নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই বাড়ছে গাড়ির সংখ্যা । সবশেষ ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এইসব যানবাহন থেকে টোল এসেছে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত গাড়ি চলাচল করেছে ৩০ হাজার ৯১৯টি। এ সব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি জানান, এই উড়াল সড়ক দিয়ে চলাচল করা যানবাহনের মধ্যে বেশির ভাগই প্রাইভেট কার।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রবিবার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই দিন ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টা) যানবাহন চলাচল করেছে ২২ হাজার ৮০৫টি আর টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।
সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই উড়াল সড়কে চলাচল করা যানবাহনের সংখ্যা ছিল ২৭ হাজার ১২১টি এবং টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।
গত ২৪ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা-বনানী-মহাখালী-ফার্মগেটে চলাচল করা গাড়ির সংখ্যা ১৫ হাজার ৬৯০টি, কুড়িল-বনানী-ফার্মগেট ৩ হাজার ৬১৯টি, বনানী-কুড়িল-কাওলা ২ হাজার ৮৯৮টি এবং ফার্মগেট-মহাখালী-বনানী-কুড়িল-কাওলা ৮ হাজার ৭১২টি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওর ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন।
রবিবার উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি সারা দিন।