শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সংগীত বিষয়ক সংগঠন নোঙরের ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জুনাঈদ হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সাজ্জাদ মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাফিন রিদোয়ান, সহ-সভাপতি সাঈদা সুলতানা ফ্লোরা, সজীব খান, অমিত রায়। সহ-সাধারণ সম্পাদক আফাজ খান, সামাউন ফারদিন, তাইমুর সালেহীন তাউস। সাংগঠনিক সম্পাদক বিনায়ক রায়। ব্যান্ড লিডার অর্ঘ্য মহলদার, অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড লিডার আন্দালিব তারিফ আবাবা, ব্যান্ড ম্যানেজার তারেক হোসাইন সরকার। অর্থ সম্পাদক রুবেল হোসাইন। হিউম্যানিটি সেইকের প্রধান মোহাম্মদ রবি। মেটাল ফ্যান ক্লাবের প্রধান সজীব শেহজাদ হাসান। মিউজিক স্কুলের প্রধান স্বন্দীপ শান্ত এবং ভিজুয়্যাল আর্টসের প্রধান জাকিয়া সুলতানা।
দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন আল-আজাদ, পাবলিকেশন সম্পাদক অভিজিত পাল, আইটি এবং আর্কাইভ সম্পাদক মিজানুর রহমান, পাবলিক রিলেশন্স সম্পাদক তাজিমুল ইসলাম, অফিস সম্পাদক নাজিম উদ্দিন আল-আজাদ।
উল্লেখ্য, শুক্রবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় মিলনায়তনে’ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত জুনিয়র বরণ অনুষ্ঠানে এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।