বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সভা সমাবেশের অনুমতি পাবে না দলটি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) আপিল বিভাগের ১নং কোর্টে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যু এবং মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আপিল বিভাগে শুনানি শেষে জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা বহাল রাখে এবং আদালত অবমাননার বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট, ২০২৩ দিন ধার্য করেন।