জাবি ছাত্রলীগ নেতা শামিম হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
30, September, 2024, 11:03:15:AM
আশুলিয়া(সাভার)প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজধানীর উত্তরা থেকে মোঃ সাইফুল ইসলাম(২০) নামে আরও একজন গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে সাভার স্মৃতিসৌধ ফাঁড়ি ইনচার্জ অলক কুমার দে পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ভূঁইয়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (ফার্মেসী বিভাগ) ছাত্র ছিলেন। সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলার তালিকাভুক্ত আসামী। সাইফুল ইসলাম (২১) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালগর গ্রামের মোহাম্মদ মোসলেউদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, ঘটনা পর থেকে আসামীরা বিভিন্নস্থানে পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তি সহযোগিতায় সাইফুল ইসলাম নামের আরও একজনের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালানো হয়। পরে তাকে তুরাগ থানার ধউর থেকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সে সুবাদে ঢাকার কাছ থেকে সাইফুল ইসলাম নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করাহবে। এই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গ, গত ১৮ই সেপ্টেম্বর সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা প্রান্তিক গেটে আসলে তাকে মারধর করে। পরে প্রক্টর অফিসে নিয়ে আসলে সেখানেও মারধর করা হয়। এসময় পুলিশ উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার-১ (নিরাপত্তা) এর সুদীপ্ত শাহিন ৮জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। আসামীদের সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।