রবিবার, ১৫ সেপ্টেম্বর 2024 বাংলার জন্য ক্লিক করুন
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শিল্প সাহিত্য -
                                                                                                                                                                                                                                                                                                                                 
ব্রাহ্মণবাড়িয়ায় ‘মঞ্জুকেশিনী’ বইয়ের মোড়ক উন্মোচন

হালিমা খানম, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় হেমন্ত বই পার্বণে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের মঞ্জুকেশিনী বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে নির্ঝর সৃজনশীল সাহিত্যচর্চা পাঠশালা’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাছির দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ মনির হোসেন, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান৷

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ মাহমুদুর রহমান, সড়ক ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, কবি জয়দুল হোসেন, কবি মানবন্ধর্বন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভার প্যানেল মেয়র-১ মিজানুর রহমান আনসারী, প্যানেল মেয়র-৩ ও ৮ নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোঃ শাহীন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাবিবুর রহমান পারভেজ, আবৃত্তি ব্যাক্তিত্ব কাজী নাজমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শারমিন সুলতানা, সিটি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল সহ আরো অনেকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷

এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোঃ আব্দুল কুদ্দুসের কবিতা মঞ্জুকেশিনী বইয়ের মোড়ক উন্মোচন করেন৷ পরে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করা হয়৷ পাশাপাশি চা চক্র ও পিঠার আয়োজন করা হয়৷

ব্রাহ্মণবাড়িয়ায় ‘মঞ্জুকেশিনী’ বইয়ের মোড়ক উন্মোচন
                                  

হালিমা খানম, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় হেমন্ত বই পার্বণে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের মঞ্জুকেশিনী বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে নির্ঝর সৃজনশীল সাহিত্যচর্চা পাঠশালা’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাছির দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ মনির হোসেন, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান৷

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ মাহমুদুর রহমান, সড়ক ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, কবি জয়দুল হোসেন, কবি মানবন্ধর্বন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভার প্যানেল মেয়র-১ মিজানুর রহমান আনসারী, প্যানেল মেয়র-৩ ও ৮ নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোঃ শাহীন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাবিবুর রহমান পারভেজ, আবৃত্তি ব্যাক্তিত্ব কাজী নাজমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শারমিন সুলতানা, সিটি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল সহ আরো অনেকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷

এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোঃ আব্দুল কুদ্দুসের কবিতা মঞ্জুকেশিনী বইয়ের মোড়ক উন্মোচন করেন৷ পরে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করা হয়৷ পাশাপাশি চা চক্র ও পিঠার আয়োজন করা হয়৷

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন পালন
                                  

রোকুনুজ্জামান খান, গাজীপর:

গাজীপুর সদর উপজেলার পিরুজালী নুহাশ পল্লীতে নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে রাতে মোমবাতি প্রজ্বলন, সকালে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করল তাঁর পরিবার, স্বজন, নুহাপল্লীর স্টাফ, ভক্ত ও পাঠকরা।

জন্মদনি পালন উপলক্ষে প্রথমে রাত ১২টা ১ মিনিটে পুরো নুহাশ পল্লীতে রাতে লেখকের সমাধিতে ১০৭৫টি মোমবাতি প্রজ্বলন করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তক অর্পণ করা হয়। এসময় সকালে কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন, হুমায়ুনের দুই সন্তান নিনিদ ও নিষাদ সহ বিপুল সংখ্যক হুমায়ুন ভক্তরা। পরে তাঁর আত্মার মাগফরিাত কামনা করে দোয়া করা হয়।

পরে দুপুর ১২ টায় লেখকের প্রিয় নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়।

জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে সকলের প্রবেশ উম্মুক্ত ছিল। ভক্তরা দিনভর তাদের প্রিয় লেখকের হাতে গড়া নুহাশপল্লী ঘুরে ঘুরে দেখেন। হুমায়ুন ভক্ত পাঠকরা ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন বলে জানান।

লেখকের ভক্তরা জানালেন, হুমায়ুন স্যার কখনো হারিয়ে যাবেন না। যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা সাহিত্য থাকবে তদিন হুমায়ুন বেঁচে থাকবেন লক্ষ লক্ষ পাঠকের হৃদয়ে। তারঁ সৃষ্টির প্রতিটি চরিত্রের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমাদের পথ দেখাবেন।

মেহের আফরোজ শাওন বলেন, বর্তমানে শুদ্ধ সাহিত্য চর্চার আগে প্রয়োজন বাংলা ভাষার শুদ্ধ চর্চা। হুমায়ূন আহমেদের দর্শনে উদ্ধুদ্ধ হয়ে সর্বস্তরে শুদ্ধতম বাংলা ভাষার চর্চাটা যেন অব্যাহত থাকে এমন প্রত্যাশা করেন তিনি।

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান। পরে তিনিই ছেলের নাম বদলে রাখেন হুমায়ুন আহমেদ। দূরারোগ্য ক্যান্সারে ভুগে ২০১২ সালরে ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এরপর গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।

চৈত্রের গরম
                                  


কাজল আক্তার নিশি

চৈত্র দিনের গরম হাওয়ায়
গায় না পাখি গান,
গরম লেগে অতিষ্ঠ হয়
সব মানুষের প্রাণ!

জল শুকিয়ে কেমন যেন
মাটি ফেটে যায়,
কৃষক চাচা দেখে তাহা
করে যে হায় হায়!

চৈত্র দিনে সূর্য মামার
গায়ে উঠে জ্বর,
জ্বরের তাপে জ্বলে পুড়ে
সকল জীবের গতর!

বইমেলায় হাসান সোহেলের দ্বিতীয় জন্ম
                                  

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩। কারুকাজ প্রকাশনী হাসান সোহেল এর অনবদ্য রচনা দ্বিতীয় জন্ম প্রকাশ করেছেন। যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী পাঠক সমাদৃত।  

প্রতিদিন সারা দেশ থেকে শয়ে শয়ে মানুষ অস্ত্রের মুখে ভিড় জমায় মৃত্যুপুরীতে। কেউ পঙ্গুত্ব বরণ করে। কেউ আমৃত্যু মৃত্যু চিহ্ন বয়ে বেড়ায়। বাঁচার আকুতি মুখ থুবড়ে পড়ে উদ্বাস্তু জীবন।

আর সমাজের দুধারী তলোয়ার হিসেবে দাঁড়িয়ে যায় একশ্রেণীর সুবিধাবাদী সম্প্রদায়। যার জুলুম নির্যাতন অন্যায় অত্যাচারে নিষ্পেষিত ও জর্জরিত হয় সাধারণ মানুষ। এ যেন জাহান্নামের গহব্বরে বেঁচে থাকার আরেক নাম। যার বাস্তব প্রতিফলন দ্বিতীয় জন্ম গ্রন্থটি।

অমর একুশে গ্রন্থমালা ২০২৩। গ্রন্থটি পাওয়া যাবে কারুকাজ প্রকাশনী ৩১৮ নং স্টলে। গ্রন্থটি পড়লে পাঠক হৃদয়কে আলোড়িত করবে। ইনশাআল্লাহ।

ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
                                  

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস পরিস্থিতির প্রভাব কমে আসায় পর এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে চলছে ব্যস্ত সময়। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ প্রস্ততির কাজ শেষ হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গতকাল বিকালে মেলার প্রস্তুতি কাজ সরেজমিন দেখার জন্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। নির্ধারিত সময়ের আগে সব কাজ সম্পন্ন হবে বলে একাডেমি সূত্র জানিয়েছে।

এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
 
আগামী ১ ফেব্রুয়ারির বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।।

বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক এবং অমর একুশে বইমেলার সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম জানান, মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে  অমর একুশে বইমেলার জন্য প্রত্যেক সেক্টর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এবারো একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরূল হুদাকে সভাপতি করে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নানা বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘বাংলা একাডেমির মূল কাজ অমর একুশে বইমেলা কার্যক্রম পরিচালনা করা নয়। এটি  প্রকৃতপক্ষে একটি গবেষণা প্রতিষ্ঠান । বাংলা একাডেমি তো বাইরের প্রকাশনার দায়িত্ব নিতে পারে না। বিভিন্ন ধরনের প্রকাশনা বইমেলায় আসছে, সবকিছু মনিটর করা একাডেমির পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সরকারিভাবে নীতিমালা থাকা প্রয়োজন। সরকারী কোন সেল থাকলে এবং সরকারীভাবে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে ভালো হয়।’

তিনি বলেন, ‘মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে গত ১৯ জানুয়ারি আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসারে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। এবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে, বইমেলার প্রথম দিন থেকেই টাস্কফোর্স যেন সঠিকভাবে বিষয়গুলো মনিটরিং করে। বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দে’কে আহবায়ক করে সাত সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই কমিটি কপিরাইট আইন ও বইমেলা নীতিমালার প্রতিপালন পর্যবেক্ষণ এবং কপিরাইট আইন ও বইমেলা নীতিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

এবার বইমেলায় কিছু আঙ্গিকগত পরিবর্তন হয়েছে উল্লেখ করে সদস্যসচিব বলেন, ‘মেলার পুরো বিন্যাসই পরিবর্তন করা হয়েছে। মেলায় মূল মঞ্চ থাকবে বাংলা একাডেমি অংশে। আর গ্রন্থ উন্মোচন ও লেখক বলছি মঞ্চ থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের অংশে। বেশি স্টল ও প্যাভেলিয়ন থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে।’

মেট্রারেলের কারণে বিগত সময়ে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট সংলগ্ন যে ১৮২টি স্টল ও ১১ টা প্যাভেলিয়ন ছিল তা এবার সরিয়ে এনে সোহরাওয়ার্দীর মূল কেন্দ্রে স্থাপন করা হয়েছে। আর সেই স্থানে ফুডকোর্ট সহ নানা সেবাদাতা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে।

আগে যেখানে মেলার প্রধান প্রবেশ পথ ছিল তা পরিবর্তন করা হয়েছে। আগেকার সেই প্রবেশ  ফটক এবার প্রস্থানের  জন্য রাখা হয়েছে। মূল প্রবেশদ্বার রাখা হয়েছে বাংলা একাডেমির উল্টো দিকে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আগতরা  মেলায় প্রবেশ করবে। এবার মেলায় আগতদের জন্য নির্দিষ্ট স্টল খুঁজে পেতে ডিজিটাল বোর্ডসহ প্ল্যাকার্ড এর ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে ম্যাপ থাকবে এবং বিভিন্ন বইয়ের প্রচ্ছদ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে অমর একুশে বইমেলা সংক্রান্ত নীতিমালা একাডেমির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এবারের মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৪৭০ টি প্রতিষ্ঠানের স্টল থাকছে। এরমধ্যে ৩৬৭ টি সাধারণ প্রতিষ্ঠান, শিশু চত্ত্বর ৬৯ টি প্রতিষ্ঠান এবং প্যাভেলিয়ন আছে ৩৪ টি। অন্যদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাধারণ প্রতিষ্ঠান ১০৩ টি ও প্যাভেলিয়ন আছে ১৪৭ টি। সবমিলিয়ে ৫৭৩ টি প্রতিষ্ঠান এবং সর্বমোট ৭০৪ টি (প্যাভেলিয়ন বাদে) স্টল থাকছে। এছাড়া ফুডকোর্ট, নামাজের জায়গা, ওয়াশরুম পর্যাপ্ত পরিমাণে রয়েছে।  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে  বইমেলার চারপাশে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের নিরাপত্তা বুহ্য।

মূল গেট থেকে ঢুকেই শিশু চত্বর পাওয়া যাবে। সেখানে সিসিমপুরসহ শিশুদের আনন্দ ও বিনোদনের জন্য নানা আয়োজন থাকবে। মাসব্যাপী  অমর একুশে বইমেলা বিকাল ৩টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বইমেলা চলবে। ৯টায় আলো নিভিয়ে দেওয়া হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য  গোলাম কুদ্দুস জানান, বইমেলা বাঙালির প্রাণের মেলা। এটি বাঙালির জাতিসত্ত্বার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রতিবছরই বাংলা একাডেমির বইমেলা দর্শক,পাঠক এবং প্রকাশকের সংখ্যাও দিন দিন বাড়ছে। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরামর্শে অমর একুশে বই মেলাকে বাংলা একাডেমির চত্ত্বরের বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে গত কয়েক বছর আগে সম্প্রসারিত করা
হয়েছে।

তিনি বলেন, ‘করোনা সংকট কাটিয়ে মানুষ আবার বইমেলা মুখী হয়েছে। সেভাবেই এবারের বইমেলার আয়োজন চলছে। বিশ্বাস করি, নতুন পাঠক ক্রেতা এবং প্রকাশকদের যৌথ উদ্যোগে এবং বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে একটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করি।’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি ও প্রকাশনা সংস্থা  পুঁথি নিলয়ের স্বত্তাধিকারী শ্যামল পাল জানান, এবারের বইমেলায় গতকাল লটারীর মাধ্যমে প্যাভেলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকাশকদের জন্য বইমেলা আয়ের উৎস। আশা রাখছি এবারের বইমেলা জমবে। তবে,কাগজের দাম বৃদ্ধির কারণে এবারের বইয়ের দাম কিছুটা বেড়ে যাবে।

উল্লেখ্য, সংক্রমণের বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্য সচেতনতাকে গুরুত্ব দিয়ে ২০২১ সালে মেলা শুরু হয় মার্চে। আর পরের বছর ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। ২০২০ সালে একদিন পিছিয়ে মেলা শুরু হয়েছিল। প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট থাকায় তা একদিন পিছিয়ে শুরু
হয়েছিল।

এবারের বইমেলার শেষে ২০২২  সালে প্রকাশিত বিষয় ও গুণগত মানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থের মধ্য থেকে দেয়া হবে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’। এছাড়া প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য দেয়া হবে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’। প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচার করে সর্বাধিক গ্রন্থের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ দেয়া হবে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানকে। এর বাইরে ২০২৩ সালে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক অঙ্গসজ্জায় সর্বশ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।

আধার রাতের একটুকরো আলো
                                  

মা  ঘরে কি খাওয়ার কিছু আছে থাকলে একটু খেতে দাও মা খুব ক্ষুধা লাগছে (ক্ষুধায় কাতর হয়ে বললো আনিকা)।
মা বললেন, একটু ধৈর্য ধর না মা, এইতো শ্রাবণ আইলো বলে। এই বলে মুখে আঁচল দিয়ে কেঁদে উঠলো।
আজ তিনদিন হলো ঘরে আগুন জ্বলে না। পাড়া প্রতিবেশীরাও খোঁজ খবর নেয় না। সারাদিন খেটে খেটেও কেউ চারডো ভাত পর্যন্ত দেয় না।
এর মধ্যে ই শ্রাবণ বাড়িতে এসে মাকে বলল,
-মা ও মা দেখে যাও ঐ পারায় একজনের বাড়ি কাজ কইরা এই কয়ডো হানি চাল দিছে।
রান্ধন চরাও আজকে খুব তৃপ্তি করে খামু।
রাহেলা বেগম বললেন,
-হো বাপ, তুই পুকুরে ডুব দিয়া আয় আমি রান্ধন চড়াই। এই বলে চলে যায়।
শ্রাবণ ও ডুব দিতে চলে যায়।

এবার পরিচয় আসি
আমি শ্রাবণ, আমার একটা বোন আর মাকে নিয়ে থাকি। আমার বাবা মারা গেছে আজ থেকে তিন বছর আগে। তার একটা রোগ ছিল তার পিছনে ই আমাদের যা ছিল সব ফুরে গেছে। এখন আমরা একদিন খাই তো দুই তিন দিন খাইতে পারি না। আমি কালো বলে কেউ আমারে পছন্দ করে না। কেউ কাজও দিতে চায় না। এখন কি করব ভেবে পাচ্ছি না।
পরিচয় দেওয়া শেষ।
এই দিকে জমিদার বাড়িতে
-কি ব্যাপার মামনি তুমি নাকি খাবার খাওনি কিন্তু কেন? আয়নাল বললেন (যিনি পরির বাবা)।
পরি বললো,
-আব্বু আমি কতো দিন পর গ্রামে এসেছি। আমি গ্রামটা ঘুরে দেখবো। বাট তোমরা তো রাজি হচ্ছো না তাই আমি খাবার খাব না।
আয়নাল বলল,
-কে আমার মামনীকে নিষেধ করেছে। তোমাকে তোমার রতনা আপু পুরা গ্রাম ঘুরিয়ে আনবে- কথা দিলাম।
পরি খুশি হয়ে বলল,
-ধন্যবাদ আব্বু এই বলে খাবার খেতে যাই।

এবার পরিচয় আসা যাক
ইনি গল্পের নায়িকা পরি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। জমিদারের চোখের মনি। সবাই খুব ভালোবাসে। লেখাপড়ার জন্য শহরে থাকে মামার বাসায়। অনেক দিন পর গ্রামে আসলো। নাম যেমন সুন্দর দেখতে ও তেমন সুন্দর। পরিচয় দিতে দিতে খাওয়া শেষ হলো।
শ্রাবন বাড়িতে গিয়ে মা বোনকে নিয়ে আলু ভর্তা, শাক ভাজি দিয়ে ভাত খেল তৃপ্তি সহকারে। খেয়ে দেয়ে চলে গেল কাজে চাল নিয়ে আসার সময় বলেছিল,
আজকে সারাদিন আমার বাড়িতে কাজ করন লাগবো।
শ্রাবণকে দেখে বাড়ির মালিক বললেন,
-চাল নিয়ে যাওনের সময় তো তাড়াতাড়ি ই গেলি, এহন আসতি এতো টাইম লাগলো কেন? এই বলে কয়েকটা গালি দিয়ে চলে গেল।
শ্রাবণ এখন আর কাঁদে না, আর কষ্ট ও পায়না, ওর সব সহ্য হয়ে গেছে।
কিন্তু এই কথা পরি শুনে বলল,
রতনা আপু এই ছেলেটাকে এতো নিম্ন ভাষায় গালিগালাজ করছে কেন?
ওদের এটা প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছেরে পরি। সবাই ওদের গালিগালাজ করে।
পরি বলল,
তাহলে কাজ করে কেন আপু?
রতনা বলল,
তাহলে ওরা খাবে কি! ওদের এই কথা শুনে সারাদিন কাজ করেও তো পয়সা পায় না। একদিন খাইতো আরেক দিন খেতে পায় না।
পরি অবাক হয়ে বলল,
তাহলে গ্রামের মানুষ ওদের সাহায্য করতে পারে না। আর আব্বুর কাছেও তো সাহায্য চাইতে পারে কি বা আমাদের বাসায় কোন কাজ দিতে পারে?
রতনা বলল,
 হের মায়ে মামুর কাছে গিছিলো কিন্তু মামু কোন কাজ দেয়নাই গ্রামের কেউ ওদের দেখতে পারে না।
পরি অবাক হয়ে বলল,
আমার আব্বু এরকম করে সবার সাথে?
রতনা বলল,
হয়তো পরি তোমার খারাপ লাগবে তাও বলছি মামু শুধু দেখেন কার কি আছে এই দেখে সাহায্য করেন। যদি কিছু টাকা থাকে তাকেই সব কিছু দিয়ে সাহায্য করেন। আর এদের মতো গরিবদের সাহায্য করে কি লাভ হয়বো বলো।
পরি বলল,
এদের ক্ষেত্রেই কেন এরকম করে?
রতনা একটু অবাক হয়ে যায়
বাবা আর মেয়ের মধ্যে কত পার্থক্য।
তারপর বলল,
আসলে যাদের একটু হলেও টাকা আছে তারা নিজেরাও ভোট দিবে। আরেক জনকে ও ভোট দেওয়ার জন্য বলবে কিন্তু শ্রাবণ এর মতো গরিবরা তো আর তা পারবে না।
পরি আর কিছু বলতে পারে না তার আব্বু এরকম তা সে জানতো না কেমন যেন মায়া লাগছে ছেলেটার উপর। পরি এখনও দেখেনি শ্রাবণকে। তাই রতনাকে নিয়ে কাজের জায়গায় যাই। ঐখানে গিয়ে শ্রাবণকে দেখে মনে মনে বলল কালো তাও কি মায়াময় চেহারা এই ছেলেকে সবাই ঘৃণা করে।
পরি সামনে গিয়ে বলল,
তোমার নাম কি?
শ্রাবণ বলল,
আমার নাম শ্রাবণ।
পরি অবাক হয়ে বলল,
তুমি শুদ্ধ ভাষা জানো?
শ্রাবণ বলল,
হুম মেম সাহেব অল্প অল্প পড়েছি এই আরকি।
পরি বলল,
তুমি কোন ক্লাসে পড়?
শ্রাবণ বলল,
ম্যাডাম ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি তার পর আব্বায় মারা গেল। এখন সংসারটা আমার ই সামলান লাগবো তাই পড়াশোনা বাদ দিছি।
পরি বলল,
তোমাকে সবাই এভাবে বকা দেয় তুমি প্রতিবাদ করো না কেন?
শ্রাবণ বলল,
গরিবদের জন্য প্রতিবাদ করে কি হবে পাইনা একদিন ভালো করে ভাত এহন যদি প্রতিবাদ করি আমাদের না খেয়ে মরা লাগবো। আর মেম সাহেব আমাদের সবার কথা শুনে শুনে অভ্যাস হয়া গেছে।
পরি আর কিছু না বলে রতনা কে নিয়ে ঐখানে থেকে চলে যায়।
পথের মধ্যে পরি রতনাকে বলল,
রতনা আপু শ্রাবণদের বাড়ি কোন দিকে?
রতনা বলল,
কেন পরি তুমি কি ঐ বাড়ি যাওয়ার কথা বলতাছো? মামু কিন্তু প্রচুর রেগে যাবে জানতে পারলে।
পরি বলল,
তুমি চুপ কর আপু আর আমাকে নিয়ে যাও আমি কাউকে ভয় পাই না। আমি ওদের একটু দেখবো।
রতনা পরিকে নিয়ে যায়। এখানে গিয়ে দেখে শ্রাবণের বোন তার মায়ের মাথার বিল দিচ্ছে। পরি ভিতরে গিয়ে শ্রাবণের মাকে সালাম দেয়। শ্রাবণ এর মা সালামের উত্তর নিয়ে মুগ্ধ
হয়ে তাকিয়ে থাকে এতো সুন্দর চেহারা মাইয়াটা কে।
চিন্তা ভাবনার মাঝেই রতনা বলল,
আন্টি পরি জমিদারের নাতনী আর চেয়ারম্যান এর মেয়ে।
শ্রাবণের মা বললো,
বস মা বস তোমাগো মতো তো আমাদের চেয়ার নাই কোনে বসতে দিমু কও যদি পিড়িতে একটু বসতে?
পরি বলল,
আন্টি আপনি এতো ব্যস্ত হবেন না আমি একটু গ্রাম ঘুরতে বের হয়েছি। তাই এখানে দিয়ে যাওয়ার সময় একটু বাড়িতে উঠলাম। রাগ করেছেন আন্টি?
শ্রাবণের মা বললেন,
আরে পাগল মেয়ে রাগ করবো কেন। আমি তো খুশি হইছি, বহুত খুশি। আমার বাড়িতে তো একটা কাক পক্ষিও উঁকি দেয় না মইরা গেছি না বাইচা আছি। বস তোমাঘরে কিছু খাইতে দিয় গরিব এর ঘরে কিছু ই নায় রে মা। এই বলে উঠে যাইতে ধরলে পরি আটকিয়ে বলল,
আন্টি অন্য সময় খাব আজকে একটু আড্ডা দেব আপনার সাথে কেমন আন্টি?
রতনা অবাক হয়ে যাচ্ছে যতো এই মেয়ে টিকে দেখছে। ওর বাপ খোঁজ খবর নেয় না আর তার মেয়ে সেই বাড়িতে ই কি সুন্দর সবার সাথে হাসা হাসি করছে।
এই দিকে শ্রাবণের মাও তাই ভাবছে ভেবে দির্ঘ শ্বাস ফেলে। মানুষ সত্যিই অদ্ভুত এক প্রাণি।
পরি আনিকাকে বলল,
তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো আনিকা?
আনিকা বলল,
এইতো আপু সেভেন পর্যন্ত পড়ছি। তার পর আমার খরচ বাড়লো তাই পড়াশোনা বাদ দিয়া দিছি। এমতেই ভাইয়ে সারাদিন খেটে তাও একদিন খাচ্ছি যদি পড়াশোনা করি তাহলে না খেয়েই মরন লাগবো আপু।
পরির শুনে খুব কষ্ট হয় মানুষ কতো কষ্ট করছে। তার পর বলল,
তোমার চাচারা নাই?
তখন শ্রাবণের মা বলল,
অভাগা যায় যে দিকে কপাল পুড়ে সে দিকে মা।
শ্রাবণের বাপ মরনের পর তারা সেই যে আছিলো আর হের পর আহে নাই।
আমাগোরে বাড়িতে আইলো হে গরো তো আবার অমঙ্গল হবে। নেও মা এই টুকুন চিরা খাও তোমরা। এর পর ওরা কিছুক্ষণ গল্প করে চলে যায়।

পরি রাতে শুয়ে থেকে ভাবতে থাকে কি করা যায় এটা তো ভালো ভাবে ই বুঝতে পারছে তার বাবা কোন সাহায্য করবে না শ্রাবণ দের। হঠাৎ পরির কিছু মনে হওয়ায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।

পরের দিন সকালে শ্রাবন ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহ তায়ালার কাছে কান্নাকাটি করে বলে,
আল্লাহ তুমি রিযিক দাতা, তুমি দয়াময়, তুমি অসীম ক্ষমতাশীল, তুমি আমাদের সবাইকে হেফাজত কর। আল্লাহ আমি যে হালাল উপার্জন করে আমার মা বোন এর মুখে দিতে পারি আল্লাহ। আমিন বলে মোনাজাত শেষ করে কাজের জন্য বাহিরে যাই।

এই দিকে পরি ঘুম থেকে উঠে নামাজ পড়ে সাদে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ নিচে চোখ যায় দেখে শ্রাবণ কোথাও যাচ্ছে।
তাই জিজ্ঞেস করল,
তুমি কোথায় যাচ্ছ শ্রাবণ?
শ্রাবণ বলল,
মেম সাহেব, এই তো কাজের উদ্দেশ্যে রওনা দিলাম যদি কোথাও কাজ পাই।
তখন পরি বলল,
তোমাদের আর কষ্ট করতে হবে না শ্রাবণ।
আচ্ছা শ্রাবণ তুমি কি শহরে যেতে চাও?
শ্রাবণ বলল,
আমি শহরে গিয়ে কি করবো মেম সাহেব, কে আমাকে কাজ দিবে?
পরি বলল,
তোমাকে এই টেনশন করতে হবে না শ্রাবণ, তুমি শুধু রাজি হলেই হবে।
শ্রাবণ বলল,
আমি শহরে গেলে আমার মা বোনকে কে দেখবে, ওরা তো নিঃস্ব হয়ে যাবে?
পরি বলল,
তোমাকে কি আমি বলেছি মা বোনকে রেখে যেতে, ওরাও যাবে তুমি কোন টেনশন করো না।
শ্রাবণ বলল,
কিন্তু শহরে থাকার মতো আমার তো টাকা পয়সা নাই। গ্রামেই একদিন খাইতো তিন দিন খাইতে পাই না, আমার সাথে কি মজা করছেন মেম সাহেব?
পরি বলল,
আমাকে কি তোমার এমন মনে হচ্ছে। আমি তোমার জন্য কিছু না কিছু করবো প্রমিজ।
কিন্তু তোমাদের শহরে যাওয়ার কথা কাউকে বলবে না।
এই দিকে কাউকে আসতে দেখে পরি ভেতরে চলে যায়।
শ্রাবণ ও অবাক হয়ে কাজ খুঁজতে চলে যায়।

পরি বাসায় গিয়ে রতনা কে এই বাসায় আসার জন্য খবর পাঠায়।
আধা ঘন্টার মধ্যে রতনা আসে।
রতনাকে রুমে নিয়ে গেল গিয়ে বলল,
রতনা আপু তুমি কি আমার জন্য কিছু করবে?
রতনা বলল,
তুমি বলবে আমি করবো না এটা একটা কথা হলো?
পরি হাসি দিয়ে বলল,
তাহলে একটা দেশী মুরগী আর তিন কেজি চাউলের ব্যবস্থা করে দাও আপু। সাথে সব মসলা ইত্যাদি ইত্যাদি আমি শ্রাবণদের ভাষায় নিয়ে যেতে চাই, কিন্তু লুকিয়ে।
রতনা অবাক হয়ে বলল,
এতো কিছু দিয়ে তুমি কি করবে পরি আর মামু জানতে পারলে খুব রেগে যাবে?
পরি হেসে বলল,
সেই জন্য ই তো তোমাকে বলছি কিছু একটা কর আর এই নাও দুই হাজার টাকা। এই টাকা দিয়ে যা হবে সব কিনে আনাবে আজকে দুপুরে আমরা শ্রাবণদের বাসায় খাব।
রতনা আর কিছু বলল না।

এদিক দিয়ে পরির মা যাওয়ার সময় সব শুনতে পায়।
তাই ভিতরে মেয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল,
জানিস মা আজকে আমার খুব ভালো লাগছে অন্তত বাপের মতো নির্দয় আমার মেয়ে হবে না যা করবি সাবধানে মা। আর কোন কিছুর জন্য যদি আমাকে প্রয়োজন হয় বলবি। আমি সাহায্য করবো। এই বলে তিনি চলে যান।
রতনাও চলে যায়।
এক ঘন্টার মধ্যে সব কিছু যোগাড় করে লুকিয়ে শ্রাবণদের বাড়ি হাজির হয় দু’জন।
বাড়ির ভিতরে গিয়ে দেখে আনিকা ঝাড়ু দিচ্ছে।
তাই বলল,
আনিকা- আন্টি কই?
একটু ডেকে দাও না।
আনিকা আচ্ছা বলে রুমে গিয়ে ওর মাকে ডেকে আনে।
এতো সকালে চেয়ারম্যান এর মেয়েকে দেখে অবাক হয়ে বলল,
কি ব্যাপার মা, কিছু অয়ছে এতো সকালে আমার বাসায় কেন?
পরি বলল,
আন্টি আমি কি আপনার মেয়ে না। তাহলে মেয়ের আসতে কি সময় অসময় আছে। আজকে আমি আপনার হাতের রান্না খাবো খুব ইচ্ছে হয়েছে।
এই বলে ব্যাগ হাতে দেয়। কিন্তু শ্রাবণের মা ব্যাগের ভেতর জিনিস দেখে অনেক না করছে কিন্তু পরির এক কথা।
যদি আমাকে মেয়ে ভাবেন তাহলে নিতেই হবে আর কি করার।
শ্রাবণের মা তাড়াতাড়ি বাটা ঘোসা করে রান্না উঠায় দেয়।

এগারোটার দিকে শ্রাবণ কোন কাজ না পেয়ে গোমরা মুখ করে বাড়িতে আসে।
বাড়ির ভিতরে থেকে তার মা সহ কিছু মেয়ের হাসির শব্দ শুনে অবাক হয়ে যায়।
কতোদিন এরকম হাসি খুশি দেখে না তার মা-বোনকে।
ভেতরে গিয়ে আরো অবাক হয়ে যায় এতো চেয়ারম্যান এর মেয়ে।
কোন রকম নিজেকে কন্ট্রোল করে বলল,
মেম সাহেব আপনি এখানে?
পরি বলল,
হুম, শ্রাবণ সাহেব আজকে একটু আন্টির হাতের রান্না খাবো তাই আসলাম।
শ্রাবণ ভাবনায় পড়ে যায় তার জানামতে ঘরে কিছু নাই, কি দিয়ে খাওয়াবে।
তারপর দেখে রান্না ঘর থেকে শব্দ আসছে। রান্না ঘরে গিয়ে তো আর অবাক হয়ে বলল,
মা তুমি মুরগী চাউল কোথায় পেলে?
শ্রাবণের মা বললেন,
আর বলিস না বাবা, পরি মা আমাদের জন্য আনসে। কতো না করলাম হুনলো না, নাকি আমার রান্না খাবে।
শ্রাবণ আর কিছু না বলে গোসল দিতে চলে যায়।
আর পরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে তো অনাহারে ই কাটতো তাদের।
আসলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।

এই দিকে চেয়ারম্যান বাড়িতে
কি ব্যাপার পরির মা পরিকে দেখছি না যে কোথায় গেছে?
পরির মা একটু ভয় পেয়ে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না
তিনি বললেন, আপনি ই তো গ্রাম ঘুরতে বললেন তাই রতনাকে নিয়ে খাবার খেয়ে বের হয়েছে।
দুপুরে রত্নাদের বাড়ি খাবে।
আয়নাল হক আর কিছু বললেন না রতনা আছে দেখে নিশ্চিত হলেন।
রান্না ঘর থেকে বের হয়ে গেল।
পরির মাও শান্তির নিশ্বাস ছাড়লেন।

 

লেখক: আদিবা চৌধুরী

সোনারগাঁওয়ে কিশোর তুহিন হত্যার আসামী বাবা ও দুই ছেলে গ্রেফতার
                                  

রমজান হাসান, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকের চালান দেখে ফেলায় তুহিন নামের এক কিশোরকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় পলাতক তিন আসামী বাবা ও দুই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গত শুক্রবার রাতে চাঁদপুরের সদরের রঘুনাথপুর ভাঙ্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মোস্তফা (৫৫) ও তার দুই ছেলে রনি (২০) ও আল আমিন (২৫)। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, গত ২৪ আগস্ট সোনারগাঁওয়ে পিরোজপুর এলাকায় কিশোর তুহিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের পিতা মোঃ মনির বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাদকের চালান দেখে ফেলায় পিটিয়ে এবং শ্বাসরোধ করে তার ছেলে ভিকটিম তুহিনকে হত্যা করা হয় মামলায় উল্লেখ করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, নিহত তুহিন মিয়া সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মনিরহোসেনের ছেলে। সে ঝাউচর এলাকায় তার মামা নুরুল হুদার কাছে থেকে তার আসবাবপত্রের দোকানে কাজ করত। একই এলাকায় পার্শ্ববর্তী হিরাঝিল হোটেলে গ্রেফতারকৃত রনি এবং আল আমিন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। তারা গত ২২ আগস্ট ফেনসিডিলের কার্টুন হোটেলের পাশের কক্ষে নিয়ে যাওয়ার সময় ভিকটিম তুহিন তা দেখে ফেলে এবং ওই ঘটনাটি পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে বলে জানায়।

বিষয়টি আসামীরা জানতে পারলে তারা ভিকটিম তুহিনকে এলোপাথারী মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ২৩ আগস্ট ভিকটিম রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায় ও পরদিন ২৪ আগস্ট দোকান খোলার পর তুহিনের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ পাওয়ার পর থেকেই আসামীরা তাদের হোটেল বন্ধ করে পালিয়ে যায়। তাদেরকে সোনারগাঁও থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ সমাপ্ত
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদক
পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’। ১০ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার এবং প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন শিল্পী জাহিদ মুস্তফা।

অতিথিদের আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় জয়দ্বীপ পালিত নৃত্য পরিচালনায় ‘জয় বাংলা জয় বাংলা বইলারে..’ গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যশিল্পীবৃন্দ জয়দ্বীপ পালিত নৃত্য পরিচালনায় পরিবেশন করে সমবেত নৃত্য বীরপুরুষ।

উল্লেখ্য, জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, 4, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে ২৭ জুলাই থেকে 9 সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনী চলে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ বছর নবীন (বয়স ২১-৩৫ বছর) ১০১৯ জন শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচক মন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান। ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন। বিশেষ এ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শিল্পকলায় ১০ দিনের সাংস্কৃতিক উৎসব
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদক
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনের সাংস্কৃতিক উৎসব। দলীয় নৃত্য, একক নৃত্য, লোকনৃত্যের শৈল্পিকতার সঙ্গে দেশাত্মবোধক ও আধুনিক গানের সুরের সংমিশ্রণে গতকাল সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এ উৎসব। প্রথম দিনের পরিবেশনায় অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশনের লোকনৃত্য ‘কান্দুরী’; অপূর্বা ইসলামের ভরতনাট্যম ‘গোকূল’, হিয়া মেহজাবীনের ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।

এছাড়া ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’। অমিত চৌধুরীর পরিবেশনায় ছিল ‘নরসিংহ কৌতুবাম’, অনিক বোসের দেশাত্মবোধক পরিবেশনা ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’, রাফিয়া খন্দকার রোজার ওডিসি নৃত্য ‘মেঘপল্লবী’, প্রান্তিক দেবশিব ভরতনাট্যম ‘তাণ্ডব’ মুগ্ধ করে দর্শকদের। শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে দশ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বৈচিত্র্যময় পরিবেশনা পর্ব।

উদ্বোধনী দিনে অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। এতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী। অনুষ্ঠানটি একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

হুমায়ুন আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদক
আজ ১২ আগস্ট। লেখক, ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে জার্মানির মিউনিখ শহরে তিনি মারা যান।

২০০৪ সালে সন্ত্রাসী হামলার পর ড. হুমায়ুন আজাদ ২২ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেন। ওই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৭ সালের ২৮ এপ্রিল মুন্সিগঞ্জের বিক্রমপুরের কামারগাঁয়ে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ুন আজাদ। যেটি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত। জন্মের পর নাম ছিল হুমায়ুন কবীর।

১৯৬৯ সালে মাত্র ২২ বছর বয়সে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু হয় এই লেখকের। সেখানে কিছুদিন থাকার পর ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে তিনি যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে। একই বছরের ডিসেম্বরে তিনি ঢাকায় ফিরে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে।

হুমায়ুন আহমেদের রাজনৈতিক লেখালেখি ও বস্তুনিষ্ঠ সমালোচনার সূচনা হয় আশির দশকেই। আশির দশকের শেষভাগ থেকে হুমায়ুন আজাদ সমসাময়িক রাজনীতি নিয়ে গণমাধ্যমে বক্তব্য রাখতে শুরু করেন। এ সময় তিনি খবরের কাগজ নামীয় সাপ্তাহিক পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধন লিখতে শুরু করেন। সামরিক শাসনের বিরোধিতা দিয়ে সূচনা হয় তার রাজনৈতিক লেখালেখি।

উগ্রবাদীদের বিরুদ্ধে লেখার কারণে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে একুশে বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় ফেরার পথে ঘাতকেরা তার ওপর অতর্কিত হামলা চালায়। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। পরে থাইল্যান্ডে চিকিৎসায় তিনি খানিকটা সুস্থ হন।

ওই বছরই ৭ আগস্ট বিখ্যাত জার্মান কবি হাইনরিখ হাইনের ওপর গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যান তিনি। ১১ আগস্ট রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পর হঠাৎ শরীর খারাপ হয়। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ভাষাবিজ্ঞানী।

তসলিমাকে চিনতেই পারছেন না পরিচিতরাও
                                  

স্বাধীন বাংলা ডেস্ক
তাঁর রূপের নাকি বারোটা বেজে গেছে। চেনা-পরিচিত যাঁরা ছিলেন কেউ নাকি আজকাল আর তাঁকে দেখলেও চেনেন না। তসলিমা নাসরিন নিজেই জানালেন এলিয়েনের জীবন যাপন করছেন তিনি।

ভারত হোক বা বাংলাদেশ কিংবা পাকিস্তান, যে কোনও বিতর্কে তসলিমার ফেসবুক পোস্ট বাঁধাধরা।

সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে নিজের মন্তব্য ছুড়ে দেন তিনি, কখনও কুণ্ঠাবোধ করেন না। বরং `ঠোঁটকাটা` হিসেবে তাঁর পরিচিতি আছে। কিন্তু সম্প্রতি নিজের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন এই বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, সেই ফেসবুকেই।

তসলিমা সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে নিজেরই চারটি ছবি পোস্ট করেছেন। সে ছবিগুলিতে তাঁর চেহারার শীর্ণতা চোখে পড়ার মতো। গত কয়েক বছরে অনেকখানি ওজন ঝরিয়ে ফেলেছেন তসলিমা, ছবিতেই তা স্পষ্ট।

এই ছবির সঙ্গেই ক্যাপশনে তসলিমা লিখেছেন, রূপের বারোটা বেজেছে। ২৪ কিলো ওজন কমার পর ত্বকের বিকট রিংকল ফুটে বেরোচ্ছে চারদিক থেকে। বয়সও তো কম হলো না বাপু! এখন আয়নায় আর নিজেকে চিনতে পারি না।

তাহলে কি বিদেশে খুব খারাপ আছেন তসলিমা? তাঁর শরীর মন সব কি খারাপ হয়েছে?

না, তা নয়। ওই পোস্টে তসলিমা জানিয়েছেন, তিনি দারুণ ভাল আছেন। মেজাজ ফুরফুরে। লিভার ভাল আছে, রক্তচাপ নেই, ডায়াবেটিসও উবে গেছে এক্কেবারে। `বিন্দাস` আছেন তসলিমা।

এরপরেই তিনি জানিয়েছেন চেনা-পরিচিতরা আর এখন তাঁকে দেখলেও চিনতে পারেন না। তা অবশ্য একরকমভাবে উপভোগই করছেন দেশ থেকে বিতাড়িত এই লেখিকা। জানিয়েছেন, এতে তিনি এলিয়েনের মতো জীবন যাপন করার সুযোগ পাচ্ছেন।

জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
                                  

স্টাফ রিপোর্টার:

চতুর্দশ জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর বিউটি বোর্ডিং এর শহীদ স্মৃতি উদ্যানে চতুর্দশ জাতীয় সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন সাহিত্যসমৃদ্ধ জাতি গঠনে কবি দের ভূমিকা অগ্রগণ্য, যা পৃথিবীর সকল সুসভ্য জাতির শিল্প সাহিত্যের ইতিহাসের পাতায় চির উজ্জ্বল রবির আলোর মতো।

বক্তব্যে তিনি বাঙালি জাতির এবং বাংলা সাহিত্যের ইতিহাস বর্ণনা করে জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া রাজা গৌড় শশাঙ্ক থেকে বর্তমান সময় পর্যন্ত শিল্প সাহিত্য ইতিহাস বর্ণনা করেন।

কবি এবিএম সোহেল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সুখের উল্লাসে পরিবেশন করেন কবি সুবর্ণা অধিকারী। এছাড়াও হামদ, নাত ও গজল পরিবেশন করেন শিল্পীবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক কবি নাহিদ রোকসানার সভাপতিত্বে ও কবি হাসিনা মমতাজের সঞ্চালনায় কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আব্দুল আজিজ চৌধুরী, কবি আব্দুল হামিদ সরকার, কবি মাহবুব ই এলাহী, ভারত থেকে আগত কবি কামনা দেব, কবি সন্ধ্যা বোস, কবি মিতা চ্যাটার্জি, কবি সরস্বতী দাস সহ কবি শেখ এ ইসলাম, কবি উম্মে হাবিবা সূচনা, ড. শরীফ সাকি কবি পূর্নিমা রাজ, কবি মহিউদ্দিন চৌধুরী, অমিতাভ চক্রবর্তী,  কবি শামছুল হক শামীম, কবি রাজেন দাস,  কবি সুপ্রীতি বিশ্বাস, কবি জারিফা সুলতানা, কবি রিমি কবিতা, বলিষ্ঠ প্রবীন কবি ও আবৃতিকার বদরুল আহসান খান, কবি তরুণ হালদার, কবি  স্বান্তনা মজুমদার, কবি হেলেন আরা সিডনি, কবি আতাউল ইসলাম সবুজ, কবি মোর্শেদা চৌধুরী এ্যানী,  কবি এস এম নজরুল ইসলাম, কবি আবুল হোসেইন হেলালী, কবি সাইফুল ইসলাম, কবি এম বাহাদুর,  বাউল কবি বেলাল, কবি মিয়া আসলাম প্রধান, মো. তাজুল ইসলাম, কবি নরুল মোমেন খান, কবি শাহনাজ শারমিন মুনু, কবি আফরোজ নীলা, কবি ধ্রুবক রাজ সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় শতাধিক কবি অংশ নেন।

তৃতীয় পর্বে সংবর্ধিত অতিথিদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পরিচালক কবি নাহিদ রোকসানা। মানপত্র পাঠ করেন কবি সুবর্ণা অধিকারী। অনুষ্ঠানে বাংলাদেশ পোয়েটস ক্লাব কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সাহিত্য সম্ভার’র এবং কবি হাসনা হেনা রচিত Bangabandhu our Great poem- এর  মোড়ক উন্মোচন করা হয় এবং জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সদস্য দের মধ্যে ‘জাতীয় কবি স্মৃতি পদক’ পুরস্কার প্রদান করা হয়।

কবি সৈয়দা রিমি কবিতার পরিচালনায় সান্ধ্যকালীন এক মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান পরিবেশিত হয়। শাহ আবদুল করিমের কালজয়ী গান পরিবেশন করেন ওস্তাদ দিলদার হোসেন মুক্তার। লালনগীতি, নজরুল গীতি সহ অনেক রকম গানে প্রানবন্ত হয়ে ওঠে মঞ্চ।

কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর কন্ঠে সৈয়দ শাহ নুর শাহের গানে কন্ঠ মেলান সকল শিল্পীবৃন্দ। সুরের মূর্ছনায় পুরান ঢাকার বিউটি বোর্ডিং প্রাণবন্ত হয়ে ওঠে।

অন্যপথে পথ
                                  

____///-_সিফাত হালিম

একটু সাহস করে হয়তো বলেছিল,

আমি কিন্তু শুনিনি, বন্ধুদের ভিড়,
বদলা নেবার দিনটাতে নানান না জানা,
তার তো মুখস্থ কথা।
কতজনে জানতে চায়,
গড়গড় বলেই চলে গ্যাছে দূরে,
এরচেয়ে বড় কিছু কী হয় স্মৃতির?
কী চেয়েছিল? বিদায়? হয়তো,
বাহরে খ্যালাধুলা।
অমনি হাত পেতে নিই হীন মতলব,
খুব স্বাভাবিক য্যানো ?
আমার তো এইরকম কিছু নেই অর্জন,
যা আমার ব্যক্তিগত,
শুধু কিছুটা বিষাদ পাওয়া ছাড়া।

বিশ্বসাহিত্য পরিক্রমা : উর্দু সাহিত্য
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদক
সাহিত্যের সাথে মানুষের ইতিহাস, প্রথা, সংগ্রাম ও সম্প্রীতির গভীর যোগসূত্র রয়েছে, এজন্য সার্বিক সমাজচিত্রের শিল্পরূপকে উদ্ভাবনের প্রয়োজনে আমরা সাহিত্যকে দর্পণ বিবেচনা করি। সাহিত্য একটি নির্দিষ্ট ভাষিক অঞ্চলের সংস্কৃতির অনিবার্য অনুষঙ্গ এবং সংস্কৃতির গতিশীল ধারাবাহিকতার নিবিড় পাঠ। মানুষের জীবনের সাথে গভীর প্রচ্ছন্নতায় যে শিল্প নিরন্তর খেলা করে সাহিত্য হচ্ছে সেই অনাবিষ্কৃত শিল্পের প্রমিত ভাষণ। আমরা গভীর অনুভূতি ব্যক্ত করার ক্ষেত্রে সাহিত্যিকদের রচনা এবং উচ্চারণকে অবলম্বন করে মনোভাব প্রকাশ করে থাকি। আমাদের বাংলা সাহিত্য বহু কবি-লেখকের অনেক মূল্যবান ঐশ্বর্যে শোভায় পরিপূর্ণ। তেমনি পৃথিবীর দেশে দেশে, বিভিন্ন ভাষায় রয়েছে অসংখ্য কবি-সাহিত্যিক এবং তাঁদের অভিনব রচনাসম্ভার। সেসব পাঠে- অনুধাবনে-পর্যালোচনায় আমাদের সৃষ্টিশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। বিশ্ব-সাহিত্যের অনন্য ও আলোকিত অংশ এবং এর সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজন ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’। এই আয়োজনের লক্ষ্য, আমাদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার সাথে সম্পৃক্ত সভ্যজনদের সাথে বিশ্বসাহিত্যের পরিচয় ও মেলবন্ধন সৃষ্টি করা এবং শিল্পের মানুষের বিশেষ উৎকর্ষ সাধন করা। এটি একটি নিয়মিত কর্মসূচি এবং এতে ধারাবহিকভাবে পৃথিবীর বিভিন্ন ভাষার এবং অঞ্চলের সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়ে আসছে।

৩০ জুন ২০২২ সন্ধ্যা ৭.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইনে ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্ব অনুষ্ঠিত হয় উর্দু সাহিত্য নিয়ে । আলোচনার মধ্যে উঠে এসেছে উর্দু ভাষা-সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা এবং বাংলাদেশে উর্দু সাহিত্যের অবস্থান সম্পর্কে। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, আলোচনা করেন বিশিষ্ট কবি ও লেখক মুম রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো: আছাদুজ্জামান। বক্তব্যে ওঠে আসে, ‘উর্দু সাহিত্য বিশ্বসাহিত্যের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ।

এ ভাষায় লিখেছেন: মির্জা গালিব, মুহাম্মদ ইকবাল, মীর তাকি মীর, ফয়েজ আহমেদ ফয়েজ, আমির খসরু, শাহাদাত হাসান মান্টু এবং আলতাফ হোসেন হালী-সহ অনেক গুণী কবি- লেখক। বাংলা সাহিত্যেও উর্দু সাহিত্যের প্রভাব রয়েছে।’ বিশ্বসাহিত্য পরিক্রমা সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কবি সৌম্য সালেক। উল্লেখ্য, ইতোপূর্বে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয় আরবী, ফার্সি, ফরাসি, এস্পেনিয়ল এবং ইংরেজি ভাষার সাহিত্য নিয়ে।

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আগমনে শিল্পকলার সাংস্কৃতিক অনুষ্ঠান
                                  

স্বাধীন বাংলা প্রতিবেদক
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ এর আগমন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার বিভিন্ন গ্যালারি পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। নিকোলা সেলাকোভিচ জাতীয় চিত্রশালার ১ ও ২ নং গ্যালারিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রদর্শনী, বাউলকুঞ্জ , ৭ মার্চ এর ভাষনের উপর নির্মিত রিলিপ ভাষ্কয ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাম্প্রতিক কাযক্রমের উপর নির্মিত প্রদর্শনী পরিদর্শন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজনে শুরু হয় অনূষ্ঠানটির দ্বিতীয় পর্ব। শুরুতেই মেহরাজ হক তুষার এর পরিচালনা, লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনা এবং একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনায় সমেবেত নৃত্য ‘সহজ মানুষ’। একাডেমির শিশু সঙ্গীত ও নৃত্যদলের পরিবেশনায় ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’। গানের কথা ও সুরঃ লিয়াকত আলী লাকী সঙ্গীত পরিচালনায় ছিল ইবনে রাজন। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ নিয়ে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীদল। নৃত্যটি পরিবেশিত হয় মেহরাজ হক তুষার এর পরিচালনা, লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়। গানের কোরিওগ্রাফীতে ছিলেন ইয়াসমীন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিমিয়া অরিন।

 

 

বিশ্বসাহিত্য কেন্দ্রে ঝিকুটের আলোচনা সভা
                                  

নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুটের আয়োজনে ‘সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাংলামোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮তলায় হলরুমে গতকাল শনিবার বিকাল ৫ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঝিকুট কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদ গঠনের পর ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আলোচনা সভায় ঝিকুট এর উপদেষ্টা শহিদুল ইসলাম এফসিএমএ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। ঝিকুট এর সমন্বয়ক সিফাতুল্লাহ’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও সম্পাদক ইমরান মাহফুজ।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট এর উপদেষ্টা নজরুল ইসলাম বাবুল ও ঝিকুট এর উপদেষ্টা আরশাদ হোসেন আকাশ। এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুই বাংলার রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন, লেখক ও শিক্ষক শাহানা আফরোজ, ঝিকুট এর প্রধান পৃষ্ঠপোষক ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রধান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, সংগঠক, শিক্ষক ও লেখক আশরাফ ইকবাল, ঝিকুট এর প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ কাদের, ব্রিটেনিয়া লেবেল বিডি লি. এর সিএফও রফিকুল ইসলাম, টিআইবির প্রোগ্রামার মাহবুব আলম সোহাগ, এমবিএ টাইমস এর বার্তা প্রধান শাহ মোহাম্মদ খালিদ, ঢাকা জজকোর্টের আইনজীবী মিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী, কবি, সংগঠক ও প্রকাশক মাসুম মুনাওয়ার, কবি ও গল্পকার মারুফ কামরুল, সমাজ সেবক আসলাম বেপারী, সমাজ সেবক মো. সুমন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মিলন মিয়া।

ঝিকুট এর সদস্যদের মধ্যে আফসানা হাই তন্দ্রা, হাসনা হেনা আফরিন সম্পা, মো. সাইফুল ইসলাম, এড. নয়ন মিয়া, সাইয়্যেদুল বাসার, রাজু মোল্লা, শেখ রুপু, সানজিদা হায়াত, রোজাসহ সাংবাদিক, সাহিত্যিক, সমাজ কর্মী, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


   Page 1 of 4
     শিল্প সাহিত্য
ব্রাহ্মণবাড়িয়ায় ‘মঞ্জুকেশিনী’ বইয়ের মোড়ক উন্মোচন
.............................................................................................
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন পালন
.............................................................................................
চৈত্রের গরম
.............................................................................................
বইমেলায় হাসান সোহেলের দ্বিতীয় জন্ম
.............................................................................................
ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
.............................................................................................
আধার রাতের একটুকরো আলো
.............................................................................................
সোনারগাঁওয়ে কিশোর তুহিন হত্যার আসামী বাবা ও দুই ছেলে গ্রেফতার
.............................................................................................
২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ সমাপ্ত
.............................................................................................
শিল্পকলায় ১০ দিনের সাংস্কৃতিক উৎসব
.............................................................................................
হুমায়ুন আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
.............................................................................................
তসলিমাকে চিনতেই পারছেন না পরিচিতরাও
.............................................................................................
জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
.............................................................................................
অন্যপথে পথ
.............................................................................................
বিশ্বসাহিত্য পরিক্রমা : উর্দু সাহিত্য
.............................................................................................
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আগমনে শিল্পকলার সাংস্কৃতিক অনুষ্ঠান
.............................................................................................
বিশ্বসাহিত্য কেন্দ্রে ঝিকুটের আলোচনা সভা
.............................................................................................
ফিরে আসুক আবারও মুজিব
.............................................................................................
বইমেলায় আসছে সাজ্জাদ চিশতির ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’
.............................................................................................
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক
.............................................................................................
“হোমার-সাগরে হিমালয়” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
.............................................................................................
সামাজিক দূরত্ব নাকি শারীরিক দূরত্ব?
.............................................................................................
শুভ্রতার প্রতীক শরৎকাল
.............................................................................................
করোনা পরাজিত যুবরাজ
.............................................................................................
আত্মজা
.............................................................................................
ছাত্র জীবনে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা প্রয়োজন
.............................................................................................
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
.............................................................................................
এবার করোনায় আক্রান্ত তসলিমা নাসরিন
.............................................................................................
পড়ালেখার উদ্দেশ্য কি চাকুরী জোগাড় মাত্র?
.............................................................................................
গল্পের মধ্যে গল্প
.............................................................................................
গল্প : সুখ
.............................................................................................
আজ আমার রাতের খাবার নেই
.............................................................................................
পথশিশুর স্বপ্ন
.............................................................................................
বাংলা ভাষা প্রতিষ্ঠায় মুসলমানদের অবদান
.............................................................................................
কবি নয়, কবিতা হতে চাই
.............................................................................................
হায়রে বাঙালি
.............................................................................................
চিবুকের কালো তিল
.............................................................................................
মা দিবসে কবি আলম হােসেনের অসাধারণ কবিতা
.............................................................................................
বল্টু
.............................................................................................
দানেই সুখ!
.............................................................................................
অতি চালাকের গলায় দড়ি
.............................................................................................
কোভিড-১৯ ও একটি মধ্যবিত্ত পরিবারের ভাঙন
.............................................................................................
জসিম উদ্দিনের ‘কবর’ কবিতাটি করোনা ভার্সনে রূপান্তর!
.............................................................................................
ঘুমহীন হৃদয়
.............................................................................................
অনুশোচনা
.............................................................................................
কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন
.............................................................................................
ম্যান বুকার পেলেন জ্যামাইকার মারলন জেমস
.............................................................................................
১৪ অক্টোবর সরদার ফজলুল করিম দর্শন পদক
.............................................................................................
স্মরণ : ছোটোলোকের বাবা ॥ মোঃ আতিকুর রহমান ॥
.............................................................................................
রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন, সাহিত্য ও দর্শন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
    2015 @ All Right Reserved By dailyswadhinbangla.com

Developed By: Dynamic Solution IT