দেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় স্তব্ধ পুরো দেশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ভয়াবহ আগুনে এখানে বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্যবসায়ীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। আগুন, কান্নার আর হারানো ছবি এখন ফেসবুক দেয়ালে দেয়ালে। এমন ঘটনায় চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরীসহ দেশের তারকারাও ব্যথিত হয়েছেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একটি ছবিপোস্ট করে লিখেছেন, ‘জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলেপুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি রক্ষা করো।’
অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে লেখেন, ‘আহারে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার।’
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘স্বপ্ন সব শেষ, এটা আমারও তো হতে পারত। বঙ্গবাজার ঢাকা, আল্লাহ আপনি হেফাজত করুন আমাদের।’
অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন, ‘সকালটা আর শুভ হলো না! রাজধানীর বঙ্গবাজারে আগুন! বঙ্গবাজারে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। কীভাবে ওখানকার আগুন নিয়ন্ত্রণ সম্ভব ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিটসহ, যোগ দিয়েছে বিমানবাহিনী, নৌবাহিনীর সাহায্যকারী দল হেলিকপ্টারসহ আরও অনেকে! টেলিভিশনের লাইভ নিউজে আগুন এবং আহাজারি দুই ভয়াবহ। কতশত পরিবারের সর্বস্বান্ত! তাদের জীবন-জীবিকা, স্বপ্ন এবং ঈদ।’
পরিচালক রেদওয়ান রনি লিখেছেন, ‘বঙ্গবাজার পুড়ছে! কয়েক দিন পর পর ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, মানুষের জীবন বিপন্ন হয় আর ক্ষতি হয় ভয়াবহ! আমরা প্রতিবার ফেসবুকে প্রার্থনা করে করে পোস্ট দিই। কর্তৃপক্ষরাও কি সাধারণ জনগণের মতো শুধুই প্রার্থনা করেন? নাকি ভয়াবহতা প্রতিকার, প্রতিরোধের কোন পদক্ষেপ নেন? প্রতিবারের মতো এবারও স্যালুট জানাই ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকারীদের।’