স্বামী-সন্তানের সঙ্গে বেশ সুখের দিন কাটাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। ঈদের আগেই কলকাতা থেকে অ্যাওয়ার্ড জিতে এসেছেন পরী। সেই আনন্দ দ্বিগুণ করেছে ঈদের খুশি। যান্ত্রিক শহর ঢাকা ছেড়ে আপাতত রয়েছেন শ্বশুরবাড়ি সিলেটে। সেখান থেকেই তিনি জানালেন, ছেলের কাঁধে চড়ে পুরো দুনিয়া ঘুরতে চান তিনি।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন। আর সেই ছবির ক্যাপশনে ছেলের কাঁধে চড়ে ঘুররতে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে ক্যাপশন দিয়েছেন।
পরী লিখেছেন, ‘আমি তোর কাঁধে চড়ে ঘুড়বো পুরো দুনিয়া। বাজান আমার,তুই তারাতারি বড় হয়ে যা তো।’
ছেলেকে নিয়ে এমন আদুরে স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সেখানে দারুণ দারুণ সব কমেন্ট করেন। ছেলের বড় হওয়া দেখতে মায়ের যে অপেক্ষা তা দেখে কেউ কেউ আবেগাপ্লুত হয়ে যান।