শাবিপ্রবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সফ্ট ওপেনিং রোববার
11, November, 2023, 5:55:2:PM
শান্ত তারা আদনান, শাবিপ্রবি:
বহুল প্রতীক্ষার পর চালু হওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সপ্ট ওপেনিং অনুষ্ঠিত হবে রোববার। চারটি ব্লক মিলিয়ে মোট ১২০ টি কক্ষের এ হলে ছাত্রী ধারণক্ষমতা ৪৮০ জন। রবিবার সকাল এগারোটায় সপ্ট ওপেনিং করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে গত শুক্রবার আমেজ আর আনন্দঘণ মুহূর্ত নিয়ে এদিন সকালে হলের সামনে নিজেদের জিনিসপত্র নিয়ে জড়ো হয় ছাত্রীরা। পরে হল কর্তৃপক্ষের নির্দেশনা অনুয়াযী নিজ নিজ পরিচয় পত্র প্রদর্শন করে হলে ঢুকেন তাঁরা। এরপর নাম এন্ট্রি শেষে আঙ্গুলের ছাপ দিয়ে নিজ নিজ কক্ষের চাবি বুঝে নেন ছাত্রীরা। হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, নির্দেশনা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(এমপি) হলটি উদ্বোধন করবেন। তবে রবিবার(১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ হলটির প্রাথমিকভাবে ছাত্রীদের জন্য Soft opening করবেন।