কে বি মাল্টিমিডিয়ার ব্যানারে এবারের ঈদে বাস্তব চরিত্রের নাটক "জুলুমবাজ কমিশনার" মুক্তি পাচ্ছে। প্রেজেন্ট ডিরেক্টর রয়েছেন মৃদুল ও জুবে। রচনা ও পরিচালনা করেছেন বরুণ আচার্য্য। অভিনয় করেছেন এসময়ের জনপ্রিয় দুর্দান্ত অভিনেতা কামাল খান, আলোচিত অভিনেত্রী হেলেনা, আব্দুর রউফ, নজরুল ইসলাম, সুমাইয়া কবিতা খান কামরুল ইসলাম বরুণ আচার্য্য স্বাধীন সহ আরো অনেকে। নাটকটি দেখা যাবে ঈদের দিন ইউটিউব চ্যানেল KBHPTV তে।
বরুণ আচার্য্য বলেন বাস্তব জীবন নিয়ে করেছি, সব শ্রেণীর মানুষ দেখবে আনন্দ উল্লাসে, আশা করি সবার ভালো লাগবে।
এ নাটক নিয়ে আশাবাদী কামাল খান ও বলেন আমিও এটা নিয়ে আশাবাদী। কারন মানুষ মৌলিক চরিত্রের গল্প চায় আর সেজন্যেই এই গল্পটা আমি খুব কষ্ট করে অভিনয় করেছি এবং আলোচিত তিনজন অভিনেত্রী ও অভিনেতা আছেন হেলেনা আপা আব্দুর রউফ নজরুল ভাই সহ আরো অনেক আছেন সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।