ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জয় বাংলা স্লোগান ধরে পিটুনির শিকার হলেন আওয়ামীপন্থি আইনজীবী। বৃহস্পতিবার সকালে সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে আওয়ামীপন্থি আইনজীবীরা সিএমএম আদালত প্রাঙ্গণে জয় বাংলা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ধরতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা তাদের উপর হামলা চালায়।
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা জানান, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়ছে। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে। আজ সে ভারতে পালিয়ে আছে। এই স্বৈরাচার হাসিনার পক্ষে কোনো স্লোগান বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা এই স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিহত করেছি।
পরে পাবলিক প্রসিকিউটর এসে আইনজীবীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।