রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের আরও চারদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফল ব্যবসায়ী মেরাজ হত্যা মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন কোতোয়ালি আদালত-২ এর বিচারক মো. আসাদুজ্জামান।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিজন জানান, আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে মেরাজ হত্যা মামলায় তুষার কান্তি মন্ডলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার হত্যাসহ ১১টি মামলা রয়েছে।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গা ঢাকা দেন তুষার কান্তি মন্ডল। ১৭ সেপ্টেম্বর রাজধানীর সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।