ছাত্র-জনতার প্রতিরোধের মুখে কয়েক মিনিটও টিকতে পারেনি আনসার সদস্যরা। তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পরও সচিবালয় অবরোধ করে রেখে উপদেষ্টা ও সমন্বয়কদের নাজেহাল করতে চাইলে ছাত্র-জনতা তাদের প্রতিরোধ করে। এসময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।
আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আনসার বিলুপ্তর দাবি জানান। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্র-জনতা মিছিল দিতে থাকে, “স্বৈরাচারের দালালরা, হুশিয়ার সাবধান”, স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না”, “দালালদের ঠিকানা, এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন সচিবালয় এলাকা।