তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরস্পর যোগসাজসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ট্রাকে করে বহন করে। তারা নিজের কাছে রেখে অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভেতরে বস্তায় রেখে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।