স্বাধীন বাংলা প্রতিবেদক শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনের সাংস্কৃতিক উৎসব। দলীয় নৃত্য, একক নৃত্য, লোকনৃত্যের শৈল্পিকতার সঙ্গে দেশাত্মবোধক ও আধুনিক গানের সুরের সংমিশ্রণে গতকাল সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এ উৎসব। প্রথম দিনের পরিবেশনায় অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশনের লোকনৃত্য ‘কান্দুরী’; অপূর্বা ইসলামের ভরতনাট্যম ‘গোকূল’, হিয়া মেহজাবীনের ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
এছাড়া ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’। অমিত চৌধুরীর পরিবেশনায় ছিল ‘নরসিংহ কৌতুবাম’, অনিক বোসের দেশাত্মবোধক পরিবেশনা ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’, রাফিয়া খন্দকার রোজার ওডিসি নৃত্য ‘মেঘপল্লবী’, প্রান্তিক দেবশিব ভরতনাট্যম ‘তাণ্ডব’ মুগ্ধ করে দর্শকদের। শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে দশ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বৈচিত্র্যময় পরিবেশনা পর্ব।
উদ্বোধনী দিনে অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। এতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী। অনুষ্ঠানটি একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।