিন ফারাহানা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। ক্ষমতা থেকে যদি নামেন মানুষ আপনাদের বিচার করবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যদি করতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনাদের নেত্রী দেশে আসতে পারতো না।
তিনি বলেন, যে ভোটে ভাই তার ভাইকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তারাই বিচার করবে। বিএনপি সাধারণ মানুষের দল। রুমিন আরও বলেন, তারা বলেন—বিএনপি আন্দোলন করতে জানে না। বিএনপি লগি বৈঠা দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে রাজনীতি করতে পারে না। বিএনপি রক্তের ওপরে দাঁড়িয়ে ক্ষমতায় যায় না। বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, বিএনপি যদি রক্তের রাজনীতি করতো তাহলে ২০০৮ সালে ক্ষমতায় আসতো। ২০০৮ সালে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এক-এগারোর সরকার তাদের আন্দোলনের ফসল। এক-এগারো যারা ঘটিয়েছে, তারা নিরাপদে বিদেশে আছে। আবার কাউকে কাউকে সংসদেও দেখতে পাই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রে আপনারা ক্ষমতায় এসেছেন। যদি এই চক্র ব্যবহার করে আবারো ক্ষমতায় যান, আপনারা ভুল করবেন। মানুষ আপনাদের ছাড়বে না।
রুমিন ফারহানা বলেন, প্রতিটি জিনিসের দাম আকাশে উঠে গেছে। চাল, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে শেখ হাসিনাকে জবাব দিতে হবে। দফায় দফায় বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কুইক রেন্টাল হলো কুইক চুরির একটি মাধ্যম। টাকা পাচারের মাধ্যম। কুইক রেন্টাল দিয়ে লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় যাব তখন একটা একটা করে চোরের বিচার করব। যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের কান ধরে দেশে নিয়ে আসবো। আপনারাই বিচার করবেন। ইভিএমে ভোট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কোনো ইভিএমে ভোট হবে না। ভোট হবে ব্যালটে। হিসাব করে চলবেন দিন কিন্তু বেশি নাই শেখ হাসিনাকে গদি থেকে নামানোর। সারা বাংলাদেশ আমাদের সঙ্গে আছে। খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী প্রমুখ।
|
|
|
|
শাহরিয়ার কবির, (পাইকগাছা) প্রতিনিধি:
পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযা শেষে চাঁদখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুরজাহান গাজী`র দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টায় কাটাখালী কৃষ্ণনগর মসজিদ ঈদগাহ ময়দানে জানাযা পূর্বে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন ও গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এসময়ে জানাযায় অংশ গ্রহণ করেন এবং উপস্থিত ছিলেন, খুলনা ৬ (পাইকগাছা -কয়রা)`র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি মোঃ জিয়াউর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, জামির হোসেন, মোকচ্ছেদ আলী, আমিনুল ইসলাম, আঃ রশিদ, ফয়জুল বারী, ভোগিরথী গোলদার, মাস্টার আমির আলী, সোহরাব গোলদার আঃ মাজেদা সরদার, ইউপি চেয়ারম্যান আবু শাহাজাদা ইলিয়াস, মুক্তিযোদ্ধা`র পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ্যতায় বাধর্ক্যজনিত কারণে শুক্রবার রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
|
|
|
|
রিপন সরকার, (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তিন শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে (সরকারি ত্রাণ সামগ্রী) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৪জানুয়ারি) জেলা সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি। শীতবস্ত্র বিতরণকালে গোলাবাড়ী ইউনিয়নের সচিব তপন বিকাশ ত্রিপুরা`র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, উন্নয়নের অপর নাম শান্তি। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া।
স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরসূরি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা মানবতার মা, তিনি বাংলাদেশের মা। তিনি দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। উন্নয়নের অপর নাম শান্তি। বর্তমান সরকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সরকার।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, শুভ মঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য মিলি ত্রিপুরা, অঞ্জলী ত্রিপুরাসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
|
|
|
|
মোঃ খাইরুল ইসলাম মুন্না, (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ২ নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্কুল ছাত্রীর মা নূপুর বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে এসে খাবার খেয়ে স্কুলের দিকে রওনা দেয়। পথিমধ্যে বজলু মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে কিসমত ভোলানাথপুর এলাকার সাব্বির (২০) ও আল-আমীন (২১) জোর করে ওই স্কুলছাত্রীকে পাশের নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এ সময় আল আমিনকে ওই ছাত্রী হাতে কামড় দিয়ে দৌড়ে স্কুলে পালিয়ে যায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
|
|
|
|
বান্দরবান, প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সহ মোট (৮কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৫১ টাকার) উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। ৪ঠা জানুয়ারি শনিবার সাড়ে ১১টার দিকে লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে মন্ত্রী নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের সংস্কৃতির নৃত্য প্রদর্শন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়নাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২ এর আওতায় (৬কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকার) ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ করেন। এর সাথে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা চেয়ারম্যান বাসভবন ও ১কোটি ২৬লক্ষ টাকার ব্যয়ে ইউএনও বাসভবন নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে মাধ্যমে জানা যায় গেছে, ৬তলা ফাউন্ডেশন ৪ তলা মূল ভবন কাজ সমাপ্ত হয়েছে। প্রতি ফ্লোরে ৪২৫০ বর্গফুট করে মোট ১৭ হাজার বর্গফুট এর মধ্যে ৩০টি কক্ষ রয়েছে। এছাড়া ৪ হাজার বর্গফুটের হলরুম সহ সর্বমোট ২১ হাজার বর্গফুটে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।
এলজি আরডি মন্ত্রী নবনির্মিত লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। দুপুর ২টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। পরে এলজি আরডি মন্ত্রী বিকাল ৪টায় লামার সরই কোয়ান্টাম ফাউন্ডেশন পরিদর্শন করে বিকাল ৫টার দিকে লামা ত্যাগ করেন।
অনুষ্ঠানে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পৌরসভার মেয়র ইসমাল বেবী, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি,বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা সদস্য পরিষদের ফাতেমা পারুল লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জেলা উপজলার সরকারি বেসরকারী কর্মকর্তা সহ আরো অনান্য উপস্থিত ছিলেন।
|
|
|
|
মোঃ শিমুল ইসলাম, (রংপুর) প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করে বিএনপি। একই সময়ে পাল্টা শান্তি সমাবেশ করেন রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ। দুটি সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো চোখে পরার মতো।
শনিবার দুপুরের আগেই বিভিন্নভাবে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির নেতাকর্মীদের এসে জমা হতে দেখা যায়। দুপুরের পরেই দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বিভাগীয় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবি স্পষ্ট বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা জনগণের প্রয়োজনে মাঠে নেমেছি, দাবি আদায় করেই মাঠ ছাড়বো। আমরা ক্ষমতায় আসলে আইনবিভাগকে আলাদা করা হবে যাতে সকলেই ন্যায় বিচার পায়। তাই আমরা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় করার লক্ষে জনগনকে নিয়ে মাঠে থাকবো।
অপরদিকে বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে শান্তি সমাবেশ করেন রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম(এমপি), সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী, সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সাফুরা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদাত হোসেন, যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সংগঠনের নেতারা।
শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত জোট কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি ও সমাবেশকে ঘিরে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আমরা তা কঠোর হাতে দমন করতে প্রস্তুত আছি। শেখ হাসিনার উন্নয়নশীল দেশে কেউ বাঁধা প্রদান করলে তা প্রতিহত করা হবে।
|
|
|
|
মুন্সীগঞ্জ, প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে গেছে। এতে ঘড়ে থাকা মালামাল পুড়েঅন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ভুক্তভোগী পরিবারের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল ১১ টা`র দিকে মানিকপুর এলাকায় আবুল বাশারের বসতবাড়িতে এই ঘটনা ঘটে। আগুন আশপাশের ঘড়বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ঘড়টিতে মিশুক চালক মনির হোসেন তার স্ত্রী বর্ণা বেগমকে নিয়ে ভাড়ায় থাকতেন। ঘটনার সময় বর্ণা বেগম ঘড়ের বাইরে মাটির চুলায় রান্না করছিলেন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘড়ে থাকা টিভি-ফ্রিজ, খাট-আলমারি, জামা-কাপড় পুড়েছাই হয়ে যায়। তবে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় একটি কোরআন শরীফ। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বর্ণা বেগম দাবি করেন, ঘটনারসময় আমি বাইরে মাটির চুলায় রান্না করছিলাম। কিছু বুঝে উঠার আগেই দাউদাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ২০মিনিটের প্রচেষ্টায় আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ সময় সরু রাস্তার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। আমাদের ধারণা, রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
|
|
|
|
মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ীতে ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯-বিজিবি), এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারটি এয়ারগানসহ মালিক-বিহীন ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ৯ টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর চৌঠা বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২৯৬ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
খেয়াড়দূর্গাপুর গ্রামের পার্শ্বে ধানের খেড়ের পালার মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ০৪টি ভারতীয় এয়ারগান (CAN-ON MOD – 35 ০২টি ও 65 ০২টি) এবং পার্শ্ববর্তী খালের পার্শ্বে ঝোপের মধ্য হতে মালিক বিহীন অবস্থায় ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯-বিজিবি)।
|
|
|
|
সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শিশুদের জন্য ফ্রি খৎনা গরীব অসহায় রোগীদের জন্য বিনামুল্যে চিকিৎসা সেবা ও রোগীদের ঔষুধ বিতরণ করেছে রোটারি ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রাম।
শনিবার ৪ ফেব্রুয়ারী দিন ব্যাপী উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় সাদা মনের মানুষ খ্যাত এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর বাড়িতে বিনামুল্যে এই সেবা দেয়া হয়। সমাজ সেবক এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর সার্বিক তত্বাবধানে ও রোটারি ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকশো মানুষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও শতাধিক শিশুকে ফ্রি খৎনা করা হয়।
এসময় রাজাখালীতে একটি উন্মুক্ত গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। এসব কার্যক্রম উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব আগ্রাবাদ এর গর্ভণর ইলেক্ট ইন্জিনিয়ার মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট ইলেক্ট আলাউদ্দিন, রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট রো. জাফর আহমেদ (পিএইচএফ), রোটারিয়ান ও চট্টগ্রাম ওমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্টির ডিরেক্টর রেবেকা নাছরিন চৌধুরীসহ আরো অনেকে।
এ সময় বক্তারা রাজাখালীতে রোটারি ক্লাবের উদ্যোগে একটি হাসপাতাল ও বৃদ্ধাশ্রম র্নিমাণের ঘোষণা দেন এবং প্রান্তিক পর্যায়ে রোটারিয়ানদের সহযোগীতায় জনসেবামুলক কার্যক্রম অব্যাহত থাকার কথা বলেন।
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের ৪০ জন চিকিৎসকের একটি টিম অংশ নিয়ে শিশু গাইনী ও নানান রোগের তাৎক্ষনিক চিকিৎসা সেবা ও শিশুদের ব্যাথামুক্ত খৎনা করেন এবং প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করেন। এসময় চট্টগ্রামের ব্লাড ব্যাংক সন্ধানী কয়েক শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং রক্তদানে মানুষকে উৎসাহ দেন।
|
|
|
|
স্বাধীন বাংলা ডেস্ক:
মেহেরপুর সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
শনিবার ( ৪ ফেব্রুয়ারি ) দুপুরে নগরীর আমঝুপি খেলার মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি , সভাপতির বক্তব্য প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ।বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,জেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অত্র এলাকার কৃতি সন্তান ফরহাদ হোসেন এমপির বদান্যতায় ও ব্যক্তিগত চেষ্টায় এ সংসদীয় এলাকার প্রতিটি উপজেলায় একই সাথে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা সম্ভবপর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রীড়া অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি জেলা শহরে টেনিস কোর্ট সুইমিং পুলসহ বিভিন্ন আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।পাশাপাশি যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩৮০০ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে দেশের প্রায় ১০ লক্ষ NEET জনগোষ্ঠী স্বাবলম্বী হবে।
এ সময়ে ভবিষ্যতেও মেহেরপুর সদর উপজেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে কি জানান প্রতিমন্ত্রী।তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হয়েছে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টোডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে দিঘলিয়া উপজেলায় একটি। মেহেরপুরের সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৭ হাজার টাকা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, পাঁচ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।
|
|
|
|
পিংকি আক্তার (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির টু খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রী নেন্সী চাকমা (১৮) নিহত হয়েছেন। সে বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী এলাকার জ্যোতিময় চাকমার মেয়ে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় (রাঙামাটি-নানিয়ারচর) সড়কে এ দুর্ঘটনা ঘটে।নেন্সি রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নেন্সি চাকমা সকালে নিজ বাড়ি থেকে তার চাচাতো বড় ভাই দীপেন দেওয়ানের সাথে মোটরসাইকেল যোগে রাঙামাটি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচরগামী পাথর ভর্তি ট্রাকের (ফেনী ট-১১-০৯৩১) সঙ্গে ধাক্কায় নেন্সি চাকমা এবং মোটরসাইকেল চালক আহত হন। আহত উভয়কে স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ন্যান্সী চাকমাকে মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে রয়েছে।এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।পুলিশ ট্রাকটি উদ্ধার করলেও বর্তমানে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
|
|
|
|
আমির হামজা, (ভোলা) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নতুন করে ১০ দফা দাবিতে রাজপথে নেমেছে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে। সংবিধান অনুসারে নির্বাচন হবে। বিএনপি যে অবাস্তব দাবি করে, তার কোনো মূল্য নেই।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোলায় নিজ নির্বাচনী এলাকার কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে একাধিক পথসভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে বিরল। বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। সরকার পদ্মাসেতু ও মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্পের কাজ করে বেশ প্রসংশিত হয়েছে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।
ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্প কল কারখানা গড়ে তোলা হবে। ভোলা-বরিশাল ব্রিজ হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন। তোফায়েল আহমেদ পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন।
এসময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।
|
|
|
|
রাকিবুল হাসান, (জয়পুরহাট) প্রতিনিধিঃ
তরুণদের ভালো-মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনাসহ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন নিয়ে জয়পুরহাট ষ্টেডিয়াম মাঠে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সকাল ১১ টায় জয়পুরিয়ান ট্রাস্ট আয়োজিত এবং জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
স্বপন এমপি “তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি” আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছে বর্তমানের তরুণ সমাজ। তরুণদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করবে স্মার্ট বাংলাদেশ গঠনে। শেষ থেকেই শুরু করতে হবে। আজকে তরুন শিক্ষার্থীরা আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।জয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতির চতুর্থ বর্ষের ছাত্র আশিক হোসেন প্রশ্নে বলেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক সংকট রয়েছে, তার কারনে ঠিকমত ক্লাা হয় না।প্রশ্ন উত্তরে জনপ্রতিনিধি এমপি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানাবো।
ক্ষেতলাল উপজেলা স্কুলের একজন ছাত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রত্যেক শ্রেণিতে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করালে ভালো হয়। এই ব্যাপারে আপনার কোন চিন্তাভাবনা আছে কিনা?প্রশ্ন উত্তরে হুইপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, অবশ্যই সেটা সম্ভব হবে। তিনি শিার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই পারবে, তোমাদের পারতে হবে। তিনি এসময় শিক্ষার্থীদের শিক্ষা ও চাকরি বিষয়ে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি আগামীতে শিক্ষকদের নিয়ে আলাদা সমাবেশ করে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন নয়ন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. খায়রুল আলম সেলিম, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও গোলাম হক্কানী, কৃষক লীগের সভাপতি ও নারী শিশু স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা প্রমুখ। হুইপ স্বপন জয়পুরহাটের শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নে মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন।
|
|
|
|
রবিউল ইসলাম লাভলু, (রংপুর) প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গ্রান্ড হোটেল মোডে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করে।এখন তা সমাবেশস্থলসহ প্রধান সড়ক ও তার আশে-পাশে ঢল নেমেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিভাগীয় সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সফল করতে ইতোমধ্যে মহানগর, জেলা ও উপজেলাগুলোয় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।
এ বিষয়ে সদস্যসচিব মাহফুজ উন নবী বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদ এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। নগরীর গ্রাণ্ড হোটেল মোড়ে বিএনপির অফিসের সামনে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এজন্য দলের পক্ষ থেকে নিয়মিত লিফলেট বিতরণ ও প্রচারনা চালানো হচ্ছে।
|
|
|
|
পিরোজপুর, প্রতিনিধি:
কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির প্রথম সভা ০৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬.৪৫ মিনিট পর্যন্ত একটানা অনুষ্ঠিত হয়েছে। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে এই সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বরিশালের বিভাগীয় কমিশনার আমিনুল আহসানের সভাপতিত্বে সভায় বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি পিরোজপুর জেলা থেকে দেশব্যাপী সূচিত কার্যক্রমের প্রথম জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে। এই কমিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জেলায় কিশোর-কিশোরীদের সাইবার বুলিং ও সাইবার হয়রানি সম্পর্কে সচেতন করার মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে অনলাইন যৌন হয়রানি মুক্ত করা। সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, সহযোগী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সাংবাদিক মাহমুদ হোসেন, সাংবাদিক নাসিম আলী, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, মঠবাড়িয়ার ইউএনও উর্মি ভৌমিক, শিক্ষার্থী মালিহা তানজিম প্রমুখ।
উলেস্নখ্য, ২০১৯ সালের ৩১ আগস্ট পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সদরে ১৫ বছর বয়সী রুপা নামের দশম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
|
|
|
|
আশুলিয়া, (সাভার) প্রতিনিধি:
আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), আব্দুল মান্নানের ছেলে তালহা মন্ডল (১৮), জহিরুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (১৯), নজরুল ইসলামের ছেলে মোবারক হোসেন (১৮), বেলালের ছেলে সুমন (১৭), মৃত মির্জা রিপনের ছেলে রাকিব হাসান (১৭), রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (১৯), কবির হোসেনের ছেলে সাব্বির রহমান (১৮), শহিদুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯) ও সালাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (১৮) এবং জামালপুর জেলার সদর থানার চন্দ্রা এলাকার খলিল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (১৮)।
আটককৃতরা ঢাকায় গিয়ে নাশকতা করতে পারেন এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
|
|
|
|
|
|
|