স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন, প্রশাসনিক বিকেন্দ্রী করণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করব। যতই ষড়যন্ত্র হোক না কেন কুমিল্লা নামেই বিভাগ হবে। এতে সন্দেহের কোন অবকাশ নেই।
তিনি আরো বলেন, বিগত দিনের সরকারগুলো ক্ষমতায় থাকাকালে উন্নয়নমূলক কাজ সবচেয়ে কম করেছে কুমিল্লায়। আর উপজেলার মধ্যে কম কাজ হয়েছে মুরাদনগরে। যার ফলে মুরাদনগর উপজেলার প্রায় রাস্তাঘাট অবহেলিত। এখন থেকে সকল উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ে করা হবে।
শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরবাসীর পক্ষ থেকে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে স্থানীয় ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া গণ-সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন, ব্যারিষ্টার আবু নাসের, এডভোকেট ওবায়েরুল হক সিদ্দিকী, কাজী জুন্নুন বসরী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল নুরুল মোমেন খান, বিএনপির সাবেক নেতা মনিরুল হক জজ, এম এ জাহের মুন্সী, মিনাজুল হক, উপজেলা জামায়াতের আমীর আনম ইলিয়াছ, সাবেক আমীর মুনসুর মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি এস এম মফিজুল ইসলাম, হেফাজতে ইসলামের নেতা মুফতী সাদেকুল ইসলাম ও তা’লীমে হিজবুল্লাহর প্রতিনিধি কামরুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, বিএনপির সাবেক নেতা আলহাজ¦ গোলাম কিবরিয়া সরকার ও আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আসিফ মামুদ সজিব ভুইয়া আরো বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রক্তের ঋণ শোধ করতে হবে। ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্বে তরুনদের এগিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে উন্নয়ন কাজগুলো কিছু নির্দিষ্ট এলাকায় হয়েছে। বৃহত্তর অংশেই কাজ হয়নি। এখন থেকে কোন বৈষম্য থাকবে না। একযোগে সারা দেশে কাজ হবে।
তিনি আরো বলেন, সরকারে থাকি বা না থাকি আমি মুরাদনগরবাসীর জন্য কাজ করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। আপনাদের বুদ্ধি পরামর্শই উন্নত মুরাদনগর গড়ে তোলা হবে ইনশাল্লাহ।