তরতাজা রূপালি ইলিশের ছবি দিয়ে ফেসবুকে অত্যন্ত কম মূল্যে বিক্রির লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে হরদম প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতা সাধারণ। তাই চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের পক্ষ থেকে ৪১ প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অনলাইনে ইলিশ মাছ কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কিছু প্রতারক চক্র চাঁদপুরের ইলিশ নাম দিয়ে পেইজ খুলে নানাভাবে প্রতারণা করে যাচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। তালিকায় অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে ইলিশে বিক্রি করা ৪১ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।