স্বাধীন বাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাস বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিপর্যস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের দেশ ইতালিও। সেখানে এ পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার ৯১৫ জন আক্রান্ত হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতালি সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে নাইট ক্লাব ও ডিসকো বন্ধ করা এবং রাতে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
গতকাল রবিবার সেদেশের স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা স্বাক্ষরিত এক ডিক্রি জারি করা হয়েছে। এতে বলা হয় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত যারা বাইরে যাবেন তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নাইট ক্লাব ও ডিসকো বন্ধ থাকবে। ১৭ আগস্ট থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
ইতালিতে রয়েছে ৩ হাজার নাইট ক্লাব। এতে প্রায় ৫০ হাজার মানুষ কাজ করে। সরকার তাদের ক্ষতিপূরণ দেবে।