দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া বেশ কষ্টদায়ক এক অসুখ। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ লোক কোনো না কোনোভাবে এই রোগে ভুগেন। এ রোগের নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। যদিও এটা প্রাথমিক যত্নের ফলে সারিয়ে তোলা সম্ভব অন্যদিকে কখনও কখনও প্রয়োজন পড়ে চিকিৎসার। কোন পর্যায়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেটাও বুতে হবে।
কারণ: মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান কারণ হলো মাড়ির লাইনে প্ল্যাক গঠন হওয়া। এতে মাড়িতে প্রদাহ হতে পারে, জিহ্বা মাড়ি ফুলে যেতে পারে।
মাড়ি দিয়ে রক্ত পড়ার অন্য কারণগুলো হলো :
১. রক্তপাতের যেকোনো অস্বাভাবিকতা
২. জোরে জোরে দাঁত ব্রাশ করা
৩. গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন
৪. ঠিকমতো কৃত্রিম দাঁত না বসা
৫. ঠিকমতো ফ্লসিং না করা
৬. দাঁতে বা মাড়িতে ইনফেকশন
৭. লিউকোমিয়া, এক ধরনের রক্তের ক্যানসার
৮. স্কার্ভি, ভিটামিন সি-এর ঘাটতি
৯. রক্ত পাতলাকারী ওষুধ
১০. ভিটামিন কে-এর ঘাটতি
মাড়ি দিয়ে রক্ত পড়লে যা করবেন :
১. রোগীকে বসিয়ে মাথা আঘাতের দিকে নিচু করুন, যাতে রক্ত বেরিয়ে যেতে পারে।
২. একটা পুরু প্যাড অথবা গজ বা পরিষ্কার কাপড় রাখুন। তবে সেটি রক্তপাতের গর্তে ঢোকাবেন না। প্যাডে পুরু হতে হবে।
৩. রোগী প্যাডটি আঙুলের সাহায্যে জায়গামতো ধরে ১০-২০ মিনিট পর প্যাড পরিবর্তন করবেন, যদি কখনো গর্ত থেকে রক্ত বের হতে থাকে।
৪. মুখ পরিষ্কার করবেন না, তাতে রক্ত জমাটের কাজে সমস্যা হতে পারে।
৫. পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে কোনো ধরনের গরম পানীয় খাবেন না।
ডাক্তার দেখাবেন যখন :
১. যদি রক্তপাত তীব্র হয় কিংবা দীর্ঘ সময় ধরে হতে থাকে।
২. চিকিৎসা করার পরও যদি আপনার মাড়ি থেকে অবিরাম রক্ত বের হতে থাকে।