আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা
31, August, 2024, 11:48:43:AM
স্বাধীন বাংলা প্রতিবেদন:
বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় হবে এ বৈঠক হবে।
গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ যেসব দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল, তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পায়নি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকরাও।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি (জাপা) ডাক পেয়েছে এ বৈঠকে। তবে বাম গণতান্ত্রিক জোট আমন্ত্রণ পায়নি।
এর আগে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে। দ্রুত সময়ে নির্বাচনের দাবি তোলা বিএনপি জানিয়েছিল, পরবর্তী ভোটের রূপরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা।
পরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস।