কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
26, December, 2024, 6:29:50:PM
স্বাধীন বাংলা ডেস্ক:
তাবলীগ জামাতের বিবদমান সাদ ও জোবায়ের পন্থীদের রক্ষক্ষয়ী বিরোধের প্রেক্ষিতে বিতর্কিত সাদপন্থীদের সকল কার্যক্রম কাকরাইল মসজিদে নিষিদ্ধ করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলার যাতে কোন রকম অবনতি না ঘটে সে মর্মে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়।
এতে, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদেরকে কোনরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
একইসাথে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রি যাপন) সহ সকল তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।