স্বাধীন বাংলা ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন জাদুঘরে জায়গা পেল ‘শিশু ট্রাম্পের’ আদলে বানানো ব্যঙ্গমূর্তি বেবি ব্লিম্প । ২০১৮ সালের যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে বিক্ষোভ হয়েছিল।
বিক্ষোভকারীরা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন। মিছিলের মতো শোভাযাত্রা করেছিলেন। সবকিছু ছাপিয়ে সে সময় এই বেবি ব্লিম্পই হয়ে উঠেছিল প্রতিবাদের কেন্দ্রবিন্দু।
লন্ডন জাদুঘরের পরিচালক শ্যারন এমেন্ট বলেন, বেবি ব্লিম্পটি সংগ্রহ করার মাধ্যমে আমরা ঐ আন্দোলন স্মরণ করতে পারছি যা পুরো শহরজুড়ে হয়েছিল। আমরা আশা করি এই বেবি ব্লিম্প ট্রাম্পের বিপক্ষে লন্ডনে যে আন্দোলন হয়েছিলো তার কথা মনে করিয়ে দেবে।
নিকট সময়েই যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামি ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।