কলকাতার ছবিতে গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পিী ওমর ফারুক
31, March, 2024, 6:11:22:PM
বিনোদন ডেস্ক : ঋদ্ধি ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং অমিত দাশগুপ্ত (কে-২) পরিচালিত কলকাতার নতুন বাংলা ছবি ‘‘ঘায়েল” এর সর্বশেষ ডুয়েট গানটির রেকডিং শেষ হলো কলকাতার একটি নামকরা স্টুডিওতে । গানটি রোমান্টিক এবং ওয়েস্টান প্যাটানে সুর করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার সৌমিক। ডুয়েট এই গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি ওমর ফারুক ও কলকাতার মধুমিতা ঘোষ।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী ওমর ফারুক বলেন, কলকাতার কোন সিনেমায় এটাই আমার প্রথম প্লেব্যাক । গানটির কথা এবং সুর অত্যন্ত রোমান্টিক এবং সময় উপযোগী । গানটি যে কেউ একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। আশা করছি গানটির কথা ও সুর সকল শ্রেনীর দর্শকদের হৃদয় ছুয়ে যাবে।
ছবিটি মূলত এ্যাকশন ও রোমান্সে ভরপুর । সংগীত পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক অসিম রায়। সিনেমাটিতে চারটি গান রয়েছে। এছাড়া ছবিটির অন্যান্য গানে কন্ঠ দিয়েছেন নদিয়ার বিখ্যাত বাউল শিল্পি শরিফুল ইসলাম, ঝাড়খন্ডের নির্মাল্য রাজ, কুমার পলাশ, পিউ গায়েন, সুমিত্রা সোম ও ইন্দ্রানী ব্যানার্জি। কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অসিম দাস বাংলাদেশের কন্ঠশিল্পী ওমর ফারুক সম্পকে বলেন- ওয়েষ্টান প্যাটানের এই গানটির গায়কিতে আমি যা আশা করেছিলাম তার চেয়েও অনেক ভাল গেয়েছেন বাংলাদেশের কন্ঠ শিল্পী ওমর ফারুক । বিশেষ করে কন্ঠশিল্পি ফারুক ভাই দারুন সুরে গান করেন এটা আমার খুব ভাল লেগেছে ।
সিনেমার পরিচালক অমিত দাশ গুপ্ত (কে-২) কন্ঠ শিল্পি ওমর ফারুক সম্পর্কে বলেন, ঘায়েল মুভিটি আমার পরিচালিত চার নম্বর মুভি। আমি ট্যালেন্ট নবাগতদের নিয়ে কাজ করতে বেশী পছন্দ করি। প্রথম বাংলাদেশের একটি টেলিভিশন লাইফ প্রগ্রামে ফারুক ভাইয়ের গান শুনে মনে হয়েছে সে একজন মাল্টি ট্যালেন্ট কন্ঠশিল্পী। তার কন্ঠে যে সুর রয়েছে তা আমাদের কলকাতার শিল্পিদের সাথে দারুন যায়।তার ভয়েজটা অনেকটা ইন্ডিয়ান প্যাটানের। তারপর তার সাথে যোগাযোগ করলে সে রাজি হয়ে যায়। এক কথায় বলব ফারুক ভাই অসাধারন একজন ভাল মনের মানুষ এবং অসাধারন গান করেন। ইতিমধ্যে ফারুক ভাই ও মধুমিতা ঘোষের গাওয়া এই গানটি সম্পূর্ন চিত্রয়িত হয়েছে দার্জিলিয়ের বিভিন্ন লোকেশনে।
‘‘ঘায়েল” ছবিতে নবাগত নায়ক হিসেবে অভিনয় করেছেন সুদর্শন নায়ক সৌর এবং নায়িকা ঋদ্ধি ও রিয়া। এছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন সঞ্জীব সরকার, সান্তনা বসু প্রমুখ। ছবিটির শুটিং শেষের পথে, খুব শীঘ্রই সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে শুভ মুক্তির প্রতিক্ষায় ।