স্বাধীন বাংলা প্রতিবেদন:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বন্যা একটি জাতীয় সমস্যা। উপদেষ্টা বলেন, এটি শুধু সুনামগঞ্জবাসীর নয়, পুরো বাংলাদেশের সমস্যা। সুনামগঞ্জ যেহেতু একটি অবহেলিত অঞ্চল, সুতরাং এখানে এ সমস্যা বেশ প্রবল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সুনামগঞ্জবাসীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘সুনামগঞ্জ জেলার শিক্ষা, স্বাস্থ্য ও বন্যা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আমরা কাগজে অনেক কিছুই দেখতে পাই। আমরা অঙ্গীকার করি, স্বাস্থ্য আমাদের জাতীয় প্রায়োরিটি, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়; কিন্তু বাজেটে আমরা তার প্রতিফলন দেখতে পাই না।
সভাপতির বক্তব্যে ডা. সৈয়দ উমর খৈয়াম বলেন, আমাদের একটি হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর করা হয়েছে। এই অধিদপ্তরের একটি বোর্ড আছে যার সভাপতি হলেন প্রধানমন্ত্রী। কিন্তু বিগত ১৮ বছরে হাওর উন্নয়ন বোর্ডের একটি সভাও হয়নি। ডা. উমর খৈয়াম প্রশ্ন রেখে বলেন, এই অধিদপ্তরটি দিয়ে লাভ কী হলো।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ডা. খৈয়াম বলেন, ‘হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আমাদের হাওরের মানুষের আন্দোলনের ফসল। প্রধান উপদেষ্টাকে বলে হাওর উন্নয়নের অন্তত একটি সভা করেন’।
ডা. খৈয়াম বলেন, আামাদের হাওরাঞ্চলে বাহিরে থেকে গিয়ে কোনো শিক্ষক থাকতে চায় না, কোনো ডাক্তার থাকতে চায় না। আমি দাবি জানাই, পাবত্য চট্টগ্রামের ন্যায় সুনামগঞ্জকে বিশেষ অঞ্চল ঘোষণা দিয়ে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হোক। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা একটি সিদ্ধান্ত নিন, আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন। পার্বত্য চট্টগ্রামের ন্যায় সুনামগঞ্জকে বিশেষায়িত অঞ্চল করলেই এখানকার বন্যা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন ঘটবে।
জাতীয় প্রেসক্লাবে সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও বন্যা বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বিচারপতি মো: মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীর, বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এম কে আই কাইয়ুম চৌধুরী, যুগ্মসচিব মো লাল হোসেন, হাসন রাজার প্রপৌত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী, অধ্যাপক ডাক্তার রুহুল আমীন এ হাসান, ডাক্তার আহমেদ পারভেজ জেবিন, অধ্যাপক ড. রমা বিজয় সরকার, রঞ্জিত কুমার তালুকদার, অধ্যাপক শিখা চক্রবর্তী, অধ্যাপক আবুল মান্নান চৌধুরী, মো: আফরাজুর রহমান, স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক মোঃ আখলাকুল আম্বিয়া, মাওলানা মো: ফরিদ উদ্দিন, বুরহান উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ সুনামগঞ্জ বাসীর আহবায়ক ডাক্তার সৈয়দ উমর খৈয়াম। অনুষ্ঠান পরিচালনা করেন মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন।
আরও উপস্থিত ছিলেন, মাহবুব আলম মালু, মীর লিয়াকত সাহেব, নেওয়াজ চৌধুরী, ইন্তেসার চৌধুরী, ফাহমীর চৌধরী রুবেল, আনহার শামসাদ, সামছুদ্দীন সামস, ড. হ্যলিমদাদ খান, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক পপি আক্তার, মোবারক হোসেন, সুমন আহমেদ, সাইফুদ্দিন শফিক, মঞ্জু চৌধুরী, এম ইফতেখার আহমেদ, আনোয়ার হোসাইন প্রিন্স, মোস্তাকিম, সিয়াম মাহমুদ আলমগীর, জাকারিয়া, তোফাজ্জল, মোজাহিদ ও তৃপ্তি প্রমুখ।
|