রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর স্ত্রী হ/ত্যা মামলার পলাতক আসামী স্বামী রুবেল হোসেনকে(২৪) ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল( ২৯ জানুয়ারি ২০২৪) রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি পূর্বপাড়ায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর স্ত্রী হ/ত্যা মামলার মূলহোতা পলাতক আসামী মোঃ রুবেল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। রুবেল বাগমারার গনিপুর ইউপির ওমতৃ ওসমান আলীর ছেলে।
র্যাব-৫ এর প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন রডমিস্ত্রী। সে প্রায় ৭ বছর পূর্বে পারিবারিকভাবে ভিকটিম ঝর্ণা আক্তার লিপিকে (২৫) বিয়ে করে। তাদের ১টি ছেলে সন্তান রয়েছে। আসামী রুবেল একজন মাদকাসক্ত। তার গ্রামীণ ব্যাংক ও ব্যুরো বাংলাদেশ এনজিও হতে বিভিন্ন অংকের ঋণ নেয়া ছিল বিধায় হতাশাগ্রস্থ ছিল। যার প্রেক্ষিতে সংসারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এছাড়াও ভিকটিমকে অন্য কারও সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করত যার ফলে সার্বক্ষণিক পারিবারিক কলহ লেগে থাকতো। গত ২৯ তারিখ ভোর ৪.৩০ ঘটিকার দিকে আসামী তার মা ও বোনকে অন্য একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে লোহার ধারালো শাবল দিয়ে ভিকটিমের গলা, বুক ও থুতনিতে গুরুতর আঘাত করে নৃশংসভাবে খু/ন করে সকলের অগোচরে আসামী অন্যত্র পালিয়ে যায়।
র্যাব জানায় পরবর্তীতে ভিকটিমের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজশাহী জেলার বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনার প্রেক্ষিতে র্যাব তার ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি পূর্বপাড়া হতে তাকে আটক করে। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-৫।