বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেনের জম্মদিন অনাড়ম্বর কর্মসূচীর মাধ্যমে উদ্যাপন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান।
শুক্রবার(১০ নভেম্বর) খলিলের পালিত এসব কর্মসূচী হিসেবে ছিল আনন্দ শোভাযাত্রা, স্কুলের শিক্ষার্থী শিক্ষা উপকরণ বিতরণ ও মিলাদ মাহফিল।
এ বিষয়ে খলিলুর রহমান বলেন, আজকে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হোসাইন সাদ্দাম ভাইয়ের জম্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীর মধ্যে আনন্দ বিরাজ করেছে। তারেই অংশ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচী পালন করেছি। আমরা ১২টার দিকে আনন্দ শোভাযাত্রা করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে কেক কেটেছি তার পর বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি তার পর বৃক্ষ রোপণ এবং বিকাল ৪টায় কীন স্কুলের বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করেছি।
উল্লেখ্য, সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
সাদ্দামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
মননশীল ও সৃজনশীল ছাত্রনেতা, শিক্ষার্থীবান্ধব আচরণ, আপসহীন, বাকপটু, সুবক্তা, ছাত্রদের যেকোনো সমস্যায় এগিয়ে আসা, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে অনন্য সম্পর্ক স্থাপন, প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী হওয়া ইত্যাদি নানা কারণে সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ছাত্রলীগের কমিটি গঠনের পূর্বে সবচেয়ে আলোচিত নাম ছিল সাদ্দাম হোসেন।