বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টঙ্গীর নতুন বাজারে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, অভিযানে যথাযথ মূল্য তালিকা এবং কেনা-বেচার রশিদ না থাকায় পাঁচ ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় থেকে উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এই দাম নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। যে ব্যবসায়ীরা ডিমের ধার্য এ দাম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।