সুদের টাকা দিতে না পারায় এক কৃষককে শিকলবন্দী করে আটকে রাখে এক সুদখোর। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় সুদখোর আব্দুল আজিজকে(৩৫) আজ ভোর ৪টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কৃষকের নাম আসাদ আলী। ভুক্তভোগীর স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার সুদের টাকা আদায়ের জন্য ভুক্তভোগী ওই কৃষককের বাড়ি থেকে তাকে জোরপূর্বক তুলে এনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকলবন্দী করে রাখে অভিযুক্ত আব্দুল আজিজ। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে রাতেই অভিযুক্তকে আটকের জন্য অভিযানে নামে পুলিশ। অবশেষে আজ ভোর ৪টার দিকে আব্দুল আজিজকে বাড়ি থেকে আটক করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নাটোরের পুলিশ সুপার।
জানা যায়, কৃষক আসাদ আলী ২০২০ সালে জমি লিজের শর্তে সুদের কারবারি আজিজের থেকে ৮০ হাজার টাকা নেন। বিগত ২ বছর যাবত সুদের টাকা ঠিক মতো পরিশোধ করলেও চলতি বছরের টাকা দিতে পারেনি কৃষক আসাদ।