লক্ষ্মীপুর জেলার কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী ওই মেয়ের বাবা বাদী হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন।
কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১) ।
এর আগে গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করে। এ সময় রনি নামের এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা।
পরবর্তী এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করে আসছে। পরে তরুণীর বাবা ধর্ষণ মামলা করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে গ্রেফতার করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।