কাশিমপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু করেছে। ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সাংবাদিক গড়ার লক্ষ্যে সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী সংবাদকর্মীদের সুসংগঠিত রাখতে যাত্রা শুরু করলো কাশিমপুর মডেল প্রেসক্লাব।
মঙ্গলবার সন্ধ্যায় কাবাব প্যালেস রেস্টুরেন্টে সকল সদস্যের সমন্বয়ে কাশিমপুর মডেল প্রেসক্লাব এর কার্য-নির্বাহী কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানুষের কল্যাণে সর্বদা, ঐক্যই শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে কাশিমপুর মডেল প্রেসক্লাব।
বাংলা টিভির কাশিমপুর প্রতিনিধি মোঃ হাসান সরকারকে সভাপতি এবং সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মারুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কাশিমপুর মডেল প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
বুধবার ৪ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানার জিরানী বাজার কাবাব প্যালেস রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়।
কাশিমপুর মডেল প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা হলেন- সভাপতি, বাংলা টিভি কাশিমপুর প্রতিনিধি মো: হাসান সরকার , সিনিয়র সহ-সভাপতি, আজকের জনবানীর মো: আরিফুল ইসলাম খান শাহীন, সহ-সভাপতি দৈনিক দেশে প্রতিদিনের বিল্লাল হোসেন সাজু, সাধারণ সম্পাদক সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার সম্পাদক মারুক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক দেশ বাংলার নূরে আলম সিদ্দিকী মানু ও আজকের বসুন্ধরার রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার মোত্তাকিম সিকদার রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকন্ঠ পত্রিকার শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার জামাল আহমেদ, প্রচার সম্পাদক দৈনিক দেশ বার্তা পত্রিকার সাহাজ্জদ্দিন সুমন, দপ্তর বিষয়ক সম্পাদক দৈনিক সময় বায়ান্ন পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক জাগো জনতা পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ ইউসুফ আলী খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ই-টেন টিভির শাকিল আহমেদ সুজন, আইন বিষয়ক সম্পাদক দৈনিক অগ্নি শিখা পত্রিকার মোঃ বিপ্লব হোসেন ফারুক, মহিলা বিষয়ক সম্পাদিকা দৈনিক আমার সংবাদ পত্রিকার মানসুরা আক্তার কাকলি, কার্যনির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার হাবিবুল বাসার সুমন, দৈনিক একুশে বানী পত্রিকার সুকুমার রায় শুভ, দৈনিক নতুন সময় পত্রিকার জসীমউদ্দীন।
এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার হাসমত, দৈনিক দিনের আলো পত্রিকার আলী হায়দার, ঢাকা ক্যানভাস এর সোহরাব হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাব্বির আহমেদ, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সেকান্দার আলী, খোলা নিউজ বিডির দেবাশীষ বিশ্বাস, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার আমিনুল ইসলাম, এইচ টিভির আব্দুর রহিম, দৈনিক সত্য প্রকাশ এর আরমান হোসেন, ও দৈনিক আজকের উত্তরা পত্রিকার রুবেল চৌধুরী। উক্ত অনুষ্ঠান শেষে জমকালো আয়োজনে প্রীতিভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।