লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গোকুন্ডা ইউনিয়নের এ ঘটনায় গুড়িয়াদহ গ্রামের সাহাবুল হকের (৪৫) বিরুদ্ধে শিশুটির (১২) মা সদর থানায় মামলা করেছেন বলে ওসি এএইচএম মাহফুজুর রহমান জানান। শিশুর মা বলেন, গত রোববার বিকালে তার প্রতিবন্ধী মেয়ে অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে খেলছিল। এ সময় পাশের বাড়ির সাহাবুল তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে অন্য দুই শিশু দৌড়ে গেলে সাহাবুল পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। সদর হাসপাতালের চিকিৎসক আজমল হক জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ওসি মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে শিশুর মা সোমবার বিকালে থানায় মামলা করেছেন। আসামি সাহাবুলকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।