জবির গণপিটুনিতে শামিম মোল্লা হত্যা মামলায় একজন গ্রেপ্তার
22, September, 2024, 11:28:21:AM
আশুলিয়া(সাভার)প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণপিটুনিতে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৫ মিনিটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ। এর আগে শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে মাহামুদুল হাসান রায়হান নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। এর আগে সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও পরে মামলা করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে আসামিরা গা-ঢাকা দেয়। পুলিশও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহার ভুক্ত একজন আসামিকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
নিহত শামীম আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে৷ তিনি জাবির ইতিহাস বিভাগের ৩৯ তম আবর্তনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।