আসছে ঈদে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত `প্রহেলিকা` সিনেমাটিও রয়েছে মুক্তির তালিকায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।
এছাড়াও অন্য আরেকটি সিনেমাও মুক্তি পাবে এই ঈদে। নাম `ক্যাসিনো`। সিনেমায় তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব।
বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে সিনেমার প্রচারণার পাশাপাশি কোরবানি ঈদের পরিকল্পনা নিয়েও কথা বলেন বুবলী। জানান, প্রত্যেক বারের মতো এবারেও কোরবানির গরুর নাম রেখেছেন।
বুবলী বলেন, `এবার ঈদ কাটবে আমার সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে। কারণ তার বাবা- মা আমিই। কাজের বাইরে তাকে আমার সর্বোচ্চ সময় দিতে চাই। তার আনন্দই আমার আনন্দ। এবার ঈদে আমাদের কোরবানির গরুর নামকরণ করা হয়েছে মহারাজ। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই কেটে যাবে। `
বুবলী আরও বলেন, `এবার ঈদে আমার অভিনীত "প্রহেলিকা", "ক্যাসিনো" সিনেমার পাশাপাশি "প্রিয়তমা" সিনেমাটা অবশ্যই দেখবো। `