রাজবাড়ীতে কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত
22, July, 2023, 5:32:46:PM
স্টাফ রিপোর্টার :
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ জুলাই) দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধিদল কুলখানিতে অংশ নেন। প্রতিনিধিদলে ছিলেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা প্রমুখ।
মরহুমের শোকাহত বাবা-মা, স্ত্রী ও একমাত্র কন্যাকে সান্ত্বনা দেন নূরে আলম সিদ্দিকী হক। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম সর্বদা পরিবারটির পাশে থাকবে বলে এসময় তাদের আশ্বস্ত করেন তিনি।
ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান এম এ কুদ্দুসের সহধর্মিণী তানিয়া সুলতানা বিথী। এসময় দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন তিনি। পরে মরহুমের কবর জিয়ারত করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতারা।
উল্লেখ্য, গত শনিবার সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তিকাল করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র এম এ কুদ্দুস। দৈনিক সংবাদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। তার অঙ্কিত কার্টুন বিভিন্ন সময় জনসচেতনতা তৈরির পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের মধ্যে আতঙ্ক তৈরি করে।