ঢাকার তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তানের একটি তাবলিগ জামাত। গতকাল রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা কাকরাইল মসজিদে যায়। বাংলাদেশের তাবলীগের মুরব্বিরা তাদের স্বাগত জানান।
বিশ^ ইজতেমার আয়োজকরা জানান, আগামী ২ ফেব্রুয়ারি বিশ^ ইজতেমার ২ পর্বের প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্বে প্রায় ১২ হাজার বিদেশি অতিথি যোগ দেয়ার কথা রয়েছে।
জানা যায়, আফগানিস্তান থেকে আগত ৪২ জনের এ জামাতে বর্তমান আফগান সরকারে সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা রয়েছেন। বিদেশি এ জামাতের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের তাবলিগের আমির কারি মুহাম্মদ আগাহ খান। ধারণা করা হচ্ছে ইজতেমার আগে আরো বেশ কিছু আফগান জামাত বাংলাদেশে আসবে।
গত তিন বছর থেকে আফগানিস্তানের নানান প্রাদেশিক ইজতেমায় বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরুব্বি আলেমরা নিয়মিত অংশ নিচ্ছেন।