মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আ’লামীন মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর এবাদত করার জন্য। আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের নির্দেশিত পথে পরিচালিত হবার জন্য। কেবল নবী-রাসুলগণের বাতলে দেওয়া রাস্তাই হলো সঠিক রাস্তা। কিন্তু মানুষ পৃথিবীতে এসে নানা ধরণের পাপাচারে লিপ্ত হয়ে যায়। পথভ্রষ্ঠ হয়ে পড়ে। পৃথিবীতে আসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে গোমরাহীতে চলে যায়।
অনেক সময় মানুষ তার ভুল পথ কর্ম থেকে নিজেকে ফিরিয়ে আল্লাহর রাস্তায় চলতে আগ্রহী হয়। দ্বীনের পথে যাত্রা শুরু করে। কিন্তু পূর্বেকার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য ব্যাকুল হয়ে ওঠে।
মানুষের পাহাড়সম গোনাহ মাফির জন্য আল্লাহ রাব্বুল আ’লামীন কিছু দোয়া বাতলে দিয়েছেন যাতে মানুষ এসব দোয়ার মাধ্যমে নিজের অপরাধের জন্য আল্লাহ তা’য়ালার কাছে ক্ষমা প্রার্থনা করে। এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়।
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার এবং ‘আল্লাহু আকবার’ ৩৩ বার পড়বে। আর এভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে-
অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। তিনি একক ও তার কোনো অংশীদার নেই। সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনিই। সব প্রশংসা তারই প্রাপ্য। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।’
তা হলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়।’ (মুসলিম)