জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মনববন্ধনের আয়োজন করে। এসময় বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয় তারা। মাত্র কিছুদিন আগের দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগকে বেধড়ক পিটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনার পলায়নের পর ঢাকায় প্রথম একটি মানববন্ধনের আয়োজন করে আওয়ামীলীগ। ব্যানার নিয়ে এখানে এসে আওয়ামীলীগ নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান ধরার সাথে সাথেই বেধড়ক পিটুনির শিকার হয়ে পালিয়ে যায় তারা। আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর কিল, ঘুষি, লাথিসহ লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনি দেয় বিএনপি নেতাকর্মীরা। তাদেরকে প্রণভয়ে ছুটাছুটি করতে দেখা যায় এবং মুহুর্তের মধ্যেই আওয়ামীলীগ নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে পালিয়ে যায়।