ড. খান আসাদুজ্জামান হে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিববঙ্গবন্ধুর অন্তহীন প্রেরণার আধারতুমি বুঝেছিলে তোমার জীবন সঙ্গীর বিপ্লবী চেতনার প্রচ্ছন্ন ইঙ্গিত।তাই বুঝি হাতে হাত রেখেমুজিবকে তুলে দিয়েছিলেহেমিলনের সেই বাঁশের বাঁশিআর বিপ্লবের অনির্বান অগ্নিশিখা।বাঙালির প্রাণ প্রিয় দেবতাতোমার মূল্য দিয়েছে,তোমার সে অর্ঘেরজনতাও দিয়েছে তাই অমোঘ নৈবেদ্য বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছেকাল হতে মহাকালে। রাজনীতি আর সংসারেরঅপরিহার্য দায় ছিল তোমারতাই তো তুমি সংসার সন্তান আররাজনীতির নিষ্ঠুর ঘুর্ণাবর্তেহারাওনি তোমার সাহস।তুমি অন্তহীন প্রেরণা যুগিয়েছোবঙ্গবন্ধুর কারা প্রকষ্ঠের গরাদ ছুঁয়েছুঁয়ে।হে বঙ্গজননী, তুমি তাঁর সতীর্থ ভাবনারছিলে নিরবিচ্ছিন্ন আর অদম্য সহচারীতুমি পায়ের তলার মাটি হারাওনি কখনোকোন শ্যেন-শকুনের নখের থাবায়।তুমি সাহস যুগিয়েছো ঘরে বাইরেতোমার দোসর হাতের পেলব ছোঁয়ায়তাইতো তিনি বঙ্গবন্ধু হতে পেরেছিলেননিঃশঙ্ক বিপ্লবী অভিযানে।শত ঝড় ঝাপটা প্রতিকুলতায়তোমার অসামান্য অবদানেবঙ্গবন্ধুর বিপ্লবী চেতনা হয়েছিল খুরধারতুমিশুধু বঙ্গবন্ধুর অপ্রিয়ঙ্গী-ই নওতুমি ছিলে গণমানুষের উৎসাহেরএক বিশ্বস্ত সূতিকাগার।বঙ্গভূমির মানুষ অকৃতজ্ঞ নয়বঙ্গবন্ধুর নামের পাশেতুমিও তাই বঙ্গমাতা হলেসর্বংসহা এক আত্মত্যাগীরনামের পাশে উচ্চারিত হবেতোমার নাম, অবিরাম।তুমি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবনিজের ভোগবিলাসকে জলাঞ্জলি দিয়েতুমি নিবেদিত ছিলে বিপ্লবী কোনোসাত মার্চেও মহাকাব্যেরঅমর কবির সহধর্মিনী হয়ে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবতুমি অনন্যা, অসাধারণতোমার স্বপ্নের এ বঙ্গেআমরাও আছি-ছিলাম তোমার সঙ্গে ॥
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আখলাকুল আম্বিয়া নির্বাহী সম্পাদক: মাে: মাহবুবুল আম্বিয়া যুগ্ম সম্পাদক: প্রদ্যুৎ কুমার তালুকদার সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: স্বাধীনতা ভবন (৩য় তলা), ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Editorial & Commercial Office: Swadhinota Bhaban (2nd Floor), 88 Motijheel, Dhaka-1000.সম্পাদক কর্তৃক রঙতুলি প্রিন্টার্স ১৯৩/ডি, মমতাজ ম্যানশন, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত । ফোন : ০২-৯৫৫২২৯১ মোবাইল: ০১৬৭০৬৬১৩৭৭ Phone: 02-9552291 Mobile: +8801670 661377 ই-মেইল : dailyswadhinbangla@gmail.com , editor@dailyswadhinbangla.com, news@dailyswadhinbangla.com