গত ১৭ সেপ্টেম্বর থেকে ৭ দিনের রিমান্ডে থাকা ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আজ কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর ভাসানটেক থানা এলাকায় গুলি করে ফজলু নামে এক যুবককে হত্যার মামলায় তিনি রিমান্ডে ছিলেন। আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে শ্যামল দত্তকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ভাসানটেক থানার উপপরিদর্শক মো: সাহিদুল বিশ্বাস। এ সময় শ্যামল দত্তের পক্ষে আইনজীবী শ্যামল কান্তি সরকার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্প্রতি ময়মনসিংহ বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় জনতা আটক করে। এসময় তাকে মারধর করে জনতা। পরে পুলিশে সোপর্দ করা হয়। শ্যামল দত্ত দাড়ি-গোফ কেটে পরিচয় গোপন করে অবৈধভাবে ভারতে যেতে চেয়েছিলেন। এর আগে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে স্বপরিবারে ভারতে যেতে গিয়েও পারেননি তিনি।