মার্লিন টুকটুকির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘মশগুল’ গানের মিউজিক ভিডিও। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তৌফিকুল ইসলাম শাওন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মার্লিন টুকটুকি নিজেই। ‘পেন্সিলে জমা রাখা ছোট ছোট ভুলে, শহরের রাস্তাজুড়ে ফুটে থাকা ফুলে, মিশে যাওয়া নাম জানি মুছে যাবে না তো, কেমন হলে সব আগেই হারাতো, ছুঁয়ে দিলে ভুল তুমি হয়ে যায় ফুল, তোমার অরণ্যে হয়ে আছি মশগুল...। চমৎকার কথার এমন গানটি লিখেছেন খায়রুল বাবুই। গানটি প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেল স্টুডিও মাইস্ত্রোস থেকে।
মার্লিন বলেন, এটা ছিল কবিতা। খায়রুল বাবুই ভাই আমাকে পাঁচ-ছয়টি কবিতা পাঠিয়েছিলেন। সেখান থেকে এই কবিতাটি আমার ভীষণ ভালো লাগে এবং আমি ইচ্ছা প্রকাশ করি যে, এই কবিতাটি আমার কণ্ঠে গান হিসেবে প্রকাশ হোক। অনেক সুরকারকে সুর দেওয়ার জন্য পাঠালেও সুর আর হচ্ছিল না! অবশেষে সুর দিলেন তৌফিকুল ইসলাম শাওন ভাই। গানটি প্রকাশ হওয়ার পর আমি ভীষণ উচ্ছ্বাসিত। বিশেষ করে আমার জন্মদিনে (৩১ মে) গানটি প্রকাশ হয়েছে। এতে করে আমার ভালো লাগা আরও বেড়ে গেছে। জন্মদিনে নিজের মৌলিক গান প্রকাশ হওয়ায় আমি খুবই আনন্দিত।