ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (১০ আগষ্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি। বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। সোমবার কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেই শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, মাভাবিপ্রবির প্রক্টর, পরিবহণ পরিচালক, গ্রন্থাগার পরিচালক, হল প্রভোস্ট সহ অনেক প্রশাসক।আজ আধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ট্রেজারার পদ থেকে পদত্যাগ করে পূর্ববর্তী পদত্যাগকারিদের অনুসরণ করলেন।