মাঝে মধ্যেই বিভিন্ন মিডিয়ার শিরোনাম দেখা যায়, ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার। পুলিশ যদি এভাবে মাদক কারবারের সাথে জড়িত হয়ে থাকে, তাহলে দেশ থেকে মাদক নির্মুল করা সম্ভব নয়। মাদকের ব্যবসা এখন আর সাধারণ পাবলিকের মধ্যে নেই। এ ব্যবসা এখন উচ্চ পর্যায়ে চলে গেছে। ইয়াবা ব্যবসা নিজের বাসনা ও সুবিধামতো করার সুযোগ ও সাহস দেশে কারোরই নেই। কতিপয় অসৎ পুলিশই পাবলিক দিয়ে ইয়াবা ব্যবসা করিয়ে থাকে। এ কারণেই দেশে ইয়ারা ব্যবসা জমজমাট।
প্রশাসনের লোকজন জড়িয়ে পরার কারণেই সারা দেশে মাদকদ্রব্য এখন সহজলভ্য! কতিপয় পুলিশই নির্বিঘœ পাচারের নিরাপত্তা বেষ্টনির সাথে সাধারণ মানুষের সহযোগে দেশে মাদক ব্যবসা জিইয়ে রেখেছে। সম্প্রতি চট্টগ্রামের সিজিএস কলোনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিদ্দিকুরকে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, আর কেউ জড়িত আছেন কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এর আগে গত বছরের ৩১ আগস্ট নগরের কোতোয়ালি থানার লালদীঘির পাড় পুরোনো গির্জা লেনের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন জহিরুল ইসলাম, পলাশ ভট্টাচার্য ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে জহিরুল পুলিশ কনস্টেবল। তিনি চট্টগ্রাম আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন (জিআরও) শাখায় কর্মরত ছিলেন।
গ্রেপ্তারের পর তিনি কোতোয়ালি থানার পুলিশকে জানান, বিক্রির জন্য ইয়াবাগুলো তার কাছে রেখেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল ওয়াদুদ। পলাশ ও আনোয়ার এগুলো কেনার জন্য এসেছিলেন। মাদকদ্রব্য পরিবহনের কাজ পুলিশে নয়। পুলিশের কাজ, মাদকদ্রব্য সনাক্তকরণ ও আটক করা। কিন্তু কতিপয় পুলিশ আটকে গেছে মাদকের অধিক মুনাফার চোরাগলিতে! একটি বিষয় ভাবতে অবাক লাগে! এই পুলিশই আবার মাদকের খোঁজে ও তল্লাশির নামে হয়রানি করে থাকে নিরীহ মানুষদের। পুলিশ নিজের পকেটের ইয়াবা সাধারণ মানুষের পকেটে পুড়িয়ে তাদের দোষী সাব্যস্ত করে, মামলা ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করে থাকে।
ইতোপূর্বে মাদক নির্মূলে কয়েক যুগের ব্যর্থতা, অসহায়ত্ব আর উদ্বেগের কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল ইখতেখার উদ্দিন। ২ জানুয়ারি ২০১৮ রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে সংস্থাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছিন, ‘মাদক ব্যবসায়ীরা সমাজে প্রতিষ্ঠিত ও অনেক শক্তিশালী। তাদের ধারেকাছেও যাওয়া যাচ্ছে না।’ এছাড়াও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান তীক্ত, আবেগী, সাহসী, সত্য ভাষণ হলেও অত্যন্ত জোড়ালোভাবে বলেছিলেন, ‘মাদকের সঙ্গে যুক্তদের ধরে ধরে গুলি করাই একমাত্র সমাধান হতে পারে।’